নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
বারবার প্রতিজ্ঞা করি ,
কথা দেই ছুঁয়ে দেখব তোমায়,
ঘোমটা পরিয়ে দেব,
সাদা জরির কাজে গাঢ় সবুজ ওড়নায়।
তুমি হবে প্রতি রাতের মধ্যবিন্দু ফুলছড়ানো পালংকে।
আমি আসক্ত নেশায়,তোমার ভাষায় ,
এক কুণ্ডলী ধোঁয়াশা হয়ে তুমি আমায় ,
ছুঁয়ে যাচ্ছ চিবুক থেকে বুকের পশম ,
আমি প্রশান্তির দ্বারপ্রান্তে, তুমি আশ্রম।
এ এক অনিবার্য প্রবঞ্চনা ,
আমাদের মিথ্যে মিলন বেলা ,
কোনো বইয়ের লেখনিতে বাঁচবে গল্প হয়ে ,
তবুও খুব করে পেতে চাই আলিঙ্গনে।
ক্লান্তির সাথে মনোমালিন্যে
তখন আমি পরাজিত ,
তন্দ্রা-নিদ্রা আমায়
ভুলিয়ে দিয়েছিল জেগে থাকতে,
তুমি এসেছিলে মধ্যরাতে,
অশরীরী হয়ে।
২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০০
মায়াস্পর্শ বলেছেন: বিয়ে করে ফেলেন
ধন্যবাদ ফাতেমা আপু।
২| ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৫৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: গাঢ় বানানটা এভাবে হবে
কবিতা সুন্দর লেগেছে।
২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০৪
মায়াস্পর্শ বলেছেন: কৃতজ্ঞ আপনার কাছে ভাই।
ভালোবাসা নিবেন। ঠিক করে নিয়েছি।
আপনার উপন্যাস ৩ পর্ব অবধি পড়েছি। সময় করে শেষ করবো। অসাধারণ লিখেন আপনি।
৩| ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি ছবি আপার সাথে একমত
২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২১
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। দোয়া করবেন ছোট্ট সুখী পরিবারের জন্য।
৪| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৭
ইসিয়াক বলেছেন: আহা প্রেম!
২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫০
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক কবি। প্রেমময় হোক সবকিছু।
৫| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
মিরোরডডল বলেছেন:
আমাদের মিথ্যে মিলন বেলা ,
মিথ্যে কেনো!!
সত্যি হতেও তো পারে।
তবুও খুব করে পেতে চাই আলিঙ্গনে।
মানুষতো প্রিয়কে এভাবেই চায়।
তুমি এসেছিলে মধ্যরাতে,
অশরীরী হয়ে।
কলিকাল!! অশরীরী প্রেতের সাথে প্রেম।
রক্তমাংসের নারীর অভাব!
২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:১১
মায়াস্পর্শ বলেছেন: মিথ্যে কেনো!!
সত্যি হতেও তো পারে।
চোখ বুজে তোমার অস্তিত্ব পরিস্কার দেখি
খোলা চোখে তুমি অনেক দুরের ডানা ভাংগা পাখি।
মানুষতো প্রিয়কে এভাবেই চায়।
চাওয়াটা ভালোবাসার উপাদান
না পাওয়া টা ভালোবাসার সৌন্দর্য।
কলিকাল!! অশরীরী প্রেতের সাথে প্রেম।
রক্তমাংসের নারীর অভাব!
তোমার অভাব শিখিয়েছে না পাওয়ার গল্প
সবাই বলে অফুরন্ত , আমি খুঁজেছি অল্প।
৬| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৮
মিরোরডডল বলেছেন:
সত্যি বলি???
পোষ্টের কবিতা ভালো লেগেছে কিন্তু তারচেয়েও অনেক বেশি সুন্দর প্রতিমন্তব্যের ছয়টি লাইন, মন ছুঁয়ে গেলো!
ডানা ভাংগা পাখি কেনো?
কি করে ভাঙ্গলো?
২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪৭
মায়াস্পর্শ বলেছেন: ডানা ভাংগা পাখি কেনো?
কি করে ভাঙ্গলো?
পাখি আমার উড়ছিল বেশ, নীল আকাশের নীলিমায়,
এক চিল এসে নিয়ে গেল অজানা সীমানায়,
ঘুম পারানি গান গাইয়ে ঘুমিয়ে দিল পাখিকে
জেগে উঠে ভাংগা ডানায় সঙ্গী করল খাঁচাকে।
৭| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৯
মিরোরডডল বলেছেন:
ছবিটাও সুন্দর হয়েছে।
২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪৫
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৮| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৭
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা। বিয়ে করে ফেলেন