নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝেও অতিসাধারণ

মার্ক টোয়েন

মনের অনুভূতি প্রকাশ করে যাই বিক্ষিপ্ত কিছু শব্দমালায়।

মার্ক টোয়েন › বিস্তারিত পোস্টঃ

নিশ্চুপ ভালবাসা

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪

এক


এই ছেলে!!!
হঠাৎ এই ভারি কন্ঠে নিজেকে সামলিয়ে নিতে একটু
কস্টই হচ্ছিল।গনতান্ত্রিক রাস্ট্রে যেখানে বাক
স্বাধীনতা বিদ্যমান সেখানে কল্পনা রাজ্যে হস্তক্ষেপ
অনধিকার চর্চা বললে দোষ হয় না।কল্পনা রাজ্যের
প্রহরীর দিকে তাকাতেই চোখ যেন কেমন ঝাপসা হয়ে
এলো।চেহারা দেখে মনে হচ্ছিল যেন আমি তার কল্পনা
ভাগ বসিয়ে তার কল্পনার কৃত্রিম সংকট বাধিয়েছি।
তবে এটা ভেবে অবাক লাগছিল যে জায়গা তে আমাকে
থামানো হয়েছে ঠিক সেখানেই আমার বাস্তবতা শেষ।


দুই


নাতাশা।আমার ছোটবেলার বন্ধু।ছোটবেলায় এক সাথে
অনেক খেলা করেছি।ক্লাস সিক্স এর পর ও যখন ক্যডেট
এ চলে যায় তখন ওকে অনেক মিস করতাম।ইন্টার এ যখন
সব মেয়ের মাঝে নাতাশার হাসি খুজতাম তখন আর বুঝতে
বাকি রইলনা নাতাশা আমার হৃদয়ের কতটুক জায়গা জুড়ে
আছে।হৃদয়ে মাঝে শুধু নাতাশা কে নিয়েই যত জল্পনা
কল্পনা।আমার কল্পনার পৃথিবীর রানী ।আমি সুযোগ
খুজতে লাগলাম তাকে ভালবাসার কথা বলার্।শুধু
ভাবতাম এমন ভাবে বলবো যেন ইগ্নর না করতে পারে।
এডমিশন দিয়ে বাসায় আসার পর নাতাশার খোজ
নিলাম।ও মেডিকেল এ চান্স না পাওয়ায় ভেংগে
পরেছে।আমি মাঝে মাঝে ওর সাথে গল্প করতাম ওকে
একটু নরমাল করার চেস্টা করতাম।ও প্রইভেট মেডিকেল
এ ভর্তি হলো। পরিস্থিতি আস্তে আস্তে ভাল হতে
লাগল।আমিও বলার সুযগের অপেক্ষায় ।হঠাৎ নাতাশার
ফোন...
দ্রুত বাসায় আয় ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবে।
আমাকে সুন্দর একটা শোপিছ এনে দিতে পারবি?
হুম পারবো।
শোপিছ দিয়ে কি করবো জিজ্ঞাসা করলি না?
কি করবি?
কাল সেজানের বার্থ ডে।
বুঝতে আর বাকি রইল না এ সেজান কে।আমার পৃথিবী
যেন অন্ধকার মেঘে ছেয়ে যাচ্ছিল।কোন মতো
নিজেকে কন্ট্রোল করে নিজের রুমে চলে আসলাম।
চোখের জল আর ধরে রাখতে পারছিলাম না।জীবনের
কোনও অর্থ খুজে পাচ্ছিলামনা।বুকে জমানো
ভালবাসা যাকে সব সময় আগলে রাখতাম তা আজ যেন
জলন্ত ছাই হয়ে গেছে।আর চোখের জল যেন ভালবাসার
বাস্প।


তিন


এই ছেলে হ্যাঁ তুমি কোথায় ছিলে?
স্যার এখানেই তো বসে ছিলাম।
বলো nerve supply of stomach?
sorry স্যার .
যাও চোখ ধুয়ে এসো...
চোখে হাত দিতেই দেখি জল.
হৃদয়ের মাঝে জ্বলা সেই আগুন আজও ভালবাসার বাস্প
ঝরায়।ভুলতে পারিনি তোকে।



ভালবাসি তোমায়
আজও হয়নি বলা
ভালবাসার কথা
যত্নে রয়েছে তোলা
কবে তুমি
আসবে ফিরে
মিছে কল্পনাকে
সত্য করে
বলবো সব
ভালবাসার কথা
দুর করে সব
দুঃখ ব্যথা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.