নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

শেষ জানতে চাওয়া , যেখানে আবার শুরু

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬


ছবি: ইন্টারনেট

কতটুকু দেখেছ আমায় সুপ্রিয়া ?
ছুঁয়ে বা আলিঙ্গনে ,
অথবা চুম্বনের স্বর্গীয় মুহূর্তে ।
অবিলম্ব বিরতিতে তোমার প্রতিউত্তর,
''কাছাকাছি আমি যেন এক অচেনা মানুষ ,
দূরত্বে ঢের ভালোবাসতে জানি।''

তবে ,
তোমার আগমন যে কালে ঘটেছিল
সেকালে আমার দুঃখ কষ্টগুলো ,
সত্যিই, আমার দুঃখ কষ্টগুলো যেন
গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল,
বুকের একপাশে ওরা আজও অচেতন ।

এবার যদি প্রশ্ন করি ,
কতটুকু বুঝেছ আমায় সুপ্রিয়া ?
সুস্থ মস্তিষ্কে বা আবেগবশতঃ
অথবা করুণা করে।
বিলম্ব বিরতিতে এবার তোমার প্রতিউত্তর ,
'' তুমি আমার পাঠ করা কবিতার মতো ,
কখনো প্রেমিক ,কখনো একপেশে রুক্ষ,
কখনো শক্তিহীন,কখনো দাম্ভিক প্রতিবাদী।''

তবে ,
তোমার প্রস্থানে ঠক ঠক কড়া নাড়িয়ে
কেউ আমার ঘুমিয়ে যাওয়া বুকের পাশে ,
সত্যিই, আমার ঘুমিয়ে যাওয়া বুকের পাশে
নির্ঘুম এক রাজ্যের পুনরাবৃত্তি ঘটাবে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫২

মিরোরডডল বলেছেন:




কবিতা ভালো লেগেছে, কিন্তু ............

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

মায়াস্পর্শ বলেছেন: কিন্তু কি? :(

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

মিরোরডডল বলেছেন:




এটা নিয়ে থার্ড টাইম মার্শর লেখায় অন্য এক কবির ছায়া।
যদিও জানি ভিন্ন মানুষ কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেনো কিছু কবিতা এরকম হচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩২

মায়াস্পর্শ বলেছেন: Its natural and forget about it. I will try to change my pattern like this.

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩

মিরোরডডল বলেছেন:




বাই দ্যা ওয়ে, মার্শ কোথায় থাকে, আই মিন কোন শহরে?
if this question is not too personal.


২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

মায়াস্পর্শ বলেছেন: At present in Dhaka, and from 2015 I am in Dhaka.
Serving in a Engineering Laboratory located near to Sahbagh.
Home town Bogura.

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯

মিরোরডডল বলেছেন:




জানতে চাইবে নাহ why did I ask you this question?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০০

মায়াস্পর্শ বলেছেন: Why? Please tell

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৮

মিরোরডডল বলেছেন:




আজ থাক, অন্যদিন বলবো।

কাল না রাত ৯টায় ঘুম, আজ ১১টায় জেগে কেনো?


২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

মায়াস্পর্শ বলেছেন: আজকেই বলে ফেলুন। কাল নাও থাকতে পারি আমি।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২১

মিরোরডডল বলেছেন:




নাথিং সিরিয়াস।
এই যে রাত ৮টা ৯টায় ঘুমাতে যায়, বাংলাদেশে এসময় কেউ ঘুমায়!!!
কাজ শেষে বাসায় ফিরতেই খবর হয়ে যায়, যে ট্র্যাফিক জ্যাম।

তাই লোকেশনটা চেক করলাম, আর কিছু না :)


২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

মায়াস্পর্শ বলেছেন: কয়েকদিন ব্যাতিক্রম যাচ্ছে। চোখ মেলে রাখতে পারিনি গতকাল।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

ভালো থাকুন

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.