নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
সেই আগের মতোই আছ,
শাড়ির কুচি আজও ঠিক মতো বুনতে শেখনি,
খোঁপা থেকে কয়েক গোছা চুল এখনও এদিক সেদিক বেরিয়ে থাকে,
বাতাসে উড়ে,খুব ভালো লাগে।
এত বছর পর তোমাকে পেছন থেকে দেখেই বুঝেছি,
সেই আগের মতোই আছ।
রাস্তা পার হতে খুব বেখেয়ালি হয়ে যাও,
আইসক্রিম,ফুচকা,চটপটি
এগুলো খাওয়ার সময় তুমি বেশ অন্যরকম থাক,
ঠিক ছোট বাচ্চাদের মতো কর।
এই যে সেদিন বৈশাখি মেলাতেও তুমি একই কাণ্ড করলে ,
তোমার দুই ঠোঁট আইসক্রিম দিয়ে হিজিবিজি হয়ে আছে।
সেই আগের মতোই আছ,
নাগরদোলায় উঠে কি যে চিৎকার দিলে ,
আমি সেই দশ বছর আগের তোমাকেই দেখলাম মনে হল,
চুড়ির দোকানে যখন বিভিন্ন রঙের চুড়িগুলো নিয়ে হাতে পড়ছিলে,
আমি অপেক্ষা করছিলাম, কখন সবুজ চুড়িটা নিয়ে
দোকানিকে বলবে যে এটাই তোমার পছন্দ হয়েছে,
শেষমেশ তাই করলে।
সেই আগের মতোই আছ,
ভীরু দুটি চোখ নিয়ে আমাকে খুঁজেছিলে ভিড়ের ভেতর
ঠিক যেমনটি আগে খুঁজতে, তোমার মায়ের সাথে লেপ্টে থাকা তুমি
ভিড়ের মধ্যে কোনো এক কোনে দাঁড়িয়ে থাকা আমাকে দেখে
খুব সাবধানতায় হাসতে,আমি বুঝে নিতাম আমায় দেখেছ,
তখন পুরো বৈশাখ আমাকে সুখ এনে দিতো।
সেদিনও ঠিক তাই হল ,
সব ঠিক ছিল,
আইসক্রিম,ফুচকা,চুড়ির দোকানের চুড়ি,নাগরদোলা
ওরা সবাই ছিল,মঞ্চে বৈশাখের গান গাইছিল সুরেলা কণ্ঠে,
তুমিও ছিলে,আমিও ছিলাম
শুধু অগোচরে।
১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২
মায়াস্পর্শ বলেছেন: যাক , তবে এলেন আপনি।
জানিনা আর কতদিন আছি!!!
কেউ কি জানে সে আর কয়দিন আছে ?
জীবন যেন কেমন হয়ে যাচ্ছে
হোক নাহ, হতে দিন। আবার নিজের মতো হয়ে আসবে একসময়।
২| ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৯
মিরোরডডল বলেছেন:
তুমিও ছিলে,আমিও ছিলাম
শুধু অগোচরে।
এতো সুন্দর একটা কবিতা মন্তব্য শূন্য হয়ে আছে, আজব!!!
১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৪
মায়াস্পর্শ বলেছেন: এতো সুন্দর একটা কবিতা মন্তব্য শূন্য হয়ে আছে, আজব!!!
ভালো কবিতার খরা চলছে ইদানিং, তাই কেউ পড়ে ভালো অনুভব করছে না।
৩| ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫১
মিরোরডডল বলেছেন:
কবিতা পড়ে একটা গানের কথা মনে পড়ছে।
ধরো অনেক পরে আবার দেখা হলো তোমার সাথে
যখন তুমিও বদলে গেছো, আমিও বদলে গেছি
কি বলে ডাকবে বলো আমাকে
তখন না হয় একটু হেসো
১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮
মায়াস্পর্শ বলেছেন: তখন না হয় একটু হেসো
কেউ কেউ হাসে, কেউ আবার হাসে না। যারা হাসে তাদের হাসির কারণ টা যদি জানা যেত তবে ভালো হতো।
৪| ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৫৪
মিরোরডডল বলেছেন:
হাসি মানে অট্টহাসি না, নিরুপায় হাসি হয়তোবা।
অনেকদিন পর দেখা হলে যখন কিছু বলার থাকে না, তখন নীরব হাসি ছাড়া আর কিই বা দিতে পারে!
১৬ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
মায়াস্পর্শ বলেছেন: হুমম, বুঝেছি এখন।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৭
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: এই যেমন তার জন্য ব্লগে আসছে না আজ কয়দিন হলো
তা আপনার কারণ কি না আসার ????
বিশেষ কিছু না, নানা কারণে ব্যস্ত ছিলাম।
তাই এখানে আসা হয়নি।
জীবন যেন কেমন হয়ে যাচ্ছে।
সময় এখন খুব দ্রুত যায়।
হয়তো অনেক কিছুই করার ছিলো, যা হয়ে উঠেনি।
জানিনা আর কতদিন আছি!!!