নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
২৩ বছর , সে মুখ দেখা হয়না
কত খোঁজ,কত একাকি বায়না ,
পাবার সুযোগ ক্ষীণ , মিছে অপেক্ষা ।
শেষ দেখায়,
বাদামি আর হালকা লাল স্কার্টে
তুমি আজ অবধি আমার কল্পনা ।
মৌসুমি, আমার দেওয়া নাম
তোমায় বলা হয়নি।
বলা হয়নি একটা গান লিখেছিলাম,
সে লিখা স্বার্থকতার সময় গুনছে
তোমার সুরের অনুপস্থিতিতে, অপেক্ষায়।
অনতিদূরের পাওয়াকে তুচ্ছ ভেবে
এতটা সময় পার করে ,
আজ পেরে উঠছি না
মনের সাথে বিতর্ক করে।
মৌসুমি, আমার দেওয়া নাম
তোমায় বলা হয়নি।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫১
মায়াস্পর্শ বলেছেন: না বলা কথা বলতে পারলে হয়তো কবিতার পঙক্তি অন্য রকম হয়ে যেতো। লেখা প্রথম পাতায় যাবে কখন তা আমিও জানি না। আপনার মন্তব্য আমার প্রেরণার উৎস এবং উৎসাহ। ধন্যবাদ জানবেন।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অপেক্ষায় জমা কথাগুলো পড়ে থাকতে থাকতে কবিতা হয়। কবিতার জয় হোক।
ভাল থাকবেন নিরন্তর।
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
মায়াস্পর্শ বলেছেন: জয় হোক কবিতার। ধন্যবাদ অনেক। আপনিও ভালো থাকবেন নিরন্তর।
৩| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: এমন সব ছোট ছোট হাহাকারগুলোই একটা ভালো কবিতার জন্ম দিয়ে থাকে।
কবিতায় দ্বিতীয় প্লাস। + +
৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৪৫
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫
মিরোরডডল বলেছেন:
একজীবনে এরকম কত না বলা কথা থাকে!
বলা হয়ে উঠেনি অনেক কিছুই।
কেমন হতো সেই না বলা কথা যদি বলা হয়ে যেতো?
জীবন কি অন্যরকম হতো?
হয়তোবা!!!
আজকের ছবিটা ভালো হয়েছে।
লেখাতো এখন প্রথম পাতায় যাওয়ার কথা।