নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

রমা

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৫

#রমা

-বাসায় ঢুকেই রমা বলচে, অবেলায় ঘুমিয়ে আছ যে মানুষ?
-জ্বর এসেচে ।
-কখন?
-সকাল হতে।
-জানালে না কেন?
-ভেবেছিলাম ,সেরে যাবে দুপুরে পর থেকে যন্ত্রণা দিচ্ছে জ্বর।
-ঔষধ নিয়েছো ?
-না।
-থাক,নিচ থেকে বেসিক ঔষধ নিয়ে আসি

-মাত্রই এলে, বস পড় যেয়ো।
-মাথায় জল ঢালবে?
-পর ঢালি?
-হম।
-কিছু খেয়ে নাও।
-তুমি খাওনিতো ?
-ভাত গিলতে পারছিলাম না ।
- রুটি এনেদিই?
-দিও,জিরিয়ে নাও , অনেক ট্রায়াড লাগছে তোমায়।
-একটা কলদিতে পারতে না ?
-সরি।
-সেই আগের মত একরোখাই আছ।
-না,আগের মত নেই।
-কি জানি পরিবর্তন দেখি নাতো।
-বেতন পেলে?
-না,কালপরশু দিবে।
-কেন,হাত খালি?
-না।
-তো?
- পাঠক সমাবেশে কয়েকটা বই দেখলাম ,ভালই লাগচিল।
-নাম কি বইয়ের?
- Living on your own terms,আর the journey of being human.
- এ দু'টাইতো?
-হুম দু'টাই।এই ----
-বল?
-ফরিদদার কাছ থেকে ছয়শতটাকা ধার নিয়েচি ।
-আবার?
-এবার মিটিয়ে দাও না, আমার টাকা হাতে এলে শোধ করে দিব।
-রমা হেসে বললো- আহ , শোধ দেবার মানুষটা আমার!! উঠছি ঔষধ নিয়ে আসি।
-এই শুননা,
-বল।
-কোয়ার্টার আড়ংয়ের দুধ নিয়ে এসো ।
-দুধ খাবে তুমি?
-অসুস্থতো, খেলে একটু শক্তি পাই যদি ?
-রমা মৃদ হেসে বললো, সেতো রোজই খাও !
-না,প্রাণেরটা এনো না।ঠকায় ওরা।
-ষাড়ের মত তো নিজেরটা ঠিকি আদায় করে নাও।
-কি?
-কিছু না।বস,তোমার জন্য দুধ নিয়ে আসি,ঔষধ নিয়ে আসি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.