![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর একদিন আসবো
দু চার লাইন কবিতা লিখে যাব
তারপর অনেক অনেক দিন
তুমি মেনে নিয়েছো ফিরবো না আমি
হয়তোবা ভুল করে কোনো একদিন
জেনে যাবে তুমি
প্রতিটি শব্দ তোমার জন্য লিখেছিলাম আমি।
এখনও কি সেই পাগলামিগুলো আছে?
অভিমানে কি চোখ দুটি জলে ভাসে?
এত দুঃখ অভিমান রেখে কি লাভ
বেচে থাকা আর মৃত্যুর খুব কি তফাৎ
সেই একই সূর্য একই ভাবে উঠে
দিন গুলো আজ একি ভাবে কাটে
মাঝখানে কিছু স্মৃতি
ধুলোর আস্তরনে মাখা দিনগুলো
কি বর্নিল ছিলো
সময়ের সাথে আজ ধূসর সাদা কালো।
২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০
মার্ক টোয়েন বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা। শুভ কামনা আপনার জন্য।