নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বিনোদিনী

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

অপরুপ সে চাহনি,
মায়াজালের সুক্ষ্ম ছলনা,
অগ্নি শিখার মতো প্রতিজ্ঞা ,
হার মানতে বাধ্য।
পুরনো আলোর ল্যাম্পপোস্ট
দুপুর রাতের না শোনা কথা
টকটকে লাল ঠোঁটে কাপুনি
চোখের পাতা হাজারও গল্পে ভারি।
অস্পষ্ট রহস্য!
হন্তারক কেউ পলাতক,
মৃত্যু!
সহজ করে বললেও তা অনেক কঠিন!
ঠায় দাঁড়িয়ে থাকা
সেই ল্যাম্পপোস্ট,
পুরনো আলো।
ধুকধুক ধুকধুক
লুকোচুরি লুকোচুরি
রাত পার হয়ে যায় বিনোদিনীর।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

মিরোরডডল বলেছেন:



লেখার সাথে ছবির বিনোদিনী ম্যাচ করেনি।
ছবির কনসেপ্ট ভালো কিন্তু ছবির ছায়ামূর্তি একদম ভালো হয়নি।
এর জন্য অন্যরকম ছবি চাই।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

মায়াস্পর্শ বলেছেন: সাজেস্ট করতে পারেন দয়া করে ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

সোনালি কাবিন বলেছেন: চমৎকার দৃশ্যকল্প।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: "চোখের পাতা হাজারও গল্পে ভারী" - খুবই বাঙ্ময় একটি পংক্তি, একটি দৃশ্যকল্প।

২৩ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ আপনাকে। আমার পুরনো লেখা আপনি পড়ছেন ইহা আমার জন্য খুব বড় পাওয়া। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.