নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

অলীক

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২২

( আধাঁরির গল্প )

একটি দেশের প্রতিটি নাগরীকের তথ্য জানার অধীকার আছে, অধীকার আছে কি কি অধীকার আছে নাগরীক হিসেবে । অথচ দেশের বেশির ভাগ মানুষই তা জানে না । আজ ন্যাশন্যাশ মিউজ্যামে দেখলাম একটি ছাপা কারখানা -যেটাতে প্রথম সংবিধান ছাপা হয়েছিল ! এটি দেখে হাসিই পেল ! আমার প্রয়োজন ছিল প্রথম সংবিধানের বই , বা তার কাগজ যেটা আমাদের প্রয়োজন সেটা না দিয়ে আমাদের ভিন্নতা সেখাচ্ছে এতে লাভবান হচ্ছে ক্ষমতায় টিকে থাকা ব্যক্তিরা তারা জানে যত আমাকে শিক্ষিত করতে ততই অন্ধকারদুর হবে আর আমি আমার অধীকার বিষয়ে সচেতন হবো আমি কমেন্টস করতে পারবো , এটা তাদের জন্য বিপদজনক হবে তাই মেস পিপলদের কাছে অন্ধকারকে এমন ভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে যেটার কোন মূল্য নেই যেটা দিয়ে আপনার সাংসার চালাতে পারবেন না । বেসিক যে law বা সংবিধান তাও পাচ্ছে না মানুষ । একটি কথায় বার বার ফিরে আসি আপনি ক্ষমতার প্রয়োজনে যা শোষন করছেন তার চেয়ে বেশি খেসরাত দিতে হবে কোন সামাজ্যই ২০০ বছরের উপর টিকে থাকে না । আমাদের দেশের মানুষের পার কেপিটা ইনকাম প্রায় ১৩ শত মার্কিন ডলারের মত এটার কুয়াটার যদি একটি পরিবারের সব মানুষ কাজের মধ্যপায় তাহলে এ দেশে দারিদ্রতা থাকবে না । আজ যখন দেখি মাস্ট্রাস কমপ্লিট করা কোন ছেলে চাকুরীর জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে তখন ভাবী যারা অবস্থার কারনে পড়াশুনা শেষ করতে পারেনি তাদের কি অবস্থা তাদের মাথা নিয়ে তো বেশি করে খেলা যায় , তার সাথে ইচ্ছেমত মগজধুলাই । এখন অপরাধগুলোও অমানবিক মনে হয় না সবই সমাজ বা ক্ষমতার করণে তৈরী হয় বা বাধ্য হয়ে । ভোলাতে কিছু গ্রাম আছে মানুষ এত দারিদ্র সীমার নিচে বসবাস করে যে পুষ্টির অভাবে মরে যাবার অবস্থা অথচ আজ আমি আপনি প্রতিদিন শিল্প ভাবচ্ছি । মুক্তির আনন্দ কোন কোন সময় অপরাধ তৈরী করে -আর অপরাধী হয়ে যারা পার পেয়ে যাচ্ছে তারা জানেও না কি কঠিন শাস্তি তার পাপ্য ছিল । একজন প্রাইভেট কলেজ বা ভার্সটিটির ছাত্র তার শিক্ষা শেষ করে সরকারী জব করতে পারে না , অথচ সে সরকারকে ভেট দিয়ে পড়ছে আর যে ভেট দিয়ে পড়ছে না অথাৎ সরকারী কলেজ বা বিশ্ববিদ্যালয় তার জব দ্রুত হচ্ছে ! আমি এটা বলবো সবাইকে তার কর্মক্ষেত্র্রের যোগ্যতা প্রমানের সুযোগ দেয়া হোক । সরকারের এ কাজ সামাজ্যবাদীতার চেয়ে কোন অংশে কম নয় ! আপনি যার থেকে খাচ্ছেন তাকেই মূল্যায়ন করছেন না আপনার চেয়ে বেইমান আর কে আছে, বলুন? একই দেশে থেকে যখন দেখবেন আপনি নামে মাত্র নাগরীক তখন আর ভাষা আন্দোলনের উল্লাস কি বা স্বাধীনতা দিবসই কি -এমন বিজয় কোন দিন চাইনি হয়তো । টাকশালের কবলে পড়ছে মানুষ, শিক্ষা ,বিবেক আর কবিতারা বরীন্দ্রনাথের মত সাজাহান কে নিয়ে যখন মমতাজ মহল নিয়ে কবিতাটা ! অপরাধ করে টিকে গেলেই সে বিজয়ী -আর না টিকতে পারলে দেশদ্রোহী । সবই আজ সুদ্ধ চর্চার ফসল -, আমাদের শেখাচ্ছে বাবা সুন্দর হও টিসু ব্যাবহার করো , টুথপেস্ট ব্যাবহার করো আর আইপিএল ম্যাচ দেখ ওখানে সাকিব খেলছে ! বাবা আরবী পড়ো,দর্শন পড়ো,আইনট্রান পড়ো,পিথাঘুরাস পড়ো,ইংরেজি পড়ো এই যে এত এত পড়া তাতে কোনটায় মুক্তি ? শিক্ষাতে হল বানিজ্য, দূর্নীতি,প্রশ্ন পত্রফাস এটা ক্ষমতাবানদের জন্য পজেটিব ! তার কারণ আপনাকে যতটা মানুষিকভাবে অসুস্থ রাখতে পারবে ততক্ষন আপনি স্বামীন চিন্তে করবেন ,সুন্দর চিন্তে করতে পারবেন না মনের মধ্য সব সময় একটা ক্ষত বিষের মত বাজতে থাকবে । তবুও ভালো শিক্ষার দায়বার আমাদের পরিবার পুড়োপুরি নিয়েছে সরকার নেয়নি সরকার নিয়েছে বিষেশ বিষেশ দিন উৎযাপনের দায়িত্ব যেদিন বন্ধ থাকে আর সবাই বাসায় নাক ঢেকে ঘুমায় আর তারা পতাকা নিয়ে লাফায় । সবাই ভালো থাকবেন সুস্থ চিন্তে করবেন --শুভরাত্রি ।

লেখক: মানুষ আজিজ,ধানমন্ডী ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
দেশ নিয়ে খুব ভাবার দরকার নেই। শুধু নিজের দায়িত্ব যথাযথ পালন করে যান।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি তো আপনাকে ভারতীয় বাঙালি ভেবেছিলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.