নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

পুটি মাছের পোনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪২

উষার সাথে আমার বিয়েটা হয়ে গেল ।
বাসর রাতে উষা বললো: তোমারতো ভিটেমাটি-চালচুলো ,টাকাকড়ি কিছুই নেই । বিয়েতো করলে আমায় ,খাওয়া-পড়ার খরচ কিভাবে আসবে শুনি ?
আমি বললাম উষাকে: আপাদত খাওয়া-পড়ার হিসেবটা বাবার উপর ছেড়ে দিয়েছি ।
উষা বললো: তোমার বৃদ্ধ বাবাকে আর কত খাটাবে ? তাছারা সব জিনিস-তো আর তোমার বাবার কাছে চাওয়া যাবে না । এখন বিয়ে করেছো কিছু একটা করো -বউয়ের সুন্দর মুখ-খানা দেখলে-তো আর পেটে ভাত আসবে না ,নিজে কিছু কর ।

উষা আমিও তাই ভাবচ্ছি- কিভাবে আয়ের চিন্তা করা যায় । আচ্ছা -উষা পুকুরে মাছের কারবার করলে কেমন হয় , নুর চাচার যে পরিত্যাক্ত পুকুরটা আছে -সেটাতে পুটি মাছের পোনা ছেড়ে দিলাম ।

উষা বললো : না - এটা কোন কারবার হলো? যা পারবে না -সেটার তো দরকার নেই । শুনেছি আগে যা করেছো সবই তো লোকসান দিয়েছো ।

তাহলে কি করা যায় উষা ? উষা বললো : আমি কি জানি ? শুধু মনে রেখ আমি পেটে ক্ষুদা নিয়ে বেশিক্ষন থাকতে পারি না । যাইহোক------এখন ঘুমাও বাসর রাতেই তোমাকে টেনশনে ফেলে দিলাম । ভয় পেও না একটা কিছু হবেই । উষার শেষের আশার বানী শুনে নিশ্চিত ঘুম দিলাম-পরস্পর শরীর জরিয়ে ।
(লেখক: মানুষ আজিজ)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

মাহের ইসলাম বলেছেন: স্বপ্ন দেখছেন নাতো?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

বাংলার মেলা বলেছেন: ঘুমিয়েছেন - এইটুকুই তো যথেষ্ট ছিল, জড়াজড়ির ব্যাপারটা ব্লগে শেয়ার করার কি দরকার ছিল? করেই ফেলেছেন যখন, তারপর কি কি করলেন, তাও বলে ফেলুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.