নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

আমি আসছি

০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১:২০



তুমি মাঝে মাঝেই ভুলে যাও ,
ভালোবাসাকে একক সংজ্ঞায় দাঁড় করতে গেলে ,
রূপ বৈচিত্র সব হারিয়ে যায় ।
যন্ত্র মানব হয়ে গেছি বলে, ভুলে গেছি ?
না ভুলিনি , শুধু অন্য রূপে দেখা দেই।
''উনিশ-বিশ '' বা ''নয়-ছয়'' যাই বল ,
এসব সিনেমার মতো শেষ দৃশ্যে
নিস্তেজ হয়ে মরে যাবে একসময়।
এসো তবে মনে করিয়ে দেই ,
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ,
তোমার আমার দূরত্বের সঠিক মাপকাঠি ।
যেখানে কোন ফাঁকিঝুকি নেই ,
দূরত্ব ঘোঁচাতে চেষ্টা অক্লান্ত।
ঘর্মাক্ত মুখে সাদা গোলাপি টিসু
বার বার লেপ্টে গোসল করছে ,
আমার সেদিকে খেয়াল খুব কম ,
তোমার দেওয়া রুমাল আমার বুক পকেটে।
বাস্তবতার স্বৈরাচারী রূপ দেখলাম ,
ভালোবাসা বহুরূপি,
তবে সেখানে কোমলতা বিরাজমান।
তুমি শুধু পথ চেয়ে থেকো ,
ইনিয়ে বিনিয়ে আবার বলছি ,
তুমি শুধু পথ চেয়ে থেকো ।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ২:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা কেমন হয়ে যাচ্ছি
স্বৈরাচারী কেও হারমানাচ্ছি

০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ২:২১

মায়াস্পর্শ বলেছেন: সঠিক বলেছেন ভাই। আমরা চ্যাম্পিয়ন এটাই গর্বের বিষয়। ধন্যবাদ অনেক অনেক।

২| ০৩ রা মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৩

শায়মা বলেছেন: সে যেন চেয়ে থাকে, অপেক্ষা করে। :)

০৩ রা মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৪

মায়াস্পর্শ বলেছেন: সে যেন চেয়ে থাকে, অপেক্ষা করে
''অপেক্ষা'' প্রতিনিয়ত নিহত হচ্ছে , আহত হচ্ছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে কখনো।
যে চেয়ে থাকে , সে মৃত অপেক্ষার সৎকার করে না , তাই আবার সব ভুলে অপেক্ষার সাথে ঘর বাঁধে অনায়াসে।
ধন্যবাদ অনেক অনেক। ভালো থাকবেন।

৩| ০৩ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

মিরোরডডল বলেছেন:




মার্শর এই চমৎকার লেখা পড়ে প্রিয় একটা কবিতার কিছু লাইন মনে পড়লো।

তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না
প্রতীক্ষা করবো।
প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে
বুকের তোরঙ্গে তুলে রাখলাম

আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করবো না ?

আমাকে তুমি প্রতীক্ষা করতে বোলো
আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে,
দাঁড়িয়ে থাকতে-থাকতে
আমার পায়ে শিকড় গজাবে…

আমার প্রতীক্ষা তবু ফুরোবে না



০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:১২

মায়াস্পর্শ বলেছেন: বাহ, অতি সুন্দর কতগুলো লাইন দিয়ে গেলেন। মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:২২

মায়াস্পর্শ বলেছেন: কবিতার লেখক /লেখিকা কে?

৪| ০৩ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

মিথমেকার বলেছেন: পথ চেয়ে থাকা ভয়ঙ্কর সুন্দর ব্যপার!
এই গানটা মাথায় উকি দিল..
Opeth - In My Time of Need

০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:১৮

মায়াস্পর্শ বলেছেন: আপনি তো আমার লাইনের লোক। ওপেথ দিয়ে আগে ধ্যান করতাম। ভাল লাগলো অনেক গান টা অনেকদিন পরে। ধন্যবাদ আপনাকে।

৫| ০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:





রফিক আজাদের প্রতীক্ষা।





০৩ রা মার্চ, ২০২৪ রাত ৮:৫১

মায়াস্পর্শ বলেছেন: শুনবো। আমার একটা মারাত্মক বদভ্যাস আছে। সেটা হল আমি কবিতা মনযোগাযোগ দিয়ে কোনদিন পড়তে পারিনি। সারাজীবনে ২০ টার বেশি কবিতা পড়েছি কিনা সন্দেহ (একাডেমিক ছাড়া)। ব্লগে এসে এখন পড়ি।

০৩ রা মার্চ, ২০২৪ রাত ৯:৩৫

মায়াস্পর্শ বলেছেন: শুনলাম। অনেক অনেক সুন্দর।

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভাই।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:২৫

সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর!

০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:১২

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: শুনবো। আমার একটা মারাত্মক বদভ্যাস আছে। সেটা হল আমি কবিতা মনযোগাযোগ দিয়ে কোনদিন পড়তে পারিনি। সারাজীবনে ২০ টার বেশি কবিতা পড়েছি কিনা সন্দেহ (একাডেমিক ছাড়া)। ব্লগে এসে এখন পড়ি।

একজন স্বয়ং কবি যদি এই কথা বলে, তাহলে কিভাবে কি!!!!

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

মায়াস্পর্শ বলেছেন: একজন স্বয়ং কবি যদি এই কথা বলে, তাহলে কিভাবে কি!!!!
আমি কখনও নিজেকে কবি বা লেখক ভাবিনি বা ভাবতেও পারব না।
মনে হয় এই লেখাগুলো আমার ছেলেমানুষির একটা অংশ মাত্র । মাঝে মাঝে নিজের লেখাগুলো পড়ি আর আনমনে হাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.