নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

মেঘের আমন্ত্রণে

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

ছবি : আমার তোলা

মেঘমালা আজ প্রাণবন্ত,
উঠেছে কারুসাজ।
এদিক সেদিক ছুটছে না
আবার থমকেও নেই দাঁড়িয়ে ,
ঠিক তোমার আনাগোনা
যেমনটা আমার ভেতরে।

জানিনা কখন বৃষ্টি নামবে আমায় ভিজিয়ে অঝোরে।

এমন মেঘলা দিনে কর্মব্যস্ততার সাথে
দিব্যি আমার আড়ি,
আজ দেখবো না আটকানো জ্যামে
সারি সারি সাদা গাড়ি।

একপশলা ঝুম বৃষ্টির অপেক্ষায়
জমে থাকা সব অভিমান ,
গাইবো ঠান্ডায় ভাঙা দরদ কণ্ঠে মেঘলা দিনের গান।

পুরোনো ক্যাফেটেরিয়া ডাকছে ,
তুমি সময় মতো এসো ,
দুটো সিঙ্গারা আর সমুচা নিয়ে
সেই হিজল তলায় বোসো।

আমার ভুলে যাওয়া সব প্রিয়গানে
মাঝে মাঝে সুর দিও ,
এই মেঘলাদিনে চুপি চুপি করে সবটুকু প্রেম দিও। (নিও)

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্তরের বৃষ্টিভেজা আন্তরিক আনন্দে অনিন্দ সুন্দর অনভূতি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। শ্রদ্ধা নিবেন অনেক অনেক।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আজ মেঘলা দিন। কিছু লেখার ইচ্ছে হলো। অনেক ব্যস্ততার মাঝেও সরল কবিতা লিখে ফেললাম।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত অভিমানের দরকার নেই--জীবন হোক সুন্দর। অসাধারণ লেখনী--বাক্যবিন্যাস খুবই ভালো হয়েছে। শুভকামনা রইলো ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ভালোবাসা নিবেন শ্রদ্ধেয়। একপশলা ঝুমবৃষ্টি নেমেই পড়লো অবশেষে, অভিমান ধুয়ে মুছে গেলো সব।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

Snowflake বলেছেন: খুব সুন্দর আবেগের বহিঃপ্রকাশ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

মায়াস্পর্শ বলেছেন: মেঘলা দিনে আবেগের বহিঃপ্রকাশ ঘটালে মনে আনন্দ আসে। ভালো থাকবেন অনেক অনেক।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

মিরোরডডল বলেছেন:





এই মেঘলাদিনে চুপি চুপি করে সবটুকু প্রেম দিও। (নিও)

দিও বলে বাক্য শেষ করে আবার বোল্ড করে ব্র্যাকেটে নিও :)

সামান্য শিশুসুলভ কিন্তু খারাপ না, কিউট হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

মায়াস্পর্শ বলেছেন: দেওয়া নেওয়ার মাঝেই থাকতে হবে। তাছাড়া স্বার্থকতা নেই। ধন্যবাদ অনেক অনেক। কিছু বৃস্টিময় ভালবাসা দিয়ে দিলাম।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

মিরোরডডল বলেছেন:




বৃস্টিময় ভালবাসা

???
বৃষ্টিময় ভালোবাসায় ভেজাল ছিলো, তাই বানান সঠিক হয়নি :)

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মিরোরডডল বলেছেন:




এই যে কপি পেস্ট করলাম। তাহলে কি করে সঠিক হয়!

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ভালবাসা নেই, কেবল ভালোবাসা আছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মায়াস্পর্শ বলেছেন: বানান ঠিক করে নিয়েছি ।
আমার ফুলেতে বন্ধু কাঁটা ছিলোনা

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:




কমেন্ট ডিলিট করেছে কেনো?

now you understood you were wrong.


২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

মায়াস্পর্শ বলেছেন: I was wrong.

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

মায়াস্পর্শ বলেছেন: কমেন্ট ডিলিট করেছে কেনো?
লজ্জায়

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১০

মিরোরডডল বলেছেন:




কমেন্ট ভুল করলে, পরের কমেন্টে সেটা ঠিক করে নিলেই হয় কিন্তু ডিলিট করা ঠিক না।
এ থেকে বোঝা যায়, you got killer instinct.

খুন করে তথ্য প্রমাণ সব মুছে দিবে, কিন্তু লাভ নেই, ধরা পড়তেই হবে মাই ফ্রেন্ড :)


২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

মায়াস্পর্শ বলেছেন: আমিতো খুন করিনি,খুন আমায় করেছে B-)

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:




আমার মধুতে বন্ধু ভেজাল ছিলো না

গানটা শুনলাম আর হাসলাম।

কি ফানি, তাই নাহ?
অবশ্যই ভেজাল ছিলো :)

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

মায়াস্পর্শ বলেছেন: ফানি কিছুই তো পেলাম না গানে B:-/

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

সামিয়া বলেছেন: ভাল লাগলো

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫

রানার ব্লগ বলেছেন: বর্ষা আমায় ভালোবেসে ছোয় না আজ, হাত বাড়ালেই পালিয়ে বেড়ায়।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর মন্তব্য। ভালো থাকবেন অনেক।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আজ মেঘলা দিন। কিছু লেখার ইচ্ছে হলো। অনেক ব্যস্ততার মাঝেও সরল কবিতা লিখে ফেললাম।


সারাদিন যতই ব্যস্ত থাকেন।
অবশ্যই কিছু লিখবেন এবং কমপক্ষে দশ পাতা পড়বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.