নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি :ইন্টারনেট
কেউ নিজের মতো অভিযোগ গঠন করলে (ঠুনকো)
বলি কী ,
তার ভেতরেই বদলানোর নেশা ,
হারিয়ে যাওয়ার নেশা।
ছেড়ে যেতে অভিনয় বেশ বেমানান,
এ যেন নাটক মঞ্চস্থ হওয়ার আগেই দর্শকের প্রস্থান ।
এ ডাল ও ডালে ভ্রমরের মত ,
কি অদ্ভুত তাইনা?
এরা ওরা সবাই বলে বিষের পেয়ালা নীল হয় ,
কবিতাও লিখে, লিখেছে , লিখবে।
আমার চোখে এক সাদা পেয়ালা ভেসে উঠছে বার বার ,
পেয়ালার পেছনে হাতটি ঠিক তোমারই মতো ,
ধবধবে সাদা হাত , হাতে নীল চুড়ি।
আমি স্তম্ভিত হওয়ার কোনো কারণ দেখিনি, খুঁজিনি ,
এভাবে কতবার মরে গেলাম ,
কতবার আমার তিরোধান উৎসব তুমি পালন করলে,
মৌলিক সাত রঙের মিশ্রনে।
শেষবার যে নীলের আবরণ আর আভরণে তুমি সেজেছিলে ,
সেদিন আমি সাদা পেয়ালায় আসক্ত হয়ে গিয়েছিলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই। ভাল আছেন?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা ! কত ভালোবাসলে এত সুন্দর শব্দ আর বাক্য মন হতে বের হয়। জাস্ট অসাধারণ। মন ছুঁয়ে গিয়েছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক আপু। সাথে থাকবেন সবসময়। আপনার মন্তব্যে আমি অনেক খুশি হয়ে যাই।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬
নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২
মায়াস্পর্শ বলেছেন: দাদা , মনে হয় বহুকাল পরে মন্তব্য করলেন , ছিলেন কোথায় ?
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪
নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: দাদা , মনে হয় বহুকাল পরে মন্তব্য করলেন , ছিলেন কোথায় ?
নতুন চাকরি। ব্যস্ততাই অনলাইনে তেমন আসা হয় না...
কেমন আছেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭
মায়াস্পর্শ বলেছেন: তবে তো শুভ কামনা না জানিয়ে উপায় নেই , অনেক অনেক শুভ কামনা নতুন জবের জন্য।
আছি আলহামদুলিল্লাহ ভালো।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: জি ভালো যাচ্ছে দিনকাল। আপনার কী অবস্থা?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
মায়াস্পর্শ বলেছেন: চলছে আলহামদুলিল্লাহ ভালো।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৬
শায়মা বলেছেন: সুন্দর মায়াবী কবিতা। ছবিতাটাও অনেক সুন্দর!
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপি। ভালো থাকবেন সবসময় আর সুন্দর সুন্দর মন্তব্য করবেন।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
মিরোরডডল বলেছেন:
বিষের পেয়ালা নীল হয় কেনো?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩১
মায়াস্পর্শ বলেছেন: আগে বলুন বিষের পেয়ালা সত্যিই কি আছে?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫
মায়াস্পর্শ বলেছেন: বাংলা সিনেমায় যত বিষ দেখেছি সবগুলো ছিলো শিশির ভেতর।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৯
মিরোরডডল বলেছেন:
বিষের রঙ নীল, প্রেমের রঙও নীল।
প্রেমের চিঠি সেটাও আসে নীল খামে।
মৃত্যুর রঙও কি নীল?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩২
মায়াস্পর্শ বলেছেন: মরে দেখতে হবে। তাছাড়া উপায় নেই।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯
মিরোরডডল বলেছেন:
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিও
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩
মায়াস্পর্শ বলেছেন: সময় করে শুনতে হবে। ধন্যবাদ জানবেন অনেক অনেক।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪২
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আগে বলুন বিষের পেয়ালা সত্যিই কি আছে?
হুম আছেতো, গল্প কবিতায় বা গানে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪
মায়াস্পর্শ বলেছেন: এটা কবির বা গায়কের ভুল ভাবনা ছাড়া আর কিছুই নয়।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭
মিরোরডডল বলেছেন:
গানটা শুনবে, খুব সুন্দর অবশ্য মার্শ টাইপ না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৬
মায়াস্পর্শ বলেছেন: অবশ্যই অবশ্যই।
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২০
মিরোরডডল বলেছেন:
এই গান হচ্ছে লেইট নাইটের জন্য, এটাও শুনবে।
হোমওয়ার্ক দিয়ে গেলাম, গুড নাইট
অনেক বৃষ্টির পরে
আকাশ বড় নীল
অনেক দুঃখের পরে
নীল খামে চিঠি যেনো
ভেজা চোখ
রোদে ঝিলমিল
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে আপি।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা ও ছবিতে +++
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। ভাল আছেন?
১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২১
মিরোরডডল বলেছেন:
মার্শকেতো আর গান দিবো না।
কেনো দিবোনা, you tell me.
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩
মায়াস্পর্শ বলেছেন: Still in car and its going ২৭ hour without any sleep. Sorry.
গানদুটি অনেকবার সনা হয়ে গেছে এর মধ্যে। আমার প্লেলিস্টেও এড করে নিয়েছি। ধন্যবাদ গান দুটি দেওয়ার জন্য।
My jounior laughing when I played this songs and asked me what actually happened
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪
মায়াস্পর্শ বলেছেন: টাইপো : শোনা
১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।
০১ লা মার্চ, ২০২৪ রাত ১২:৪৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
১৯| ০১ লা মার্চ, ২০২৪ রাত ৮:০১
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: Still in car and its going ২৭ hour without any sleep.
কিন্তু কেনো? স্লিপলেস লং জার্নি করে কোথায় যাওয়া হচ্ছিলো?
My junior laughing when I played these songs and asked me what actually happened
হুম আমিও জানতে চাই what actually happened মার্শ?
০১ লা মার্চ, ২০২৪ রাত ৮:৫৮
মায়াস্পর্শ বলেছেন: তেমন কোথাও নয়। ইমারজেন্সি ক্লাইন্ট সাপোর্ট, আবার ফিরে আসা।
আমি কখনোই এই জনরার গান প্লে করি না। তাই সে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল আমার কী হলো।
২০| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ২:৪৮
মিরোরডডল বলেছেন:
আমি কখনোই এই জনরার গান প্লে করি না।
এটা কিন্তু আমি জানি। তাই বলেছি নট ইউর টাইপ।
মুভিটা দেখলে জানাবে কেমন লাগলো, ভালো লাগলে আরও দিবো।
০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৩:১৬
মায়াস্পর্শ বলেছেন: আগেরটি এখনো মাথায় ঘুরে। এটাও আজ দেখব। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
২১| ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:২৭
মিরোরডডল বলেছেন:
নতুন লেখা নেই কেনো?
প্রতিবার গিয়ে আসামিকে ধরে নিয়ে আসতে হয়।
০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৭
মায়াস্পর্শ বলেছেন: আসামি জামিনে আছে। লেখার কাজ চলছে।
এটা শুনুন।
২২| ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৯
মিরোরডডল বলেছেন:
হা হা হা হা হা
উফফ!!!!! এই গান কোথায় পেলো??
হাসতে হাসতে আমার গাল ব্যথা
০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১:৩০
মায়াস্পর্শ বলেছেন: গানটা মন ভালো করে দেই আমার।
২৩| ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১:২২
মিরোরডডল বলেছেন:
পরে এসে নতুন পোষ্ট পাবো নিশ্চয়ই।
জনরা থেকে যখন বের হয়েছে, তাহলে আরও একটা গান দিয়ে যাই।
দিনে শুনবে নাহ, এই গান বেশি রাতে ভালো লাগে।
ঝরা পাতার মতো স্মৃতিরা
ভাবায় সারাক্ষন
তোমার পাশে পড়ে আছে
আমার দুরন্ত এ মন
০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১:৩১
মায়াস্পর্শ বলেছেন: ওকে । ধন্যবাদ ।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ১১:২৬
মায়াস্পর্শ বলেছেন: বাস্তব কথাগুলো। সত্যিই মিলে যায় সবকিছুই।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ১১:৩১
মায়াস্পর্শ বলেছেন: বাস্তব কথাগুলো। সত্যিই মিলে যায় সবকিছুই।
Listen it
আমার প্রিয় একটা গান।
২৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:১৬
মিরোরডডল বলেছেন:
গান শেয়ার করার জন্য মার্শকে থ্যাংকস।
ভাবছি এই গান যে শোনে, আমার দেয়া গানগুলো সে কি করে শুনলো
কমপ্লিটলি অপজিট।
এই গানের মিউজিক ভালো লেগেছে কিন্তু ভিডিও দেখে আমার মাথা ঘুরছিলো
০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৫
মায়াস্পর্শ বলেছেন: শুনেছি, ভালোও লেগেছে।
মাথা ঘুরবে না। অডিও শুনবেন।
ধন্যবাদ শোনার জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নীল সাদার উপমার সুন্দর উপস্থাপন৷