নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

খেলা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:২৬



সংকল্পের দীর্ঘশ্বাস, উষ্ণ সাদা পানি ,
ক্লান্ত বুকে ধড়ফড়, তুমি রগরগে তরুণী।
ক্ষীণ সময়ের ধস্তাধস্তি , অষ্টমাত্রার খেল ,
তিনটি চূড়ায় সর্বোচ্চ, পরে খন্ডকালীন জেল।
ক্ষয়ে যাওয়া সব শক্তি, কিছু উপহার দিতে চায়,
ছেলেমানুষি, হেঁয়ালিপনায় কেউ ধ্বংস হয়ে যায়।
আবেগের জয়ে , কারচুপি করে সাদরে গ্রহণ ,
উত্থিত শিশ্নের প্রভুর এবার গোপনে পলায়ন।
কুয়োর জলে লুকিয়ে বাঁচে অনাগত এক প্রাণ ,
কুয়োর মালিক সদাই পায় মাতৃত্বের ঘ্রান।
শিকড় গাড়া অস্তিত্ব এক বৃত্তে ঘুরে ,
তাকে ফাঁকি দিয়ে কেউ গান গায় অনর্থক বেসুরে।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভূতির ছোঁয়া

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

ইএম সেলিম আহমেদ বলেছেন: চমৎকার লেখনী।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি...

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২

মায়াস্পর্শ বলেছেন: শুভ সকাল দাদা। ভাল থাকবেন সব সময়। আপনার জব এক্সপেরিয়েন্স কত বছর?

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ কীসব লিখছেন কী আর কমু

অবৈধ কোনো কিছুই ভালো না

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

মায়াস্পর্শ বলেছেন: আপি, কি আর কবেন, কিচ্ছু কওয়ার নাই। বর্তমানের সমাজে এগুলোর প্রবাহ বেশি। দিন শেষে ওই মাসুম বাচ্চার ওপর দিয়ে যায় সব। জায়গা হয় ডাস্টবিনে বা কুকুর শেয়ালের পেটে। এটা কিন্তু প্রতিবাদী কবিতা।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৩৬

মিরোরডডল বলেছেন:




আনএক্সপেক্টেড পরিণতি।
ভিন্ন সাবজেক্ট নিয়ে লেখা ভালো হয়েছে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৪০

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক। ভালো আছেন?

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:০০

মিরোরডডল বলেছেন:




যখন মনে হয় বেঁচে আছি, চোখ কান নাক হাত পা ঠিকঠাক আছে, সুস্থ আছি, তখনই অনেক ভালো লাগে।
ভোরবেলায় উঠে যখন আকাশ দেখি, মনে হয় জীবন কি ভীষণ সুন্দর!

তারপর যখন একটা ভালো গান শুনি, মনের আকাশে উড়ে বেড়াই।
এরপর যখন একটা ভালো মুভি দেখি, মনে হয় আর কি চাই।

no complain about life.

how about you?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:০৭

মায়াস্পর্শ বলেছেন: আজ ভালো আছি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:১৩

মায়াস্পর্শ বলেছেন: এরপর যখন একটা ভালো মুভি দেখি, মনে হয় আর কি চাই
সকালে মুভি দেখেন?

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:০৮

মিরোরডডল বলেছেন:




কেনো কাল ভালো ছিলো নাহ?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:১৮

মায়াস্পর্শ বলেছেন: ছিলাম, আজকের মত নয়। রাতের ভ্রমণ, সুবে সাদিক দেখা, ভোরের কুয়াশার সাদার মায়া, ঘুম ঘুম চোখের ভারি হয়ে আসা পাতা, সব মিলিয়ে আজ ভাল আছি। জানিনা কতক্ষন থাকব এমন ভাল।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৩২

মিরোরডডল বলেছেন:




মুভি দেখার কোন টাইম টেবিল নেই।
যখন ফ্রি থাকি, ইচ্ছে করে তখন দেখি।

ওল্ড মুভি, বিশেষ করে ওয়ার মুভিজ বেশি ভালো লাগে।
Trailer দিয়ে যাচ্ছি, না দেখে থাকলে দেখতে পারে। অনেক আগে দেখেছিলাম, আবার দেখলাম।




২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৩৯

মায়াস্পর্শ বলেছেন: Thanks for sharing with me. I will see.

০৯ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫৭

মায়াস্পর্শ বলেছেন: The best movie I have wathed recently.
দেখার ৩-৪ দিন পর মাথা থেকে বের হয়ে যায় মুভির কাহিনী।
Thank you for sharing with me.

১০| ০২ রা মার্চ, ২০২৪ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: আমি তো জানি নর্দমার মালিক সদাই পান মাতৃত্বের ঘ্রান !!!

ভিন্ন আঙ্গিকে লেখা , ভালো লেগেছে !!

০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১:০৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই। আপনার ভাবনা অনেক গভীরে, সুন্দর বলেছেন।

১১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:২৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: The best movie I have watched recently.

রেকমেন্ডেড মুভি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.