নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : ইন্টারনেট
শুকনো ডালে ঠায় দাঁড়িয়ে থাকা
নিঃস্ব গাছ বড় অসহায়,
পাতাগুলো ঝরে ঝরে মাটিতে
মিশে যেতে দেখেছে অনিচ্ছায়।
হঠাৎ,পত্র না দিয়েই পাতার
আবার আগমন ডালে,
সাজাবে তাকে মনের মতো
বিরহের অন্তরালে।
তুমি গেলে না হয় এভাবেই যেও,
পাতা তোমাকে শিখিয়ে দিবে
যাওয়ার নিয়ম কানুন,
পাতার সাথে তোমার সখ্যতার বেশ প্রয়োজন।
কাঠফাঁটা রোদের প্রখরতায়
বেমালুম উত্তাপে মগ্ন ধরণী,
তার তেজী আদিক্ষেতায় হার মেনে
নিশ্চুপ শীতল সরণি।
কত প্রক্রিয়া শেষ করে এসে
ঝরঝরিয়ে পড়লো বৃষ্টি,
নতুন আভরণে প্রকৃতির
রূপ লাবণ্যের অপরূপ সৃস্টি।
তুমি গেলে না হয় এভাবেই যেও,
বৃষ্টি তোমায় শিখিয়ে দিবে
যাওয়ার নিয়ম কানুন,
বৃষ্টিতে ভেজা তোমার বেশ প্রয়োজন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
মায়াস্পর্শ বলেছেন: ওরা আবার ফিরে আসে। কখনোও ছেড়ে যায় না। তাই তাদের সাথে সখ্যতা করতে বলেছে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
মিরোরডডল বলেছেন:
গাছটাকে একলা দাঁড়িয়ে থাকতে থেকে প্রিয় এই গানটা মনে পড়লো।
একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে
একলা হতে চাইছে রাত্রি
অন্ধকারের আড়াল থেকে
ভাবনা আমার একলা হলো
তারায় তারায় আকাশ দেখে
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
মায়াস্পর্শ বলেছেন: শুনতে হবে তবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৬
মায়াস্পর্শ বলেছেন: গানটা শুনেছি , ভালো লেগেছে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৮
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর...
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে দাদা।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সেফ হয়েছেন, ১ম পাতায় এসেছেন এবং আলোচিত পাতায়ও । অভিনন্দন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই , ভালো আছেন আপনি ? একটা গল্পের জন্য অপেক্ষা করে ছিলাম। আপনি কি ভুলে গেছেন সেটা ?
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই ভুলিনি। লিখা শেষ হলে জানাবো। ভাল থাকবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫
মায়াস্পর্শ বলেছেন: আপনিও ।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই ।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯
মিরোরডডল বলেছেন:
মায়াপু আজ লেখা দিবে নাহ?
প্রথম দিকে প্রতিদিন লেখা দিয়ে পাঠকের অভ্যাস খারাপ করে দিয়েছে।
এখন না দিলে কিভাবে হবে!
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮
মায়াস্পর্শ বলেছেন: এই সিরিজ লিখতে যেয়ে আমি ধরা খাচ্ছি , এটা শেষ হলে আমি বাঁচি।
ভালো আছেন ?
আপনাকেও কিন্তু একজন ব্লগার 'সাহেব'' বলেছিলো।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮
মিরোরডডল বলেছেন:
হুম জানি, মার্শর একজন ওয়েল উইশার কথাটা বলেছিলো
আমি এখনও বেঁচে আছি।
তাহলে আজ কি সিরিজ আসবে? চমক থাকতে হবে।
প্রথম দুই পর্বে নিজেকে কানেক্ট করতেই পারিনি
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩
মায়াস্পর্শ বলেছেন: তাহলে আজ কি সিরিজ আসবে? চমক থাকতে হবে।
প্রথম দুই পর্বে নিজেকে কানেক্ট করতেই পারিনি
সামান্য কিছু হয়তো পারবেন আশা করছি। সিরিজ তারাতারি শেষ করার কোনো উপায় থাকলে জানাবেন।
ওয়েল উইশার
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে মায়া জি
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬
মায়াস্পর্শ বলেছেন: খুব সুন্দর হয়েছে মায়া জি
ধন্যবাদ অনেক অনেক। আমাকে স্পর্শ বলতে পারেন।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসল নামটা যদি জানতে পারতাম
খুশি হইতাম অনেক।
আমি কাজী ফাতেমা ছবি
আমার আরেকটা আইডি আছে এখানে এই মেঘ এই রোদ্দুর
এই নামে আমার প্রথম কবিতার বই প্রকাশ করেছিলাম।
আমি বাংলাদেশ ব্যাংকে আছি বর্তমানে
দুই ছেলের মা আলহামদুলিল্লাহ।
ছদ্ম নামটা সুন্দর তবে আসল নামটা হয়তো আরো সুন্দর। আপনি মেল না ফিমেল তাও তো বুঝতে পারছি না।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১
মায়াস্পর্শ বলেছেন: হয়তো কোনো একদিন আসবো সত্যিকারের আমি। এখন না হয় থাক এসব। কবিতা পড়ুন, লিখুন অনেক অনেক। ভালোবাসা নিবেন অনেক।
দুই ছেলের মা আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
মিরোরডডল বলেছেন:
পাতার সাথে তোমার সখ্যতার বেশ প্রয়োজন।
বৃষ্টিতে ভেজা তোমার বেশ প্রয়োজন ।
কেনো!