নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

রমা

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৮

#রমা

সন্ধের পর বাসায় ফিরলাম , বৃষ্টি শেষে একটু শীত শীতও করছিল । ঘরে এসে দেখি খুব এলোমেলো হয়ে আছে , বুঝলাম কেউ এসেছিল হয়তো । ঘরে ঢুকেই ঘুম ঘুম পাচ্ছিলো ,কাপড় পরিবর্তন করে বিছানায় বসে থেকে থেকে ঘুমিয়ে গেলাম ! এরপর অনেক্ষণ পর হঠাৎ শব্দে জেগে উঠলাম , বুঝলাম বাইরে থেকে রমা ডাকছে । তারাহুরো করে দরজা খুললাম , খুলে দেখি রমার সাথে রমার কাজিন পরমা ও তার বাচ্ছা দুই সন্তান । রমা দাতদিয়ে ঠুট কামড়েঁ বললো, এতক্ষণ লাগলো ! কুড়ি মিনিট ধরে ডাকছিলাম ! ।
আমিঃ সরি, আমি না ঘুমিয়ে গিয়েচিলাম গো ! টেরপাইনি । এরপমধ্য পরমার বাচ্ছা দু'টো হুহু করে হাসছিলো , আর পরমা ওদের হাসি থামানোর চেস্টা করছিল , আর রমা কিছুক্ষন নিশ্চুপ হয়ে গেল এরপর ওর শরীর থেকে উর্ণা ছুরে আমার দিগে দিয়ে বললো, শরীরটা ডাকো , বাচ্ছারা হাসছে । পর মনে হলো , শুধু ছোট্ট আন্ডার পেন্টাই পড়ে আছি !দৌড়ে যেয়ে জামা পড়ে নিলাম । এরপর পরমার বাচ্ছারা দরজায় কিনারায় দাড়িয়ে দাড়িয়ে আমাকে কিছুক্ষন পর পর দেখে আর দাত কেলিয়ে হাসেঁ , ওদের হাসি দেখে জিদ উঠেছিল মন চাচ্ছিল ওদের ধরে দু'ঘা বসিয়ে দিই । রমা ফ্রেশ হয়ে কাছে এসে বললো , ওরা আজ আসলো ওদের নিয়ে নিউ মার্কেটে গিয়েছিলাম পর পরমা এসে বললো, মানুষ বেড়াতে আসলাম তোমাদের বাসায় । আমি বললাম, ভালো করেচো কতদিন আসনি ,স্বামী সাংসারের চাপ বুঝি বেড়েগেছে? ফোন দিতে পারতে না , আমিও যেতে পারতাম নিউমার্কেটে ।
পরমাঃ রমাকে বলেছিলাম , তোমায় কল করার জন্য ।
আমিঃ নিশ্চয় ও বলেছে মোবাইলে বেলেন্স নেই ?
পরমা রমার দিকে তাকিয়ে রইলো ।
রমাঃ এত জানাতে হবে কেন শুনি ? আমার আপনজন আসছে , আমি বুঝবো সব , তুমি তোমার মত থাকো ।
পরমাঃ তোদের দাঁ-কুমড়াঁর সম্পর্ক হলো কবে থেকে ? এসে মানুষের বিষয় জানতে চাইলে উত্তরই দিচ্ছিলি না ।
রমাঃ আর বলো না এই মানুষটা আমারে জ্বালিয়ে মারলো ।
পরমাঃ কি হয়েছে বলতো ?
রমা নিশ্চুপ ।
পরমাঃ কি হয়েচে ,মানুষ ?
আমিঃ কিছু না , তোমার বোনই -----
রমাঃ ও আমার সব টাকা ছিনিয়ে নেয় , মাইনে পেয়ে টাকা নিজের কাছে রাখতে পারি না ।
পরমাঃ কেন?
রমাঃ আমি কি জানি ,
পরমাঃ এমন করছো কেন মানুষ, ওর পরীশ্রমের টাকা , যদি প্রয়োজন হয় মিউচুয়ালিই নিতে পারো কিন্তু একেবারে সব নিয়ে যাবে !
রমাঃ বুঝেছো দিদি, ওর সর্হ্য হয় না ! আমার দিন দিন প্রমোশন হচ্ছে তো , ওর থেকে আমি ওপর চলে যাবো না ?
আমিঃ তুমি রমা ! ওপরে যাচ্ছো তো ? ওপরে গেলে বুঝি , মানুষের তেজ বাড়ে, অযথা চেচ্যায় ? কথায় কথায় খোটাঁ দেয় ? তুমি তো কিছুদিন ধরে , আমি কতদিনধরে পাশে আছি কোনদিন বলেছিলাম আমারটা নিচ্ছো তুমি ? আমার, তোমার ! এই বিবাধেই সব যাচ্ছে ।
পরমাঃ বুঝেছি এবার ।
রমাঃ কিছু বুঝনি, ও আমার টাকা নিয়ে যা ইচ্ছে তাই করবে আমি মানবো না ।
আমিঃ কি করবে ?
রমাঃ থানায় যাবো ।
আমিঃ থানায় কেন, অপছন্দ হলে ছেড়ে দাও না ।
রমাঃ এক সহজে ছাড়বো না তোমায় ! বুঝেছো কি ?
পরমাঃ তোরা একে ওপরে দুরে সড়ে গেছিলস । একটা পরামর্শ দিই কোথা থেকে বের হয়ে আয় তোরা , ঠিক আগের মত হয়ে যাবে ।
আমিঃ কত বলেছি ওকে ।
পরশাঃ রমা , সত্যিই বলছি ।
রমাঃ আচ্ছা সে না হয় দেখা যাবে , শুনতো এবার আমার মাইনে কেন কেড়ে নেয় ও ?
আমিঃ আমার চেয়ে বেতন বেশি পাও বলে এত অহংবোধ বাড়চ্ছে আজকাল ।
রমাঃ তো বাড়বে না ?
আমিঃ এ জন্যই সব কেড়ে নিই ।
রমাঃ দেখেছো দিদি, ও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে ?
পরমাঃ আহ ,মানুষ ।
আমিঃ হাহাহাহা
রমাঃ দেখেচো কেমন ,প্যাচাঁর মত হাসে !
আমিঃ পাগলী !
রমাঃ আজ ,ভালো হয়েছিলতো প্রায় নগ্ন হয়ে দাড়িয়েচিলে ।
পরমাঃ ধাৎ, কিসে থেকে কি বলে !
আমিঃ আমি তো রমা ভেবেই ওভাবে দাড়িয়ে ছিলাম !
রমাঃ মানে কি ?
আমিঃ মানে , রমা -আমি তো পারস্পরিক আরো মুক্তরুপে একজন আরেকজনের পাশে থাকি ।
পরমাঃ আমি, গেলাম ! তোদের অযথা ঝগড়ার কোন-মাথা,মুন্ড নেই ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: গতকাল এই পোষ্টে একটা মন্তব্য করেছিলাম। আজ এসে দেখি মন্তব্য নেই। মন্তব্যটা কই গেলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.