| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাক্সিমাস_৩৯
এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কাক্কুর কাছে হিলারি আপার ট্রাম্পকার্ড খাইয়া পরাজয়ের খবরে তাহাকে ফোন দিয়ে হিলারির তহবিলে দান করা ২০ কোটি টাকা ফেরত চাইলেন ইউনুস কাক্কু। জবাবে হিলারি আপা বলেন, সময়, নদীর স্রোত এবং দান করা টাকা একবার গেলে তা ফিরিয়া পাওয়া যায় না। উত্তরে ইউনুস কাক্কু বলেন, ভুজুং ভাজুং এ কাজ হপে না, ট্যাকা রেডি করো। হিলারি আপা তখন ২০ কোটি টাকা পেপালে নিতে বলিলে কাক্কু তাহাকে মনে করাইয়া দ্যান যে, পেপাল বাংলাদেশে অবৈধ। তিনি হিলারি'কে বিকাশে পেমেন্ট দিতে বলেন। উত্তরে হিলারি বলেন যে তার বিকাশ একাউন্ট নাই। হিলারির বিকাশ একাউন্ট না থাকার কথা শুনিয়া ইউনুস কাক্কু উষ্মা প্রকাশ করিয়া বলেন - "উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস তোমার নিকট পাওয়া যায় না বলিয়াই আজ তুমি হারূ পার্টি"। এসময় হিলারি আপা তার মন খারাপের বিষয়টি উল্লেখ করে আগামীকাল এ বিষয়ে কথা বলবেন জানালে কাক্কু রাগে লাইন কাটিয়া দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাক্কু ইউটিউবে ফারুকী সাহেবদের "লস প্রজেক্ট" নাটক দেখিতেছিলেন বলিয়া তাহার জানান তার ব্যক্তিগত সহকারী...
২|
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
তাতে আপনার মাথা ব্যথার কারণ ?
ইউনুস মামুর গেল ২০ কোটি আর আপনার গেল কি ?
আপনার মুল্যবান সময় আজাইরা পোষ্ট লিখে ।
(দয়া করে মন্তব্য ফানি হিসাবে নিবেন)
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ঘরের খবর পরে জানল কেম্নে??