নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বাঁদরের দল

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১৩

ছবি : ইন্টারনেট

সাড়ে দশটার আসেম্বলী , মিতা ম্যাডামের চুলের বেণি ,
কুদরত স্যার কেচি হাতে ,জিল্লু স্যারের দাবড়ানি।
জানালার ধারে গার্লস স্কুলের সুন্দরীদের মেলা ,
বারান্দাতে Y O U আর মাঠে গোল্লাছুট খেলা।
শেষ পিরিয়ডে নীলডাউন হতে অন্য রকম মজা,
বিজ্ঞান স্যার নারায়ণ বাবু পিটিয়ে করতো সোজা।
খালেক স্যারের বেতের বারি আজও ভুলি নি,
এমন কোনো জায়গা নেই যেথায় হিসু করি নি।
ক্লাস নাইনে পাখা গজিয়ে স্কুল পালানো শুরু,
টিফিন পিরিয়ডে আলী কাকার পেটিস খেতাম গুরু।
শেষ পিরিয়ডে কীসের পড়া , গল্প হতো সেই ,
শহিদুল স্যার পড়া ধরতো ঘণ্টা দিতো যেই।
মিস করি খুব স্কুল লাইফ কে , শেষ বেঞ্চের দল ,
হেড স্যার বলেছিলেন, পাবো একদিন লেখাপড়ার ফল।
শেষ বেঞ্চের লাভ লোকসানে জীবন আজও চলে
স্মৃতির পাতায় যত গুঁতোগুঁতি সব স্কুল বাঁদরের দলে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪

মোগল সম্রাট বলেছেন:


সৃতিচারন কবিতা । ভালো লেগেছে।


০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ জাহাপনা, ধন্যবাদ।

২| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: স্মৃতিচারণ করা কবিতাখানি অসাধারণ হয়েছে। শুধুই পড়তেই মনে চায়।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৫

মায়াস্পর্শ বলেছেন: যদি আবার পেতাম সেই দিনগুলো, আহা আর বড় হতে চাইতাম না। ধন্যবাদ জানবেন বড়াপু।

৩| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালো করার চেষ্টা করবো ইংশাআল্লাহ।

৪| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১২:২৬

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টের এমন করুণ অবস্থা কেনো?
জনমানবহীন!!!!

আমি স্কুল লাইফ একটুও মিস করিনা।
ইন ফ্যাক্ট কোন ফেলে আসা সময়েই ফিরে যেতে চাই না।

অবসরে স্মৃতি রোমন্থন ঠিক আছে, সেই পর্যন্তই।

I live for today, dream for tomorrow & learn from yesterday.


১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬

মায়াস্পর্শ বলেছেন: স্কুল নিয়ে যখন আড্ডায় গল্প উঠে, তখন তা আর থামতে চায় না। আপনার স্কুলের সবচেয়ে মজার ঘটনাটি শেয়ার করবেন। শুনতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.