নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

গলাবাজি ও সাপের খোলস পরিবর্তন

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:৫০



মানুষ বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে থাকেন। বাহ্যিক কাজকর্মে মানুষকে কখনোই শতভাগ চেনা বা বোঝা যায় না। এর কারণ হচ্ছে পৃথিবীতে মন বোঝার কোনো রোবোটিক বা স্বয়ংক্রিয় ইকুইপমেন্ট এখন অবধি আবিষ্কার হয় নি। যদি হয়েও থাকে থাকে তা ১০০% সঠিক নয়।
মানুষের নিজেকে উপস্থাপন করার একটি মাধ্যম হচ্ছে তার মনুষ্য গলা কে জিরাফের মতো লম্বা ভেবে নিয়ে একতরফা বাড়াবাড়ি করা। এতে যদি তিনি সঠিক কথাও বলেন, তারপরও মানুষ তাকে সহ্য করতে পারেন না। বিরক্তিকর মনে করেন।
বর্তমান প্রেক্ষাপটে এর একটা বাস্তব উদাহরণ দেই। জোয়ার এবং গণজোয়ার এর প্রার্থক্য আমরা ইতিমধ্যেই জেনে গেছি। দেশের এই মুক্তি জোয়ারে যদি ১০% রাজনৈতিক লোকবল আসে তবে ৯০% এসেছেন সাধারণ মানুষ, কারণ আগে কখনোে এতো ছাত্রী, শিশু, বাবার সাথে মেয়ে,মায়ের সাথে ছেলে এসেছেন প্রতিবাদী রূপে এরকম দেখা যায়নি। তাই এটাকে গণ জোয়ার বলেছি , গণ জোয়ার কে কোন কিছু দিয়ে মিথ্যা প্রমান করা যায় না বা আটকানোও যায় না। তারা এসেছেন তাদের অধিকার আদায় করার স্বপ্ন নিয়ে, মৃত্যুর লাল রক্তের নিরস্ত্র বদলা নিতে,যেখানে জীবনের মায়া তুচ্ছ। অনেকেই দেশের এই পরিস্থিতিকে জামাত, শিবির, বিএন পি র তান্ডব লীলা বলে তাদের মত প্রকাশ করে এসেছিলেন কয়েকদিন যাবৎ, এখনো করেই যাচ্ছেন। এটা হচ্ছে গলাবাজির নিকৃষ্ট উদাহরণ।

ছোটবেলা থেকেই শুনে আসছি সাপের খোলস বদল করার কথা। কোনোদিন সচক্ষে দেখা হয়নি। হবে কিনা তাও জানিনা । তবে একই রকম পদ্ধতি দেখছি চোখের সামনে কিছু মানুষের বদলে যাওয়ার ধরণ দেখে। প্রথমেই বলেছিলাম মানুষের মন বোঝার কথা। জানিনা এদের মনের ভেতর কি আছে। তার পরেও বলি , কেউ হয়তো এই গণ জোয়ারের বিজয়ের শেষ মুহূর্তে এসে নিজেকে তাদেরই একজন বলে মিশে যাচ্ছে, কেউ হয়তো পরবর্তী সুবিধাভোগের আশায় রং বদলাচ্ছেন, কেউ হয়তো সেফজোনের মানুষ। তবে একটা কথা স্পষ্ট মনে রাখা উচিত, যে রং নিয়ে এতদিন গলাবাজি করে গেছেন সে রংটাও মানুষ ভুলে যাবে না।

বিজয় আসুক নতুন এক বাংলাদেশের। কোটি কোটি মানুষের মনের আশা পূরণ হোক এই মুক্তির গণজোয়ারের মাধ্যমে। যারা আত্মত্যাগ করলো বুক রাইফেলের সামনে পেতে দিয়ে, তারা অমর হয়ে থাকবে নতুন বাংলাদেশের মানুষের বুকে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:১৪

মায়াস্পর্শ বলেছেন: প্রতারিত হয়েও যদি নতুন এক বাংলাদেশের উদয় হয় তবে পরবর্তী শাসক এমন ভুল করবে না।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:১৫

করুণাধারা বলেছেন: এমন চমৎকার একটি লেখা পড়ে মনটা ভালো হয়ে গেল। আসলেই এটা একটা গণজোয়ার তবে যাদের গলাবাজি করার অভ্যাস তারা বলেই যাচ্ছে এটা বিএনপি জামাতের কারবার। আজকে একটা ভিডিওতে দেখলাম, অজস্র মানুষ, পুরো পরিবারসহ নেমে এসেছে রাস্তায়, এই আন্দোলনে। সাংবাদিকের ক্যামেরায় পশ্চিমা পোশাক পরা এক মেয়ে বলছে, আমি কি জামাত? আমার পোশাক দেখে আমাকে জামাত মনে হচ্ছে?

যদি এটা বিএনপি-জামাত কার্যক্রম হয়ে থাকে তাহলে লাখ দশেক আওয়ামী বাদে দেশের ১৮ কোটি মানুষ এখন বিএনপি জামাত। আমাদের এই ১৮ কোটিকে নির্মূল করার মত বুলেট আছে তো সরকারের?

তবে অবস্থা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। তেমন একজন ইতিমধ্যেই আপনার পোস্টে এসে গেছেন। আরেকজন কিছুক্ষণের মধ্যেই আসবেন আশা করি। দারুন বিনোদন। ;)

শো যদিও এটা বিনোদনের সময় না।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে। সুন্দর কিছু কথা বলেছেন।
আসলে মাথা খারাপ হয়েই কি বা না হয়েই কি, বিপ্লবের কথা বলতে পারা এবং বিপ্লব সবাই নিয়ে আসতে পারে না। বিপ্লবের পরে সুফল সবাই ভোগ করবে এটা নিশ্চিত।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের ৯০% মানুষ এই আন্দোলনকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সমর্থন করছে। কিন্তু দুর্ভাগ্য বিএনপি জামায়াত মনে করছে এই আন্দোলন তাদের। ৯০% তাদের চাচ্ছে। বিএনপি জামায়াত এমন একটা ভাব করছে এই আন্দোলনে অংশগ্রহণ করার একমাত্র হকদার ওরা।

এখনো সরকারের পতন না হওয়ার সম্ভাবনা ৯০%। মানুষ মানবিক মূল্যবোধ থেকে ছাত্রদের সাপোর্ট দিচ্ছে। স্বৈরাচার ও জুলুমের পতন চাচ্ছে, নিজে গ্রেপ্তার গুলি খাওয়ার মামলা খাওয়ার ভয় কে জয় করে।

প্রিন্স মাহমুদ ভাই লিখেছিলেন -

"ভয়ের সংস্কৃতিতে ভয় কাটতে সময় লাগে। যে আজ এসেছে তাঁকে সহর্ষে স্বাগত জানাও। সবার প্রতিবাদের ভাষা এক নয়। দেরি হয়েছে সমস্যা নাই। আজ যে পথে নামল মিছিলের অগ্রভাগে সে ই দাঁড়াবে..."


আফসোস আমার দেশের বিম্পি জামাতি মূর্খরা প্রিন্স মাহমুদ এর মতো সুশিক্ষায় শিক্ষিত হতে পারলনা।


সমন্বয়করা শুধু ১ বার বলুক এই আন্দোলন বিম্পি জামাতের। দেখেন সেখানে ছাত্র জনতা দূর কি বাদ, একটা কুকুরও যায় কিনা?

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩

মায়াস্পর্শ বলেছেন: কিন্তু দুর্ভাগ্য বিএনপি জামায়াত মনে করছে এই আন্দোলন তাদের
আওয়ামিলীগ যেমন জামাত শিবিরের ওপর দোষ চাপিয়ে কোন ফল পেলো না, বি এনপিও আন্দোলন তাদের বলে চালানোর সাহস এখন অবধি পায়নি।
দেশের ৯০% মানুষ এখন নতুন বাংলাদেশের সপ্ন দেখছে।
"ভয়ের সংস্কৃতিতে ভয় কাটতে সময় লাগে। যে আজ এসেছে তাঁকে সহর্ষে স্বাগত জানাও। সবার প্রতিবাদের ভাষা এক নয়। দেরি হয়েছে সমস্যা নাই। আজ যে পথে নামল মিছিলের অগ্রভাগে সে ই দাঁড়াবে..."
প্রিন্স মাহমুদ খুবই ভাল গীতিকার এবং সুরকার। তবে কোন আদর্শ নন। এমনও হতে পারে দেরি করে গনজোয়ারে এসে নিজের লজ্জাকে এই লাইন গুলো দিয়ে ঢেকে ফেলেছেন। মানুষের মন কিভাবে বুঝবেন?
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৫

মায়াস্পর্শ বলেছেন: এখনো সরকারের পতন না হওয়ার সম্ভাবনা ৯০%।
আপনাকে বিজয় মিছিলের সামনে দেখতে চাই।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:০১

মিরোরডডল বলেছেন:





এই মুক্তি জোয়ারে যদি ১০% রাজনৈতিক লোকবল আসে তবে ৯০% এসেছেন সাধারণ মানুষ, কারণ আগে কখনোে এতো ছাত্রী, শিশু, বাবার সাথে মেয়ে,মায়ের সাথে ছেলে এসেছেন প্রতিবাদী রূপে এরকম দেখা যায়নি।

সো ট্রু !
সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। দেয়ালে পিঠ থেকে গেছে। তাই সবাই নেমে এসেছে।
প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে, এটা আর নেয়া যাচ্ছে না, কি ভয়াবহ!


০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:২৮

মায়াস্পর্শ বলেছেন: জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কেউ-ই ভাল নেই আমরা। যারা রাজপথে নেমেছেন নিজের জীবন উৎসর্গ করার ইচ্ছে নিয়েই নেমেছেন। জয় হোক জনতার।
তারা যেভাবে জীবন দান করে যাচ্ছেন আমাদের উচিত তাদের এই আত্মত্যাগের কথা কখনোই না ভুলে যাওয়া।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৬

মিরোরডডল বলেছেন:





আমি লাস্ট থ্রি উইক্স ঢাকাতেই ছিলাম।
মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখে এসেছি।
unbearable!!
অন্তর থেকে দেশের মঙ্গল চাই।
মানুষের উপর এই নিপীড়ন যেন দ্রুত শেষ হয়।



০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৭

মায়াস্পর্শ বলেছেন: মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখে এসেছি।
তবে মজার বিষয় হচ্ছে, এবার দুর্ভোগ হলেও মানুষ সহ্য করে নিচ্ছে।
শতকষ্ট হলেও এবার আন্দোলনে মানুষের অংশগ্রহণ ঝড়ের গতিতে রুপ নিয়েছে।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:৫৮

ভুয়া মফিজ বলেছেন: এটা হচ্ছে গলাবাজির উৎকৃষ্ট উদাহরণ। আমার মতে ''উৎকৃষ্ট'' না হয়ে শব্দটা হওয়া উচিত ''নিকৃষ্ট''। এমনিতে গলাবাজি একটা নেতিবাচক শব্দ। নিকৃষ্ট বিশেষণটা এটাকে নিকৃষ্টতর করে।

সে যাই হোক............গিরগিটি তো চিনেন। কিছু গিরগিটির বৈশিষ্ট্যই হলো রং বদলানো। কিছু বদলায় সঠিক চেতনা আসার কারনে, কিছু বদলায় আরো সুস্বাদু হালুয়া-রুটির আশায় আর কিছু বদলায় শুধুই বদলাতে হবে বলে, অভ্যাসের কারনে। প্রতিটারই আলাদা আলাদা ইমপ্যাক্ট আছে।

কি, কেন, কিভাবে তা আমরা শুধু অনুমান করতে পারি কিছু বৈশিষ্ট্যকে ব্যাখ্যা-বিশ্লেষণ করে। নিশ্চিত হওয়া কঠিন হলেও কাছাকাছি যাওয়া সম্ভব। সুন্দর ভবিষ্যতের জন্য এই ব্যাখ্যা-বিশ্লেষণটা জরুরী। ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:২২

মায়াস্পর্শ বলেছেন: গিরগিটি তো চিনেন
এই কয়েক দিনে চিনেছি।
নিকৃষ্ট বিশেষণটা এটাকে নিকৃষ্টতর করে।
যথার্থ বলেছেন। লেখায় পরিবর্তন করে নিবো।
আপনার মন্তব্য সবসময়ই কিছু শিখিয়ে দিয়ে যায়।
ধন্যবাদ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:৩৪

ভুয়া মফিজ বলেছেন: আপনার জন্য একটা গিরগিটি-কথন!!! ;) view this link

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ, দেখেছি এইটা।

৮| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৬

মিরোরডডল বলেছেন:





শতকষ্ট হলেও এবার আন্দোলনে মানুষের অংশগ্রহণ ঝড়ের গতিতে রুপ নিয়েছে।

মার্শ, বিজয় মিছিল দেখছি :)


০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৬

মায়াস্পর্শ বলেছেন: আজকে আমার কান্না থামতেছে না। আসুন একটু গলা ধরে বিজয় উদযাপন করি।
দেশে থাকলে হয়তো বিজয়ের পূর্ণ আনন্দ উপভোগ করতে পারতাম।

৯| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৮

মিরোরডডল বলেছেন:





I know it's happy tears.
thanks God!

আগামীতেও যেন ভালো কিছু হয়, প্রিয় দেশ এবং দেশের মানুষগুলোর জন্য এই শুভকামনা থাকবে।
অনেক কষ্ট করেছে সবাই। নিষ্পেষিত হয়ে গিয়েছিলো।
এখন যেন স্বাধীনভাবে বাঁচার মতো বাঁচতে পারে।


০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭

মায়াস্পর্শ বলেছেন: এবারের দায়িত্ব কোনো নির্দিষ্ট দল পাবে না। জনতার দেশ হবে বাংলাদেশ।

১০| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

রানার ব্লগ বলেছেন: পয়সার এক পিঠ তো দেখলেন অন্য পিঠও দেখেন। একি পাবেন।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৮

মায়াস্পর্শ বলেছেন: মুদ্রার মান আছে । আপাতত স্বৈরাচারকে মুদ্রার সাথেও রূপক হিসেবে তুলনা করতে পারছিনা। নতুনত্ব চাই।
ধন্যবাদ।

১১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৬

রানার ব্লগ বলেছেন: ইতমধ্যে কদু লন্ডন থেকে হুমকি দিয়েছে। তার ধারনা তারা ক্ষমতায় এসে লাউয়ের বদলে দেশ কে কদু খাওয়াবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.