নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
বিনয়াবনত শ্রদ্ধা তোমায়
হে মন সন্নিহিত প্রিয়া,
তোমার প্রথম চুম্বনের হিলল ,
আমার প্রগাঢ় রাতের অভীপ্সা।
ভাস্বর অনুজ্ঞা তোমার চোখে মুখে ,
এ যেন বহুল প্রতীক্ষার নাশ ,
পুণ্যের সিদ্ধ, পাতকের চূর্ণন ,
নেই কোনো অবকাশ।
আনকোরা বিশৃঙ্খল মন
স্বেচ্ছায় তনু অর্পণ,
শর্বর অরণ্যে , প্রবল ঝঞ্ছায়
বিয়োগ হলো ঊর্দ্ধবসন।
ওষ্ঠযুগল প্রবাহিনীর স্রোতে
ভিজে হলো রঙ্গনা ,
কেটে যায় বিভাবরী পরম আলিঙ্গনে ,
পুলকিত হলো বাসনা।
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০
মায়াস্পর্শ বলেছেন: হিলল মানে ঢেউ। হিলোল ভুল ছিলো।
২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২
মিরোরডডল বলেছেন:
আমার জন্য সামান্য কঠিন লেখাটা কিন্তু ভালো লেগেছে, বুঝতে অসুবিধা হয়নি।
এত দারুন লেখা, প্রথম পাতায় না যাওয়ায় সবাই পড়ছে না
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
মায়াস্পর্শ বলেছেন: আমার জন্য ও কঠিন লেগেছে লিখতে। প্রথম পাতার আশায় লিখছি না আপাতত। শিখছি মাত্র। সহায়তা করছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ জানবেন।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭
মিরোরডডল বলেছেন:
এরকম কবিতা লেখার পর কেউ যদি বলে শিখছি মাত্র, তারপর আর কিছু বলার থাকে না।
সামুতে অল্প কয়জন কবি এমন করে লিখতে পারে।
সহায়তা করছি আমি? কিছুইতো করিনি
আমি একজন খুব সাধারন পাঠক মাত্র।
পড়ার পর ভালো লাগার কথা জানিয়ে গেলাম, এইতো।
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮
মায়াস্পর্শ বলেছেন: লেখার চেষ্টা করছি মাত্র।
আপনি অবশ্যই সহায়তা করছেন। প্রথম পাতায় জায়গা পায়নি এখনো। কিন্তু আপনার পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, এটা সহায়তার চেয়েও বেশি।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৫
মিরোরডডল বলেছেন:
আজ নতুন লেখা নেই যে!
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪২
মায়াস্পর্শ বলেছেন: কিঞ্চিৎ অসুস্থ, তারপর নতুন বছরের কর্মব্যস্ততা। দুয়ে মিলে আজ আর হয়ে ওঠেনি। সময়ের সাথে আঁতাত করছি।
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১
মায়াস্পর্শ বলেছেন: লিখে ফেলেছি । সহজ সরল লিখনি ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮
মিরোরডডল বলেছেন:
হিল্লোল হবে? জানিনা, তাই জানতে চাচ্ছি।