নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি: ইন্টারনেট
সেদিন বোঝাপড়ার বালাই ছিল না কোনো , এক বাক্যে সব শেষ,
নীচু মাথায় ধুলোমাখা পথের সাথে
কী যেন বলতে বলতে দুজনের দুদিকে প্রস্থান ।
মনে হচ্ছিলো তোমার পিছু ডাক থামিয়ে দেবে আমায় ,
সে আশাও সেদিন মাটি হয়ে গেল,
তুমি আমি অকস্মাৎ বোবা হয়ে গিয়েছিলাম।
চোখ ছলছলিয়ে অশ্রু ত্যাগ; সেদিন অকস্মাৎ বৃষ্টি নামিয়েছিল ,
প্রকৃতিও কেঁদে উঠেছিল হুহু করে,
ভালোবাসার ক্ষমতা হয়ত এমনই।
চেনা শহর সেদিন ভেংচি কেটে বলেছিলো
আমি এই শহরে নতুন ,
তুমি চাইলেই বলে দিতে পারতে
অলিগলি, শহরের রাজপথ, ধীর গতির প্রত্যেকটি বাহন
আমাদের ভালোবাসার সাক্ষী , চুম্বনের সাক্ষী ,
কিন্তু তুমি তো তোমার পথে বহমান হয়ে গেলে।
মায়া ,
আজ তোমায় ফেরাতে আমি ভীষণ ব্যস্ত ,
অনেক সহ্যের পরও আমি যে ভঙ্গুর হয়ে পড়ি প্রতিবার।
আমার আহার নিদ্রা সব ফ্যাকাশে বর্ণের প্রলেপ মেখেছে ,
যে বর্ণ আজ অবধি কেউ চোখে দেখেনি ।
এই বিংশ শতাব্দীতে শোকের কাল ক্ষীণ হয়ে এলেও
আমার ক্ষেত্রে তা আলোকবর্ষে রূপ নিয়েছে।
আমার থেকে সব নিয়ে গেছ তোমার যা কিছু ছিল
যা কিছু ছিল না তাও নিয়ে গেছ খুঁটিয়ে খুঁটিয়ে।
যা নেবার তা না নিয়েই চলে গেলে ?
মনে করতে পারছ না , কী রেখে গিয়েছো সেদিন ,
আজ যদি বলি তোমার ছেড়ে যাওয়া সে অনাদরে পরে আছে আমার কাছে ,
আসবে ছুটে তা নিয়ে যেতে ?
তোমার স্পর্শকে কে নিয়ে যেও তবে ,
খুব করে জানি স্পর্শকে ছাড়া তুমিও ভালো নেই ভীষণ।
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪০
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই। মন্তব্যে শান্তি পেলাম।
২| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় দীপপুঞ্জ
ভাল থাকবেন-----কবি
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪১
মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করলেন ভাই। আপনিও ভালো থাকুন সব সময়।
৩| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় সত্যি অসাধারণ লেখনী। কবিতা পাঠ করে মন ভরে গেল।
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৮
মায়াস্পর্শ বলেছেন: মন্তব্যে আমার মন ভরে গেল। ধন্যবাদ বড়আপু।
৪| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩১
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ সাইফ ভাই।
৫| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫২
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৬| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:২৭
মিরোরডডল বলেছেন:
তুমি আমি অকস্মাৎ বোবা হয়ে গিয়েছিলাম।
Here I feel so lonely....
There's a better place than this.... emptiness
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:০৫
মায়াস্পর্শ বলেছেন: গান টা সুন্দর। ধন্যবাদ আপনাকে ।
আমার প্রিয় আরেকটি গান।
৭| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৬
স্প্যানকড বলেছেন: ভালোবাসা শুধু নয় কাগজের বিষয়টি মন এবং মগজের । মন এবং মগজ দুটো ঠিক শুধু প্রেমটা ব্যাটে বলে ঠিকমতো লাগেনি । কবিতা ভালো হয়েছে। ভালো থাকবেন খুব
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:২১
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে স্প্যানকড। আপনিও ভালো থাকবেন।
৮| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০০
মিরোরডডল বলেছেন:
মার্শ, thank you so much.
you've shared the best song ever!
LOVED this one.
এটাতো আমার গান, লিরিক, টিউন, মিউজিক এক কথায় superb!
০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৪
মায়াস্পর্শ বলেছেন: দুজন দুটি প্লে লিস্ট করলে খারাপ হবে না মনে হয়।
আমি আপনার নামেই প্লে লিস্ট নামকরণ করবো।
thank you so much
You are always most welcome .
৯| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১১
মিরোরডডল বলেছেন:
মিউজিকের জন্য গানটা ভালো লেগেছে।
সুরটা যেনো কোথায় নিয়ে যায়!
আজ মিড নাইটে চলবে এটা।
০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৪
মায়াস্পর্শ বলেছেন: যদি পারি তবে আরো কিছু এমন গান সাজেস্ট করবো ধীরে ধীরে। এই গানটা আমায় অন্য একটা জগতে নিয়ে যায় যেটা বলে বোঝানো সম্ভব নয়।
১০| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৬
মিরোরডডল বলেছেন:
যেটা বলে বোঝানো সম্ভব নয়
ট্রাই, কবিতার মধ্যে দিয়ে বলবে।
০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৬
মায়াস্পর্শ বলেছেন: Good Idea . I will try .
Thank you .
১১| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩০
মিরোরডডল বলেছেন:
এই লেখাটা হৃদয়স্পর্শী।
গভীর এক অনুভূতি আছে।
ঠিক কি লিখবো বুঝিনি, তাই কিছুই না লিখে গান দিয়ে গেলাম লাস্ট নাইট।
০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৯
মায়াস্পর্শ বলেছেন: আবৃতি করলে ভালো হবে এটা ? তবে একবার ট্রাই করাব কাওকে দিয়ে। লেখাটা অমন করেই লিখেছি। সেদিন আপনি যে আবৃতি টা দিয়েছিলেন, সেখান থেকে অনুপ্রানিত হয়ে এই লেখা।
১২| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৩| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১২:৩৪
মিরোরডডল বলেছেন:
হ্যাঁ, ভালো হবে কিন্তু নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবে কেনো?
যে গান করে, তার ভোকাল আবৃতির জন্য ভালো হবার কথা।
বাই দ্যা ওয়ে, আমরা মার্শর গান কবে শুনবো?
All you need is to hear
The voice of your heart
In a world full of pain
Someone's calling your name
Why don't we make it true
And maybe I, maybe you
০৯ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫১
মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা করেছি, হয় না।
গান শুনাব, কোন এক সময়।
I love to listen Scorpions. Thanks for sharing this one.
.Here is anorher one from my playlist I hope, you listen it before.
১৪| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:৫৪
মিরোরডডল বলেছেন:
লিরিক ভালো কিন্তু সুর মোটামুটি।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৪
রানার ব্লগ বলেছেন: কবিতা পড়ে আরাম পেয়েছি !!!