নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

পিছুটানে অগ্রসর (রিপোষ্ট)

০৩ রা জুন, ২০২৪ সকাল ১০:১৪


সময়ের কাঁটা যদি
ঘুরিয়ে দিতে পারতাম,
তবে পিছুটানকে বারবার হত্যা করতাম,
হতাম হিংস্র হন্তারক।
দিন যায় বেড়ে উঠি,
নিজের শৈশব,কৈশোর আঁকড়ে ধরি,
অনায়াসে মেনে নিতে পারিনা
তাদের বিচ্ছেদ।
বয়স বাড়ে, ক্ষোভ জমে
আধুনিকতার খোলসের ওপর,
যতটা দেয়,কেড়ে নেয় তার অধিক।
তবুও স্বাগত জানাতে হয়,
হতে হয় অগ্রসর,
জীবনের নিঃশব্দ ঘাতককে
বছর বছর পর পর।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বয়স বাড়ে ক্ষোভ জমে
সত্যিই তাই
ফিরে যেতে চাই উল্টো পথে
একটা টাইম মেশিন দরকার

আপনাকে কদিন দেখি নাই। ব্যস্ত নাকি

ভালো থাকুন

০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:৩৮

মায়াস্পর্শ বলেছেন: আপনাকে কদিন দেখি নাই। ব্যস্ত নাকি?
আপু, চলছে একটু ব্যাস্ততা নিয়েই।
ভালো থাকবেন আপনিও।
ধন্যবাদ অনেক অনেক।

২| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ১২:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ প্রকাশ। শব্দ চয়ন এবং বাক্য বিন্যাস দারুন হয়েছে।

০৩ রা জুন, ২০২৪ দুপুর ১:৪৫

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ জানবেন। আপনার ফেসবুক লক করা। ম্যাসেজ চেক করবেন।

৩| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মনের আবেগময় প্রকাশ কিন্তু বাস্তবতা কঠিন
তাই স্বান্তনার জন্য কিছু ভাব আছে মায়া হয়ে------------------

০৩ রা জুন, ২০২৪ বিকাল ৫:২৮

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৪| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল আছি ভাই। আমার ফেবুর পেজ তো লক করা নাই। আিমি তো আপনার ম্যাসেজ পাই নাইরে ভাই।
Laila Arjuman . প্রফাইল পিকচার: লাল শিমুল ফুলের ছবি দেয়া আছে।
আপনার ফেবু প্রফাইলটা দিন, সাথে পিকচার। আমি রিকু পাঠায়ে দিব।

০৩ রা জুন, ২০২৪ বিকাল ৫:৩৮

মায়াস্পর্শ বলেছেন: আচ্ছা, আপ্নার মেসেজ রিকোয়েস্ট বক্স টা আরেকবার চেক করবেন।

৫| ০৩ রা জুন, ২০২৪ রাত ১১:৪২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

০৪ ঠা জুন, ২০২৪ সকাল ৮:৩২

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ভালবাসা ভাই।

৬| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:২৭

মিরোরডডল বলেছেন:




রিপোষ্ট করার জন্য থ্যাংকস।
কথা বললে কথা শোনে।

সেইফ হবার আগের আরও লেখা আছে যেগুলো রিপোষ্ট করাই যায়।

০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৩৫

মায়াস্পর্শ বলেছেন: কথা বললে কথা শোনে।
My respect will always with you
Thank you so much.
কেমন আছেন আপনি?

৭| ১৭ ই জুন, ২০২৪ রাত ১:৩০

মিরোরডডল বলেছেন:





কেমন আছেন আপনি?

খুব বেশি ব্যস্ত যাচ্ছে সময়।
কাছের মানুষ হসপিটালাইজড।
ক্যান্সার, তারমাঝে কোভিড পজিটিভ।
তাদের পরিবারের সবাই ব্রোকেন।
সবার জন্য খাবার রান্না করে হসপিটালে নিয়ে যাই।
রেখে আসলে যদি না খায়, পাশে বসিয়ে খাওয়াই।

আমি নিজে ঈদ সেলিব্রেট করিনা কিন্তু ওরাতো করে।
এই ফেসটিভ সময়ে তাদের এরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাওয়া দেখে খারাপ লাগে।

মার্শর কি খবর?
কেমন যাচ্ছে নতুন জায়গায়?


১৭ ই জুন, ২০২৪ রাত ২:০৮

মায়াস্পর্শ বলেছেন: কাছের মানুষ হসপিটালাইজড।
ক্যান্সার, তারমাঝে কোভিড পজিটিভ।

আল্লাহ আরোগ্য দান করুন শীঘ্রই।
এভাবেই তাদের পাশে থাকবেন আশা করছি।

মার্শর কি খবর?
কেমন যাচ্ছে নতুন জায়গায়?

আমি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। নতুন জায়গা ভালো।
হঠাৎ করে আপনজনদের ছেড়ে আসায় মাঝে মাঝেই খুব খারাপ লাগা কাজ করছে।



৮| ২২ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১২

মিরোরডডল বলেছেন:




হঠাৎ করে আপনজনদের ছেড়ে আসায় মাঝে মাঝেই খুব খারাপ লাগা কাজ করছে।

মানুষ সব পারে।
একটা সময় অভ্যাসে পরিনত হবে।
তখন আর এমন খারাপ লাগবে না।

আমি যখন প্রথম দেশের বাইরে এলাম, পরিবারের বাইরে প্রথম একা ট্র্যাভেল করা, তাও এতো দূরে, ভীষণ খারাপ লাগতো প্রথম প্রথম। সম্পূর্ণ নতুন ভুবন, কাউকে চিনিনা। এক মাস যাবার আগেই সিদ্ধান্ত নিলাম ফিরে যাবো, থাকবো না।

বাসা থেকে বুঝিয়ে বললো, ইমোশন্যালি এভাবে ব্যাক করা ঠিক হবে না।
তারপর থেকে গেলাম। পড়ালেখার পাশাপাশি কাজ শুরু করে দিলাম।
ফুলটাইম ইউনি স্টাডি প্রেশার আর পার্ট-টাইম জব, এতো ব্যস্ত হয়ে গেলাম, কোথায় গেলো সব ইমোশন!!!!
সময় সব ঠিক করে দেয়।

মার্শও কিছুদিন পর এই লাইফটা ভীষণ এঞ্জয় করবে।
ওয়ার্কপ্লেসে নতুন নতুন ফ্রেন্ড হবে।
নতুন একটা কান্ট্রি একটু একটু করে এক্সপ্লোর করবে।
সেখানে মানুষের ভিন্নরকম জীবন দেখবে।
এভাবেই একদিন বাংলাদেশে ফ্যামিলিকে ভিজিট করার সময় হয়ে যাবে।

Don't worry at all.
Enjoy your moment.

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:০০

মায়াস্পর্শ বলেছেন: আমার এতো সুন্দর উপদেশ আগে পাওয়া হয় নি। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখে আমাকে যে সান্তনা এবং প্রেরণা দিলেন এটা আমার কাছে বড় একটা পাওয়া। আপনাকে বার বার ধন্যবাদ দিতে ভালো লাগে না। আমি কৃতজ্ঞ আপনার কাছে। অনেকগুলো ভালোবাসা নিবেন।
আমার ছোট্ট মেয়েটির জন্য হাহাকার লাগে , বাকি সব সয়ে নিতে পারবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.