নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সীর প্রত্যাবর্তনের পালকি প্রস্তুত হচ্ছে

২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫


ছবি : এডিটেড

আমরা তোমায় ভালোবাসি
সারা জীবন মরণ,
যতই দাও লাত্থি গুতা
রাখবো তোমার স্মরণ।
যতই তুমি চোখ রাঙাও
টানাও জেলের ঘানি,
আবার আমরা চুম্বন করবো
তোমার কালো চরণ খানি।

যতই করো হামলা মামলা
দাও সিদ্ধ ডিম,
আয়না ঘরে না গেলে যে
মাথায় ধরে ঝিম।
বুক বরাবর লাত্থি মারো
থুতু ছিটাও মুখে,
বুবু তুমি না এলে যে
কেমনে থাকি সুখে।
মরলো কিছু ছোট্ট খোকা
স্বাধীনতা চায়,
খানিক সময় ভুলে ছিলো
আমরা যে জাত ভাই।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

সৈয়দ কুতুব বলেছেন: সঠিক লিখেছেন।

২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

মায়াস্পর্শ বলেছেন: কতটুকু সঠিক হবে জানিনা। তবে এরা এমনটাই করতে পারে।

২| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা

২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

মায়াস্পর্শ বলেছেন: :)

৩| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯

বাকপ্রবাস বলেছেন: মায়াস্পর্শ ..................সুন্দর

২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

মায়াস্পর্শ বলেছেন: দেখা যাক কোন পালকি আগে পৌঁছে বাংলাদেশের রাজনীতিকদের তীর্থস্থান ভারতে।

৪| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

রাজীব নুর বলেছেন: বাহ!

২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

মায়াস্পর্শ বলেছেন: না জানি কয়দিন পরে এরা সব দলবেঁধে ভারত যায় বুবুকে নিয়ে আসতে।

৫| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৬

আনু মোল্লাহ বলেছেন: খুব সুন্দর পলিটিকাল কবিতা।
পড়ে খুব মজা পেয়েছি। অনেক ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার লেখাগুলো কিন্তু দারুন। পড়া শুরু করলে শেষ না করে উপায় থাকে না।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

মিরোরডডল বলেছেন:





আবার আমরা চুম্বন করবো
তোমার কালো চরণ খানি।


আমাদের মার্শ কালো চরণ বলে কিন্তু রেসিস্ট হয়ে গেলো। :)


২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

মায়াস্পর্শ বলেছেন: না হয় হইলাম। কোনো সমস্যা নাই, মাঝে মাঝে রেসিস্ট হতে ভালোই লাগে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.