নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

পুলকিত অভিযোগ

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

ছবি : ইন্টারনেট

নিভিয়ে দেওয়া আলো অভিযোগ করলো ,
তোমায় কাছে পাওয়ার অভিপ্রায়ে
অন্ধকার ঢের ভালোবাসি আমি ,
অথচ তোমায় সব সময় উজ্জ্বল করে রাখতে চেয়েছি।
ডানা ঝাপটিয়ে এক পাখি অভিযোগ করে গেলো ,
তোমায় নিয়ে একা থাকবো
তাই খাঁচা খুলে দিয়েছি আজ ,
অথচ আমরা মুক্ত বাতাসে কতবার উড়েছি।
পূর্ণচাঁদ মাঝরাতে অভিযোগ করলো ,
ক্লান্ত শরীরে অঘোরে ঘুমাবো ,
তাই শক্ত করে দরজায় খিল দিয়েছি ,
অথচ ঘুমবিরোধী মনে কতরাত পূর্ণিমায় হেঁটেছি।
ভোরের শিশির অভিযোগ করলো ,
তোমার অশ্রুতেই আমার সুখ
তাই অলস দেহে ক্লান্তি নামিয়েছি ,
অথচ শিশির ভেজা ঘাসে কতভোর পা ভিজিয়েছি।

(ছন্দ মাত্রা বুঝিনা। মন যেমন চায় তেমনি লিখি। ভুলগুলো শুধরিয়ে দিবেন )

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ, কবিতাটি তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত তাল লয় ছন্দ মিলে কি লেখা যায় নাকি !! লিখতে লিখতেই এক সময় অনেকে বড় কবি হয়ে যায়। আরো লিখুন। মন ভরে লিখুন।
শুভকামনা রইলো নিরন্তর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

মায়াস্পর্শ বলেছেন: আপনার এতো সুন্দর মন্তব্যে আমারও ভীষণ ভালো লাগছে। ভালোবাসা নিবেন নিরন্তর। সাথে থাকবেন সবসময়।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সরল সহজ আবেগের প্রকাশ ভালো লাগল। নিয়মিত লিখুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক। ভালোবাসা জানবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর, সহজ, সরল কবিতা...

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক দাদা । ভালোবাসা নিবেন ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

মিরোরডডল বলেছেন:




খুব ভালো লেগেছে।
সিরিজ কেনো লিখতে গিয়েছিলো!
আজকের মতো এরকম লিখবে, কি ভালো লাগলো পড়তে।

ছবিটাও দারুণ!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১

মায়াস্পর্শ বলেছেন: আপনি না থাকলে হয়ত এভাবে লিখতে পারতাম না। অনেক ধন্যবাদ জানবেন।সিরিজ শেষ করতে সময় লেগে যাবে অনেক।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০

মিরোরডডল বলেছেন:




(ছন্দ মাত্রা বুঝিনা। মন যেমন চায় তেমনি লিখি। ভুলগুলো শুধরিয়ে দিবেন )

এটা দেয়ার দরকার ছিলো না, একজন ছাড়া কেউ শেখাতে আসেনি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

মায়াস্পর্শ বলেছেন: এরপর থকে আর দিবোনা।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:




Congratulations!!!

লেখা প্রথম পাতায় এসেছে।
এখন আর আমার না আসলেও হবে :)

চেয়েছিলাম সবাই পড়ুক, মার্শ ভালো লেখে।


০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

মায়াস্পর্শ বলেছেন: এখন আর আমার না আসলেও হবে :)
সেদিন তওবা করেননি ?

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:




সিরিজ আরও একটু বড় করে লিখে কয়েক পর্বে শেষ করে দিবে।
অনেক সময় নিয়ে বেশিদিন করা আরও ভুল হবে।
আর গ্যাপ দিয়ে দিয়ে লিখলে আর পড়বোই না।

সিরিজ হতে হবে এমন এক পর্ব পড়ে মনে হবে কতক্ষনে নেক্সট পড়বো।
পাঠক ধরে রাখার মতো কিছু চাই।
প্রথম দুই পর্বে সেরকম কিছুই হয়নি :(

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

মায়াস্পর্শ বলেছেন: চেস্টা করবো অবশ্যই।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:




সেদিন তওবা করেননি ?

হা হা হা হা

you're so funny!!!! :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

মায়াস্পর্শ বলেছেন: :) :)

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

মায়াস্পর্শ বলেছেন: আপনার এই একটি শব্দের মন্তব্য আমার মন ছুয়ে গেলো। ছোটো বেলায় যখন স্কুলে খুব ভালো করতাম তখন খাতায় দিদিমণি লিখে দিতেন বেশ। অনেক অনেক শ্রদ্ধা নিবেন।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছন্দ-মাত্রা বোঝেন না কে বললো? আপনার কবিতায় কোনো ছন্দপতন নেই, লেখা সাবলীল।

তবে, ছন্দ সম্পর্কে পড়তে চাইলে পড়তে পারেন এ লিংকটি - বাংলা কবিতার ছন্দ - প্রাথমিক ধারণা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৫

মায়াস্পর্শ বলেছেন: অধমের কবিতা পড়েছেন এটাই অনেক বড় কিছু। ভালবাসা নিবেন অনেক। অনেক গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করেছেন। যত্ন সহকারে গ্রহণ করেছি।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর লেগেছে পড়তে -
অনেক কথা যেন বলে গেলেন অভিযোগ অভিপ্রায়ে --

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই । কত সুন্দর মন্তব্য করলেন আপনি। ভালবাসা নিবেন অনেক অনেক ।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

নিবারণ বলেছেন: আপনার শব্দের ব্যবহার তো ম্যালা ভালা। তয় আরও পড়লে বেশি বেশি কবিতা আপনি কিন্তুক আরও ম্যালা সুন্দর কইরা লিখবার পারবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩০

মায়াস্পর্শ বলেছেন: পাশে থাকবেন। অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক ভালবাসা নিবেন।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন। ভালবাসা নিবেন অনেক।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

মিরোরডডল বলেছেন:




নতুন লেখা নেই :(


১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মায়াস্পর্শ বলেছেন: রাতে দিব আজ। #:-S #:-S

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:




বেশি রাতে না।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.