নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

#পাড়ার_গল্প

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

#পাড়ার_গল্প

আমাদের এলাকার রবীনকাকা দেখতে খুব সুদর্শন ছিল, নায়কের মত ছিল খুব সুন্দর করে চুল আচড়িয়ে রাখা এবং University পড়ুয়া ছিল কথাতেও ছিল সুদ্ধতা। তখন আমি খুব ছোট ছিলুম, রবীনকাকার বিয়ে হয় শহুরে, তার বিয়েতে পাড়াতে যেন আনন্দের ধুম পড়ে গেছিল। তাদের পারিবারিক অবস্থাও ভালো ছিল। তার বিয়েতে পরশী যুবতী মেয়েদের যেন হিংসে হল, ওমন সুন্দর শরীর অনেক তরুণীই কাছে পেতে চায়। যাইহোক কাকার বিয়ে হলো, বেশ কিছুদিন গেল, বছর খানেক পর হঠাত শুনলুম বরীন কাকার বউ তাদের বাসার কামলা/কাজের লোক কালামের সাথে পালিয়েছে!! কালাম দেখতে কালো মোটা চোখ বড় বড়, হাসি দিলে হলুদ দাত বের হয়ে থাকে, গা থেকে কেমন এক ঘন্ধ! তবে তার শরীরে অনেক শক্তি পাড়ায় হাডুডু খেলাতে সে বরাবর চ্যাম্পিয়ন। কাকীর পালাতে আমরা সবাই আপসোস করলাম, ঐ কালামের সাথে পালাতে হলো। পাড়ায় কাকীকে নিয়ে হাস্যরসের ঢুল পড়ে গেল, কাকার মত নায়কের মত চেহারা রেখে কামলার সাথে ছি! ছি! এর পর অনেক বছর কেটে গেল। রবীন কাকাও আবার বিয়ে করলো, কিছুদিন পর শুনলাম কালামও ওর পুরনো চাল চু্ুলুহীন ভিটাতে ফিরে এসেছে। আবার নুতন করে পুরনো গল্প শুরু হলো, তবে কালাম নাকি একা এসেছে রবীনকাকার প্রক্তন স্ত্রী নাকি তার চেয়ে মোটা কালো শক্তীশালী বেটার সাথে চলে গেছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

পবিত্র হোসাইন বলেছেন: প্রচুর জিম করতে হবে B-))

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

ম্যানচিনেইল বলেছেন: বিষয়টা কিন্তু অন্য রকম মনে হচ্ছে।
যাই হোক রসিকতার চরম মাত্রায়, খুবই ভাল লাগলো।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

নাহিদ০৯ বলেছেন: হা হা হা। দারুন একটা কৌতুক হয়েছে।

এটা কি সত্যি ঘটনা থেকে প্রভাবিত?

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: মজার।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০১

মানুষআজিজ বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.