![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনার বাংলার স্বপ্ন দেখি। "সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই... নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই... উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ... দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন.."
খুব ভোরে যখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক মানে ১ নং গেটে এসে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা পুলিশ র্যাব অবস্থান নেয় তখন অনেকেই আশংকা করেছিল সামথিং গোয়িং রং। সকাল ৯টা থেকে আসতে আসতে ছাত্রীরা মুল ফটকে আসতে থাকে। তারা প্রথমে পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে গেলেও ক্রমেই স্বাভাবিক হতে থাকে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। বাড়তে থাকে প্রতিবাদ আর উত্তেজনা। এসময় পুলিশ ছাত্রীদের তেমন কিছু না বললেও বাধা দেয় আগত অভিভাবকদের। কিছুটা উত্তেজনা ছড়ালেও ছাত্রীদের তীব্র স্লোগান আর অভিভাবকদের প্রতিবাদের মুখে তারা পিছু হটে। এভাবে পালিতে হয়ে গেল পরিমল নামক এক মানুষরূপী পশু এবং তার অন্যতম সহযোগী প্রিন্সিপ্যাল হোসনে আরার বিরুদ্ধে চমৎকার প্রতিবাদী এক মানবন্ধন। সব সাহসী সাবেক-বর্তমান ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে সাবেকদের উপস্থিতি ও ভুমিকা সত্যি হতাশাজনক ছিল। এই দিকটা ছাড়া মানব্বন্ধন শতভাগ সফল। তবে ভাল লেগেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী-শিক্ষকেরাও মানববন্ধনে যোগ দেয়া দেখে।
ছবি- ইশরাত আমিন
ছবি- বাংলানিউজ২৪
প্রধান গেটে সকালে অবস্থা নেয়া পুলিশ
খুব সকালে এসে ও প্ল্যাকার্ড লেখা শুরু করেছিল
পরিমলের শাস্তি দাবী করে বানানো পোষ্টার
ছবি- তানজিলা
প্রথম থেকেই যে পোস্ট দিয়ে সব আপডেট দিচ্ছিলাম- একজন পরিমলই হোক দৃষ্টান্তমূলক সাজার অনন্য উদাহরণ..আসুন ছোট এই বোনদের পাশে দাঁড়াই।
০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৪১
বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৪১
নষ্ট কবি বলেছেন: পূর্ণ সমর্থন
০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৬
বেঙ্গল মাসুদ বলেছেন: WE- the STUDENTS of various instituions of Dhaka City are going to gather at Shahid Minar premises on the 12th instant at 4pm. The main issue is the judgement of PORIMOL and to ensure a secured environment in every institution. Students from DU,DMC, NDC, DC, DCC, Milestone College, RUMC and several others have assured abt their participation. So, everyone- plz spread the message and try to join the event cordially.
৩| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: আমি খুব করে অপেক্ষা করছিলাম আপডেট পাওয়ার জন্য। যেহেতু দূরে থাকি বলে কিছুই জানতে পারছিলাম না। আর আমার কলেজের টিচার ও স্টুডেন্ট রা (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ) ও ছিল শুনে খুব ভালো লাগছে। আমি নিজে না থাকতে পারার দুঃখ টা কমিয়ে দিয়েছে।
১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৪১
বেঙ্গল মাসুদ বলেছেন: এত দূর থেকে আপনার এই টেনশনে সত্যি সাহস আরো বেড়ে গেল। সারাদেশের সাথে আমাদের বিদেশে অবস্থানরত উনারাও আমাদের সাথে আছেন দেখে।
৪| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৫
অণুজীব বলেছেন: পূর্ণ সমর্থন
১০ ই জুলাই, ২০১১ রাত ১২:০৫
বেঙ্গল মাসুদ বলেছেন: আমিন
৫| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৭
আরিফ্ ৯১ বলেছেন: কঠিন অবস্থা। ওর শাস্তি চাই। গূড জব। কীপ ইট আপ। উই হেভ ফুল সাপোর্ট।
১০ ই জুলাই, ২০১১ রাত ১২:২৫
বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫২
গোফরান ডাকু বলেছেন: সারাদিন একটু পরপর টিভি দেখার চেষ্টা করছি যদি মানব্বন্ধনের কোন নিউজ দেখাই সেই আসাতে। কিন্তু পাইনি। এখন দেখে ভালো লাগছে।
১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৫
বেঙ্গল মাসুদ বলেছেন: সাথে থাকুন
৭| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৪
বিষাদ বর্ণন বলেছেন: সে কাজটি স্টিকি পোস্টে চেয়েছিলাম সেটি আপনি করে দিলেন ,
সামুর অস্বচ্ছ্য মডারেশন দেখে আবারো হতবাক না হয়ে পারলাম না,
স্টিকি পোষ্টে একটিও ছবি পেলাম না মানববন্ধনের অথচ এর আগে আপনার তথ্যবহুল লেখাটিও ব্লগারদের শত অনুরোধেও স্টিকি হলো না হলো একটি অগোছালো লেখা ,সেটি সকলের কাম্য নয়
ছবিগুলো শেয়ারের জন্য ধন্যবাদ ,
এই পোষ্টটি অন্তত ষ্টিকি করে সামু তার স্বচছ মডারেশন প্রমান করুক ,
আর পরিমল পশুটারও বিচার হোক
পোষ্টি স্টিকি হোক
১২ ই জুলাই, ২০১১ রাত ১২:০১
বেঙ্গল মাসুদ বলেছেন: ধ্যন্যবাদ
৮| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৪
তুষার শুভ্র বলেছেন: এইরকম একটা আপডেটের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ মাসুদ সাহেব।
১২ ই জুলাই, ২০১১ রাত ১২:০৮
বেঙ্গল মাসুদ বলেছেন: সাথে থাকুন।
৯| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৪
রাইসুল জুহালা বলেছেন: বাংলাদেশের মিডিয়া এত ফালতু, খবরগুলি এত দুর্বলভাবে বানানো যে বলার না। এরকম একটা খবরে হোসনে আরার একটা সাক্ষাৎকার তারা নিবে না? হোসনে আরা এখন পুরো ঘটনাটা কিভাবে দেখে, মানববন্ধন সম্বন্ধে কি ভাবছে, সেটা ছাড়া এই রিপোর্ট হয় কিভাবে? আপনাকে খবরের লিঙ্ক এবং ছবিগুলির জন্য ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৮
বেঙ্গল মাসুদ বলেছেন: তার সাক্ষাৎকারের জন্য ফোন দিলে উল্টো তিনি এক সাংবাদিকের সাথে হুমকির সুরে কথা বলেন। আপনি পারলে একটা নেন। নিয়ে ইউটিউবে শেয়ার দেন। মনে হচ্ছে আপনার সাথে ভাল যোগাযোগ আছে।
১০| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৬
দূর্জয় বলেছেন: আন্দোলন সফল হোক। পরিমল আর তার সাথী প্রধান শিক্ষিকার শাস্তি হোক।
১১| ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৮
দূর্জয় বলেছেন: এই পোষ্ট ষ্টিকি হোক।
১২| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:০০
তায়েফ আহমাদ বলেছেন: আমার সবচেয়ে ভাল লেগেছে এই যে ১৫-১৬ বছরের মেয়েগুলো কী দূর্মর সাহসে ভর করে প্রতিবাদ করে যাচ্ছে। মিডিয়া পাশে নেই, শিক্ষকরা(!) পুলিশের ভয় দেখাচ্ছেন, গতানুগতিক পুরুষতান্ত্রিকতার বাধা তো আছেই। সেইজন্যই হ্যাটস অফ। আমাদের বোনেরা অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়ে উঠছে।
লেখককে ধন্যবাদ।
১৩| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:০২
নীরব দর্শক্ বলেছেন: সাথে আছি, অন্যায়ের বিরূদ্ধে আর ন্যায়ের পক্ষে।
১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৩
বেঙ্গল মাসুদ বলেছেন: ধন্যবাদ
১৪| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:০৫
মেলবোর্ন বলেছেন: আমাদের বোনেরা অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়ে উঠছে। আপডেটের জন্য ধন্যবাদ
১৫| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:০৬
রাইসুল জুহালা বলেছেন: লেখক বলেছেন: তার সাক্ষাৎকারের জন্য ফোন দিলে উল্টো তিনি এক সাংবাদিকের সাথে হুমকির সুরে কথা বলেন। আপনি পারলে একটা নেন। নিয়ে ইউটিউবে শেয়ার দেন। মনে হচ্ছে আপনার সাথে ভাল যোগাযোগ আছে।
ধরে নিলাম আপনার দাবী সত্য। তাহলে রিপোর্টে এই তথ্যটা অন্তত থাকা উচিৎ ছিল যে হোসনে আরার কাছে সাক্ষাৎকার চাইলে উনি হুমকি দেন। হোসনে আরাকে না পেলে ভিকারুন্নেসার সহকারী অধ্যক্ষ বা যেকোন শিক্ষক/শিক্ষিকার সাক্ষাৎকার নিতে পারত।
১০ ই জুলাই, ২০১১ রাত ১২:২৭
বেঙ্গল মাসুদ বলেছেন: Click This Link
১৬| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:২৭
নীরব দর্শক বলেছেন: শুধু ছাত্রী আর অভিভাবকরা নেমেছে। স্কুলের অন্যান্য শিক্ষকদেরও বিশেষ করে শিক্ষিকাদেরও নামা উচিৎ ছিলো। তারা না নেমে সরাসরি এই অন্যায়ের পক্ষে অবস্থান নিল।
১৭| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৩
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপানার ফলোয়াপ এর জন্য।
১৮| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৩
ভুদাই বলেছেন: চরম আপডেট মাসুদ। চালিয়ে যাও।
১৯| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৪
রাগ ইমন বলেছেন: গুড পোস্ট । আপনাকে প্লাস
স্টিকি পোস্টে ছবি বা ভিডিও দেওয়া হচ্ছে না সরাসরি , কারণ এতে পেজ লোড হয়ে অনেক সময় লাগে । স্লো কানেকশনে খুব খারাপ অবস্থা হয় ।
তবে অন্য পোস্টে ছবি , ভিডিও দিয়ে লিংক দিয়ে আসতে পারেন।
কিছু মানুষের " কার পোস্ট স্টিকি হলো" নিয়ে তান্ডব খুব দৃষ্টিকটু ঠেকছে।
এর আগে যত ইস্যুতে যত ব্লগারের পোস্ট স্টিকি হয়েছে , সব পোস্টেই নিজের মন্তব্য, বা প্রয়োজনীয় লিংক দিয়ে এসেছি।
আপনারা সেইটা করতে রাজি নন?
মানুষকে তথ্য জানানোটা উদ্দেশ্য নয় তাহলে? নিজের বা বন্ধুর নাম ফাটানোটাই বড় কথা?
২০| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৪
চশমখোর বলেছেন: আন্দোলন সফল হোক।
২১| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৯
অপ্রিয় সত্য বলেছেন: দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
২২| ১০ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৯
এ হেলাল খান বলেছেন:
শুরুতে ধন্যবাদ আপডেটের জন্য। ভাই সুদুর পরবাসে থাকি তাই সকাল থেকে অপেক্ষা করছি আপডেট জানার জন্য। দূর্ভাগ্যজনক সত্যি হল দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করনের দিকে চোখ রাখলাম সারাদিন কিন্তু কোন আপডেট পেলাম না। যে কাজটা দেশের স্বনামধন্য প্রত্রিকা করেনি সে কাজ আপনি করলেন ভ্রাবো ব্রাদার।
সাথে আছি।
২৩| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:০১
শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: পূর্ণ সমর্থন
২৪| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:০৩
হাসান এম আরিফ বলেছেন: ছোটবোনদের এই প্রতিবাদ সমগ্রজাতির জন্য শিক্ষনীয় হয়ে থাকুক
২৫| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:০৮
ফেলুদার চারমিনার বলেছেন: ছোটবোনদের এই প্রতিবাদ সমগ্র জাতির জন্য শিক্ষনীয় হয়ে থাকুক ।
পূর্ণ সমর্থন।
২৬| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:১২
মেঘ বালকের কথা বলেছেন: পূর্ণ সমর্থন
২৭| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:১৬
শায়েরী বলেছেন: ছবি গুলা সেভ করলাম দেখাব সবাইকে
২৮| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:১৮
তাশফী বলেছেন: আমি খুব করে অপেক্ষা করছিলাম আপডেট পাওয়ার জন্য।ছোটবোনদের এই প্রতিবাদ সমগ্র জাতির জন্য শিক্ষনীয় হয়ে থাকুক ।
পূর্ণ সমর্থন।
ছবি গুলো কি ফেসবুকে শেয়ার করতে পারি ?
২৯| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:১৯
তাশফী বলেছেন: আমি খুব করে অপেক্ষা করছিলাম আপডেট পাওয়ার জন্য।ছোটবোনদের এই প্রতিবাদ সমগ্র জাতির জন্য শিক্ষনীয় হয়ে থাকুক ।
পূর্ণ সমর্থন।
ছবি গুলো কি ফেসবুকে শেয়ার করতে পারি ?
৩০| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:২০
রফিকুজজামান লিটন বলেছেন: ছোটবোনদের এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি।
৩১| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৩০
অনিক বলেছেন: পরিমলের শাস্তি ও হোসনে আরার অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধন ও আন্দোলন সফল হোক। তাদের দাবীর প্রতি পূর্ণ সমর্থন রইলো।
৩২| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৩০
অহন_৮০ বলেছেন: purno somorthon roilo......keep going sisters
৩৩| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৩৪
খালিদ হাসান জাবেদ বলেছেন: পরিমল তো পুলিশের রিমান্ডে আছে আশা করি তার শাস্তি সে পাবে। তবে আমার দাবি হচ্ছে কুত্তারবাচ্চা প্রিনসিপাল হোসনেআরা কে আমাদের হাতে তুলে দেয়া হোক যাতে ওরে আমরা গনধোলাই দিতে পারি।
৩৪| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৩৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এ জিনিষ আমি এতো পরে দেখলাম কেন?
ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল।
প্লাস। ধন্যবাদ।
৩৫| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৩৬
আমি রাজকুমারী বলেছেন: ভিকি হিসেবে এই কয়টা দিন খুব খারাপ লাগছিল। আজ আবার নাথা তুলে দাড়াবার শক্তি পেলাম। এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই।
৩৬| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৪৪
এ.এ.এম বিপ্লব বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম পোষ্টের জন্য। চালিয়ে যান................
৩৭| ১০ ই জুলাই, ২০১১ রাত ১:৪৯
রাহাত আহমেদ শাওন বলেছেন: কুত্তার বাচ্চা পরিমল। ওরে জনগনের হাতে চেড়ে দেওয়া হউক। আমরাই ওর বিচার করুম.........।
৩৮| ১০ ই জুলাই, ২০১১ রাত ২:১০
chainaami বলেছেন: সমর্থন করি এখানে চাপুন
৩৯| ১০ ই জুলাই, ২০১১ ভোর ৬:৫০
আমি নবীন বলেছেন: খুব ই ভাল হৈসে।
৪০| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৮:৩৫
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যে কোন আপডেটের জন্য অপেক্ষায় থাকলাম, আপনি আর রাগ ইমন ই ভরসা।
৪১| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৯:২৩
বাবুনি সুপ্তি বলেছেন: পত্রিকা গুলোতে তো নিউজটা দেখাই যাচ্ছে না! শেষের পাতায়! নয়তো ভীতরের পাতায়! কোনো গুরুত্বই নেই!
৪২| ১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৫
বাবা নুড়া বলেছেন: আহারে এই স্কুলের সামনে কত ফিলিং মারছি -
৪৩| ১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:২১
ম্হুয়া বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এ পোষ্টের জন্য।
৪৪| ১০ ই জুলাই, ২০১১ রাত ৯:৪০
আমানত হোসেন বলেছেন: আন্দোলন সফল হোক।
৪৫| ১০ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৬
কুন্তল_এ বলেছেন: ১২ জুলাই, মঙ্গলবার বিকাল ৪ টায় শহীদ মিনারে আরেকটা সমাবেশ আছে।
৪৬| ১১ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, মাসুদ। আমি তানজিলা বলছি। ভিকারুননিসায় আমার ব্যাচ : ২০০৩/২০০৫। আমরা বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত ফেইসবুকে একেকটা ইভেন্ট প্ল্যান করবো। সামনের ইভেন্টটা সবাইকে জানিয়ে দিচ্ছি। যদিও আপনি লিংক দিয়ে দিয়েছেন তাও আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি।
আমরা ১২ই জুলাই, মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৪টায় সবাইকে এসে আমাদের সাথে প্রতিবাদে একতা জানানোর আমন্ত্রণ করছি। আমরা বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের মেয়েদের নিরাপত্তা চেয়ে একটা সমবেত প্রতিবাদ করবো। এর সাথে ভিকারুননিসার ঘটনার যে পাঁচটি দাবী ছিল সেগুলো নিয়েও কথা বলা হবে। একটা স্মারকলিপি লিখে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত চলছে। যেকোনো বিষয়ে আপডেটের জন্য দয়া করে মাসুদ ভাইয়ের দেয়া ইভেন্ট টায় সচল থাকুন। আপনাদের উপস্থিতি আমাদের অনেক শক্তি বাড়িয়ে দিবে। আশা করি সামহোয়্যার থেকে ভাল সাড়া পাবো। সবাইকে অনেক ধন্যবাদ!
৪৭| ১১ ই জুলাই, ২০১১ রাত ১:০১
রােশদ হাসান বলেছেন: আপনাডের সাটে আচি
৪৮| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৫
ইবনে 'উমার বলেছেন: চমৎকার
৪৯| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:২৪
আসকওয়ানমি বলেছেন: এই পোষ্টটাও শেয়ার হয়েছে
৫০| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:১১
মোস্তাক হাসান বলেছেন: একটা মেয়েকে একটা ছেলে অশালীন কাপড় পরার জন্য ধর্ষণ করেছে নাকি করে নাই –এটা আমার কাছে খুবই অস্বস্তিকর একটা “shallow” আলোচনা মনে হয়েছে। যদি বলা হয়, অশালীন পোষাকই দায়ী, তাহলে ধর্ষক কিছুটা জাস্টিফিকেশন পেয়ে যায়। আবার যদি বলা হয়, “অশালীন পোষাক দায়ী নয়”, সেক্ষেত্রেও মনে হওয়ার কথা, “মানুষ কি ধ্বজ নাকি?”।
মানুষের মধ্যে পশুবৃত্তি আছে বলে সে ধর্ষণ করে- এই উত্তরটাকে আমার কাছে যথার্থ এবং যথেষ্ট মনে হয় না, খুবই ভাসাভাসা কথা, কথাটার মাঝে চিন্তাভাবনার অভাব আছে। যদি তাই হত, তাহলে এই একুশ শতকে হঠাৎ করে পুরো বিশ্বে পশুর সংখ্যা বিশেষ করে উন্নত বিশ্বে কোন কারণ ছাড়া কেন বেড়ে গেল- এটা বোঝা বড়ই দায়। বিবর্তনবাদী নাস্তিকরা অবশ্য ব্যাপারটা কে অন্যভাবে দেখছে। তারা বলে মানুষ হল অন্য পশুর মতই পশু, যার বিবর্তনটা একটু বেশি হয়েছে, এই। “ধর্ষন একটা ন্যাচারাল ব্যাপার”- এই কথাটা সর্বপ্রথম প্রচার করে বিবর্তনবাদীরা, যেটা আসলে ধর্ষককে চুপেসারে একধরণের ধর্ষণের লাইসেন্সই দেয় !
মন বলে তো কিছু নেই, সবই DNA এর খেলা !
DNA তে নাকি ধর্ষণের জিন ছিল, ধর্ষকের কি করা !
২।
আচ্ছা আমরা কি চিন্তা করেছি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি ? অবশ্যই এটা লেজ নয়, পার্থক্যটা হল মানুষ চিন্তা(thinking) করতে পারে, তার মন(mind) আছে, পশু চিন্তা করতে পারে না, কারণ তার মন নাই। আর মিলটা হল, মানুষ এবং পশু উভয়ের কিছু প্রবৃত্তি(instinct) আছে, যেমন- survival instinct, procreation বা sexual instinct) ইত্যাদি।
যদিও সব মানুষের ইন্সটিংট গুলো এক, তবু কেন মানুষ একই পরিবেশে ভিন্ন আচরণ করে? এর কারণ হল, ঐ প্রবৃত্তির উপর তার দৃষ্টিভঙ্গি, যেটা আসে চিন্তা(thought) থেকে উৎসরিত কোন কনসেপ্ট বা জীবনদর্শন থেকে। যেমন পশ্চিমা সমাজ মানুষের সেক্সুয়াল ইন্সটিংটকে দেখে এক্সক্লুসিভলি সেক্সুয়াল লেন্স থেকে, তাই তার ফোকাসিং পয়েন্ট হল সেক্স। আবার ইসলাম পুরো ব্যাপারটাকে দেখে প্রজাতি রক্ষা এবং মানসিক প্রশান্তির লেন্স থেকে, তাই তার ফোকাসিং পয়েন্ট হল বিয়ে। এজন্য পশ্চিমা দেশগুলোতে যত প্রকার সেক্স থাকা সম্ভব তার সবই বিদ্যমান, মুসলিমদের মধ্যে এতটা নয়।
সেক্সুয়াল ইন্সটিংট স্যাটিসফ্যাকশন খুজবে তখনই যখন তাকে বাহ্যিকভাবে উত্তেজিত (external stimulation) করা হয়, তা না হলে নয়। স্যাটিসফ্যাকশন না হলে একটা মানুষ অস্বস্তি এবং টেনশন বোধ করবে, মারা যাবে না, তবে স্যাটিসফাই করার পথ খুজতে থাকবে। পশ্চিমা সমাজে আমরা দেখি এই ধরণের যৌনতা উদ্দীপক জিনিষের ব্যাপক ছড়াছড়ি। সেটা রাস্তার বিলবোর্ড থেকে শুরু করে লাস ভেগাসের বিচ পর্যন্ত বিস্তৃত। তাদের গল্পে-কবিতা-সাহিত্য-মুভিতে অবাধ যৌনতার বিশাল সমারোহ। যেমন একনের একটা গান আছে।
“I wanna fuck you”।
তার আরেকটা গান আছে,
“I had just sex”.
আর শিলার যৌবন তো আছেই ! আছে স্পার্টাকাস।
৩।
নারী পুরুষের মধ্যকার সম্পর্কটা তাই আমাদের সমাজে অনেক হালকা হয়ে গেছে। যেমন ধরেন, আমরা ছেলেরা আসলে মেয়েদেরকে কিভাবে দেখি ? একটা সুন্দর মেয়ে দেখলে আমরা বলি, “দেখ দেখ ! সেরম একটা মাল”। একটা মেয়েকে আমরা দেখি আর হিসেব করতে থাকি সে কি ৩৬-২৪-৩৬ ?
আমরা দেখি পর্ণোগ্রাফি, দেখি আর নিজেদের সেখানে কল্পনা করি, যেখানে মেয়েদের কাজ শুধুই “সুখ” দেওয়া। সে এক মজার জিনিষ, নারী হল সেখানে “ভোগ্যপণ্য”। আমরা দেখি শরীরসর্বস্ব সারিকা আর শখদেরকে, বিএমডব্লিউ এর বিজ্ঞাপন দেখে আমরা আবিষ্কার করি মেয়েরা হল “বিপনণপণ্য”, তাদেরকে কয়টা টাকা দিলেই তারা শরীর দেখায়। রাতের বেলা আমরা ফ্যাশন চ্যানেলগুলো দেখি, আর আমাদের মন অজান্তেই বুঝে ফেলে, মেয়ে মানেই শরীর, সেক্স আর সেক্স। পপ গানের জঘন্য মিউজিক ভিডিওগুলোতে শরীরের ঢলাঢলি দেখে আমরা জানতে পারি, নারী হল “সেক্স সিম্বল”।
বাস্তব জগতে আমরা আমাদের পাশের বাসার মেয়েটিকে দেখি তার আকর্ষনীয় দেহটাকে ফোকাস করে ঘুরে বেড়া্তে। আচ্ছা, সে চায়টা কি ? আমি দেখব আর সে দেখাতে চায়, তাই তো ! নাকি আবার অন্য কিছু আছে এটার মধ্যে! আমরা দেখি, আর সবাইকে ডেকে দেখাই, সেও খুশি হয়, তাই না? আর আমাদেরকে তো কে যেন শিখিয়েই দিয়েছে, “চুমকী চলেছে একা পথে”, তার সঙ্গী হতে চাওয়াটা মোটেও দোষের কিছু না।
নকশা আমাদেরকে চুলচেড়া বিশ্লেষণ করে প্রমাণ করিয়ে দেয় ঠিক কতটুকু চিপা জিন্স হলে একটা মেয়েকে সবচেয়ে যৌনাবেদনময়ী দেখাবে। তারা আমাদেরকে শিখিয়ে দেয় ওড়না পরে নিজের শরীর ঢেকে রাখার কোন প্রয়োজন নেই, কারণ, সে বিশ্বাস করে, “নারী, মূল্য তোমার শরীরে, মূল্য তোমার শরীরের কুঞ্চনে !” মম আর বিন্দুদের দিকে তাকিয়ে লাক্স চ্যানেল আই সুপারস্টারে জনৈক বুদ্ধিজীবি বলেন, “তোমার মধ্যে যৌবনের ভারি অভাব”, আর মেয়েটি তাতে মন খারাপ করে নিজেকে আরও যৌবনা হয়ে পুরূষের চোখে সুশোভিত হয়ে ধরা দিতে চায়।
কটা মেয়েকে বিচার করা হয় তার শরীর দিয়ে, তার ব্রা সাইজে, তার শরীরের বক্রতা আর বন্ধুরতা দিয়ে। আমেরিকান পাই থেকে আমরা শিখতে শুরু করি স্কুল লাইফের আগেই একটা মেয়েকে ধরে সবকিছু করে ফেলতে হবে, নয়তো আমরা “ব্যাকডেটেড”। আমরা দেখি টারজানকে নগ্ন হয়ে ঘুরে বেড়াতে, দেখি সিন্ডারেলাকে রাত-বিরাতে পার্টিতে যেতে।
আমরা যে আসলে কি শিখে বড় হই সেটা বোঝার জন্য ব্রিটনি স্পিয়ার্সের একটা গানের লিরিকও দেখতে পারেন। (পশুরা যদি কথা বলতে তাহলে সে এই কথাগুলোই লিখত আমি নিশ্চিত)
I know I may be young
But I've got feelings too
And I need to do what I feel like doing
So let me go and just listen
…
Get it-get it, get it-get it, what? (This feels good)
…
I'm a slave for you
I can not hold it, I can not control it
I'm a slave for you
I won't deny it, I'm not trying to hide it
…
Baby, don't you want to dance up on me?
(I just want to dance next to you)
To another time and place
Oh baby, don't you want to dance up on me?
…
Let's go
Like that
Do you like it?
Yeah? Now watch me!
ছেলেরা যখন মেয়েদেরকে “slave” হিসেবে দেখতে শেখে তখন মেয়েরা শেখে শিলা হতে হবে, তাতে যৌবনজ্বালায় বিকারগ্রস্ত ছেলেদের চড়কির মত ঘোড়ানো যাবে। তারা শেখে পার্লারে গিয়ে কি সব পেডিকিউর মেনিকিউর না করলে নাকি স্ট্যাটাস থাকে না। তারা শেখে বড় মডেল কিংবা অভিনেত্রী হওয়ার জন্য নিজের চরিত্রকে ফটোগ্রাফার কিংবা প্রডিউসারের কাছে নিজের চরিত্র বিকিয়ে দেয়া দোষের কিছু না। তারা সানন্দা টাইপের ম্যাগাজিনগুলো বিমুগ্ধ নয়নে পড়তে থাকে আর বুঝে ফেলে শরীর দেখিয়ে ক্যারিয়ার গড়ার মূলমন্ত্র। তারা হিন্দী সিরিয়াল দেখে আবিষ্কার করে নিজেকে সাজিয়ে রাখা হল স্মার্ট মেয়েদের কাজ !
এই যদি আমরা শিখি, আমরা কিভাবে আশা করতে পারি একটা ছেলে একটা মেয়েকে সম্মান করবে ? সম্মান অর্জন করা যায় শরীর দেখিয়ে? সৌন্দর্য দিয়ে ? সেক্সি মেয়ে দেখলে আমাদের চোখ বিনয়ে নুয়ে পড়ে নাকি কি যেন খুজে বেড়ায় ? একটা মেয়ে কি গায়ের উপর থেকে ওড়না ফেলে দিয়ে আশা করে তার দাম বাড়বে ? আজকে যে ছেলেটা জন্ম নিয়েছে সে শরীর নাচিয়ে কুদিয়ে বেড়ানো মিলার মিউজিক ভিডিও দেখে কি ভাববে সেটা কি আমরা চিন্তা করেছি ???
এরকম সেক্সুয়ালি স্টিমুলেটেড সমাজেই গড়ে ওঠে পরিমলরা, তাদের ক্রাইটেরিয়া হয় শরীর, তাদের উদ্দেশ্য হয় ভোগ, তাই তাদের সামনে যখন এসে পড়ে কোন ছাত্রী, তাদের ড্রেসআপ শালীন হোক আর অশালীন হোক, তার মাথা চাড়া দেয় জন্মের পর থেকে তার চারপাশ থেকেই শিখে আসা নোংরামিগুলো। পরিমলের মনের এই নোংরামি সে মূহুর্তে সৃষ্টি হয় নি, এটা বছরের পর বছর লক্ষ লক্ষ মূহুর্তে শিখে আসা অনেকগুলো ঘটনা থেকে গড়ে ওঠা দৃষ্টিভঙ্গির ফলাফল, সে ছাত্রী হয়ত শুধু এইসবে সামান্য নাড়া দিয়েছে, পরিমলের চিন্তা নষ্ট হয়েছে বহু আগেই, এই সমাজেরই হাতে।
৪।
এই সমাজ এভাবে নারী হয়রানির ক্ষেত্র প্রস্তুত করতে থাকে। ধর্মনিরপেক্ষ-উদার (secular-liberal) সমাজব্যবস্থার মৌলিক চেতনা ব্যাক্তিস্বাধীনতা এই সবকিছুর জন্য লাইসেন্স। আপনাকে পর্ণগ্রাফি বানানোর অধিকার দিয়েছে ব্যাক্তিস্বাধীনতা, দিয়েছে দেখারও অধিকার। দিয়েছে যে কোন অশ্লীলতা প্রদর্শনের অধিকার, দিয়েছে অশ্লীলতাকে স্মার্টনেস হিসেবে প্রচারের অধিকার, দিয়েছে নোংরামি করে গর্ব করার অধিকার, দিয়েছে অবাধ যৌনতার অধিকার, দিয়েছে লোকজনকে যখন খুশি সেক্সুয়ালি আলোড়িত করার স্বাধীনতা শুধু দেয়নি এগুলোর পরিণতি ধর্ষণ করার অধিকার ! সে জন্ম দিয়েছে নষ্ট মানুষ তৈরির উর্বর ক্ষেত্র, যেখানে নষ্টামি ছড়িয়ে দেয়া একটা মৌলিক অধিকার বলে সংরক্ষিত! নারী-পুরুষে সম্পর্কের এই ভয়ংকর অবস্থার জন্য দায়ী সবগুলো ফ্যাক্টর খুলে দিয়ে কিসের সমাধান আশা করছি আমরা? মেয়েদেরকে ছোট করে তারপর বললাম তাদেরকে সম্মান কর ? চোরকে অভুক্ত রেখে গৃহস্থকে বলব তালা মেরে রাখ? ব্যাক্তিস্বাধীনতার এই ধারণাটি ঠিক কতটুকু দূষিত এবং কন্ট্রাডিক্টিং তা কি আমরা এখনও বুঝব না ?
ব্যাক্তিস্বাধীনতার কনসেপচুয়াল দুর্বলতা হচ্ছে সে সমাজকে নিছক কিছু মানুষের সমস্টি মনে করে, তাই সে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে চায় এবং সবকিছুকে সে বিচ্ছিন্ন ঘটনা মনে করে। কিন্তু সমাজ মানে কিছু মানুষ নয়, বরং সমাজ হল কিছু মানুষ, তাদের ধারণা, তাদের মধ্যবর্তী সম্পর্ক এবং তাদের সিস্টেম, এই সবকিছু নিয়ে। তাই যে কেউ স্বাধীনভাবে কিছু করলে সমাজে তার প্রভাব সবার উপরে পড়বে, একজনের ব্যাক্তিগত দুর্নীতি অন্যদেরকেও ইফেক্ট করে। তাই যে সমাজে “যা-ইচ্ছে-তাই” হয় সে সমাজের বিশৃংখলা অনিবার্য।
৫।
ব্যাক্তিস্বাধীনতার ব্যানারে নীতি-নৈতিকতার বন্ধন ছিড়ে ফেলতে পারলে অনেক লাভ। তবে সেই লাভ আমাদের না, লাভ কিছু পুজিবাদীদের, লাভ কিছু ফ্যাশন হাউসের, লাভ মুভি কোম্পানি, মিডিয়া জগত আর পর্ণগ্রাফির ফ্যাক্টরিগুলোর। তাদের এই ব্যবসা চালানোর জন্যই তারা আমাদেরকে “ব্যাক্তিস্বাধীনতা” দেয়, আর ভেঙ্গে ফেলে নীতি-নৈতিকতার ঢাল। আমাদের চিন্তাশক্তিকে নষ্ট করে আমাদেরকে পরিণত করে এক একটা মানবাকৃতির পশুতে, যারা কেবল স্মার্টভাব নিয়ে ছুটে বেড়ায় তাদের প্রবৃত্তির উপাসনায়।
৬।
একটা মুসলিম মনে রাখবে সে এই পৃথিবীতে নিজের প্রবৃত্তির উপাসনা করতে আসেনি, আসেনি যা মন চায় তা করতে, সে এসেছে মানুষকে তার প্রবৃত্তির উপাসনা থেকে আল্লাহর উপাসনায় আনতে । কারণ একজন মুসলিম জানে সে পশু থেকে বিবর্তিত হয়নি; সত্যান্বষী হয়েই সে মুসলিম, তাই তার চিন্তাশক্তি আছে এবং এভাবেই সে বুঝতে পারে সে কোথা থেকে এসেছে এবং এই জীবনের পর সে কোথায় যাবে। সে তাই ১৭শতাব্দীতে কিছু মানুষের মাথায় কম্প্রমাইজের প্রেক্ষিতেজন্ম নেয়া ব্যাক্তিস্বাধীনতার পূজারী হবে না, বরং সে তাই অনৈতিক কার্যকলাপের ক্ষেত্র-প্রস্তুতকারী “ধর্মনিরপেক্ষ-উদার” (secular liberal) সমাজব্যবস্থাকে প্রত্যাখান করে সমাধান খোজে তার কাছে যিনি সর্বজ্ঞানী।
ইসলাম মানুষের সেক্সুয়াল ইন্সটিংট কে সন্ন্যাসব্রতের মত করে দমন করে না, আবার পুজিবাদী সমাজের মত লাগামহীন করে ছেড়ে দেয় না, বরং এটাকে বিয়ের মাধ্যমে সীমিত করে। তাই পাবলিক লাইফে সেক্সুয়ালিটি ছড়াছড়ির কোন স্থান ইসলামে নাই, নেই বিলবোর্ডে আড়ং এর কামোদ্দীপক মডেল, নেই সারিকা-প্রভাদের কোন স্থান। ইসলাম মেয়েদেরকে পাবলিক লাইফে শালীন পোষাকে থাকাটাকে বাধ্যতামূলক করেছে যা নিশ্চিতভাবে তাদেরকে “সস্তা” হিসেবে উপস্থাপন করে না।
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। [সূরা আহযাব-৫৯]
ইসলামে অশ্লীলতা প্রচার প্রসারের বিন্দুমাত্র সুযোগ নাই, যা মুসলিম অমুসলিমদের মনকে কলুষিত করতে পারে। ইসলামে ফ্রি-মিক্সিং এর কোন স্থান নাই যেটা ছেলেদেরকে মেয়েদের হালকাভাবে নিতে উৎসাহ দেয়। ইসলামিক রাষ্ট্র তার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তার নাগরিকদের সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে,সে শিক্ষাব্যবস্থা আমাদের শিক্ষাব্যবস্থার মত অসার নয় যা আমাদেরকে শুধু টেকনিক্যাল জ্ঞান দিয়েই শেষ। ইসলাম শেখায় কিভাবে সম্মান করতে হয়, কামভাব নিয়ে তাকিয়ে থাকতে নয়।
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। [সূরা নূর-৩০]
ইসলামিক সমাজে মেয়েদেরকে তাদের শরীর দিয়ে বিচার করা হয় না, বিচার করা হয় তাক্বওয়া দিয়ে। এই সবকিছুর পরেও যদি পরিমলের জন্ম নেয়, তার কুকর্মের জন্য ইসলামের জুডিশিয়ারি শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড।
ইসলাম শুধু কি খারাপ আর কি ভাল সেটা নামে মাত্র বলেই ক্ষান্ত হয় নি, সে একটা পুরো সিস্টেম ধরিয়ে দিয়েছে।
আমরা কি সেই সিস্টেমটা গ্রহণ করে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই না?
৫১| ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০০
বাল্যবন্ধু বলেছেন: পূর্ন সমর্থন জানানো হলো। বিচার চাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৯
সোহেল আরমান বলেছেন: পূর্ণ সমর্থন