নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

সাধারণ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৩

#সাধারণ । মানুষ

তাহার পথ রুদ্ধ করে বললাম : আমাকে দেখে পালাচ্ছো কেন ?
-পালাচ্ছি ! আমি কি চোর যে পালাবো ?
-দেখলাম তো । মুখে আচঁলটেনে ধরে দ্রুত হাটঁছিলে ।
-তাই ভেবেনিয়েছো তোমাকে দেখে ?
-হুম ।
-কতটা হাস্যকর তুমি ! তুমি আমার কে ?যে ভয়পেয়ে আচঁলটেনে দ্রুত চলে যাব ?
-কোনদিন কেউ ছিলাম না বুঝি ?
-কোনদিন না ।
-মিথ্যা বলছো তুমি ।
-মিথ্যা না ।
-তাহলে সত্যছিল কি ?
-সত্য এটাই তোমাকে চিনি না ।
-নামটা মনে করিয়ে দিব ?
-প্রয়োজন নেই । অপরিচিতজন তুমি । অপরিচিতজনের সাথে কথা বলা বারণ ।
-কথারও পরিমান আছে ?
-তা বলতে পারবো না । কেন বলবো কথা ?
-না , কেন জোর নেই ।
-তাহলে ? বললে কেন ?
-বলছিলাম, কখনো যদি চোখে চোখ পড়ে যায় বা বাসে চড়তে গিয়ে হঠাৎ পাশাপাশি সিটে বসে পড়ি , দু'জনা কি এপিট-ওপিট ,যোগ-বিয়োক করে যাবো শুধু ?
-কি চাও তুমি ?
-স্বাভাবিক নিয়মে যদি দেখা হয় , একটু বসতে পারি, চা খেতে খেতে দশমিনিটের জন্যও তো কথা বলতি পারি, যেমন -প্রতিবছর বাড়ি ভাড়া বাড়চ্ছে, চোখে আগের মত দেখতে পাই না , চিগুনবুনিয়ায় শরীর ব্যথ্যা হয়ে আছে এই সব কিছু নিয়ে ।
-কাছে আসতে চাচ্ছো আবার ?
-যদি এসে পড়ি ?
-পাড়বে তুমি ? সব কিছু ভেঙে রেখে আসতে ? ওদের ছেড়ে ?
-না । তা পারবো না ।
-তুমিও কত পরিবর্তন হয়ে গেছো ।
-হুম ।
-শিউলী তলায় আচঁলে শুয়ে কত বলেছিলে, যেকোন সময় -যেকোন মুহুর্তে আসতে পারবে?
-হুম, বলেছিলাম ।
-পারবে নাতো ?
-না পারবো না ।
-তো ?
-তুমি পারবে ? তুমিও তো আরো পারবে না, যে চেহারা দেখেই মুখ লুকায় ?
-না পারবো না ।
-হুম ।
-তো ?
-যেহেতু কেউ কারো জীবন থেকে সড়তে পারবো না তাহলে যত সাধারণ হই তত ভালো নয় কি ?
-হুম ।
-এরপর দেখা হলে কথা বলবে তো ?
-মনচাইলে করবো ।
-হুম, মনটাই সব কিছু । সেটাই কইরো । জোর করে মুখ লুকিয়ে, রাগ পোষে চলে যেয়ো না ।
-না, এখন আর রাগ নেই কিছু তে । সবই সাধারণ চাওয়া ছিল আমাদের ।
-সেটাই ।
-বরং একে ,অপরকে বুঝাটাই প্রয়োজন সব চেয়ে বেশি ।
-হুম ,যাই আজ তাহলে ?
-যাও ।
-তুমি ভালো থেকো ।
-তুমিও থেকো ।
-থাকবো ।
-হুম ,
মিষ্টি হাসি দু'গলিপথে চলে যাওয়া ।
-

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: দু'জনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.