নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
রোদ্দুর,
ভেজা কাক হয়ে নিঃসঙ্গ,এই শুরুর বেলা,
অমলিন ডানায় উড়ে যাওয়া।
এক রাত,অচেনা কিছু গান গাওয়া,
ভীষণ ধূসর,ভীষণ ধূসর,
কিছু মৃত জীবনের আড্ডায় হয়ে উঠে মুখর।
মুখ লুকিয়ে সব পালিয়ে যায় হয়ে আলোর রেখা,
এক শীতল শহর ,তাই গরম কফির মগে আঁকা।
কারো খোলা চুলের বাতাসে যদি হয় ইচ্ছে,
গা এলিয়ে দিয়ে,মন ভাসিয়ে নিয়ে,
স্বপ্নের সন্ধান,বেশ যাচ্ছে।
তারই মায়াভরা চোখে,যে রাগ ছলছলে,
অশ্রু হয়ে গড়ায়,আর কাকেই বা ভাবায়।
অবান্তর নিশি রাত,কত গল্পে নিঃস্ব হাত,
আর্তনাদে চিৎকার করে,সবশেষে আস্তাকুঁড়ে।
নিশ্চুপ বসে বোবা হয়ে বলে গল্প হারাবার,
বলে গল্প হারাবার।
২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৪
মায়াস্পর্শ বলেছেন: ভাই ভালো আছেন ?
আমি ছন্দ কিংবা অন্ত্যমিল অত ভালো বুঝি না
ছন্দ মাত্রা খুব কঠিন বিষয় মনে হয়। লেখার আগে যদি ছন্দ মাত্রা মাথায় নিয়ে আসি তবে লেখা হয়ে যায় জগাখিচুড়ি। তাই মন থেকে যেটুকু আসে তাই লিখি। তবে শেখার চেষ্টা করে যাচ্ছি অনবরত।
অনেক ধন্যবাদ।
২| ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪১
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালো লাগলো।
২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৮
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৩| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব
২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৩
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।
৪| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫১
মিরোরডডল বলেছেন:
কবির মন খারাপ?
কবিতা পড়ে তাই মনে হলো।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
মায়াস্পর্শ বলেছেন: জ্বি, কিছুটা মন্দা চলছে।
এটা ঈদের চাপ। ১:৭
ঈদের পর আবার ঠিক হয়ে যাবে আশা করছি। আপনি কেমন আছেন।
৫| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালো আছেন?
৬| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৪
শায়মা বলেছেন: সুন্দর এক প্রেম পিয়াসী কাব্য!
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
মায়াস্পর্শ বলেছেন: বড় আপু, অনেক অনেক ধন্যবাদ জানবেন। আপনি ভালো আছেন তো?
৭| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৯
স্প্যানকড বলেছেন: কোন কিছুই হারায় না শুধু কেউ মনে রাখতে চায় না এই যা ! ভালো থাকুন সুস্থ থাকুন
২৮ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৯
মায়াস্পর্শ বলেছেন: শুধু কেউ মনে রাখতে চায়
হারানোর প্রথম স্তর এটা।
ধন্যবাদ কবি আপনাকে। আপনার আজকের কবিতা পড়লাম।
৮| ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:০৬
ইসিয়াক বলেছেন: অনেক দিন প্রেমকাব্য লেখা হয় না। প্রেমিকাদের নিয়ে ভাবছি না আর। ছুটি ছুটি দিন ও রাত্রি। এই বেশ ভালো আছি।
তবে প্রেমের কবিতা পড়ি,পড়ছি... কবিতায় ভালো লাগা।
২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৪
মায়াস্পর্শ বলেছেন: জীবনের সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে প্রেম এবং এই প্রেম থেকেই অনেক কিছুর সুত্রপাত হয়। প্রেমিকার খোলা চুলে হাত বুলাতে কার না ভালো লাগে বলুন । ধন্যবাদ অনেক অনেক।
৯| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৯
মিরোরডডল বলেছেন:
১:৭ মানে কি?
২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১৫
মায়াস্পর্শ বলেছেন: ১:৭ মানে কি?
তেমন কিছু নয়। এই ধরুন, আমি একা আর আমার সাথে আমি সহ ৭ জন।
আমরা ৭ জনের পরিবার।
১০| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১১| ৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৩
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!
৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:২২
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি ছন্দ কিংবা অন্ত্যমিল অত ভালো বুঝি না। কবিতা পড়তে ভালো লাগে। এটায়ও শব্দের ব্যবহার ভালো লেগেছে।