নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
তরঙ্গে মন উচাটন,কাঁপছে দুরুদুরু বুক,
তোমায় দেখবো বহুদিন বাদে,
একগুচ্ছ রজনীগন্ধা
স্বইচ্ছায় গোলাপকে আলাদা করে ফেললো,
গোলাপ হেসে কুটি কুটি,
লাল থেকে আরো লাল হয়ে গেলো,
সে যেন লজ্জায়।
চেনা সুর আরো চেনা হয়ে আসছে,কাঁপছে আপাদমস্তক আমি,
তোমায় ছোবো বহুদিন বাদে,
এক বুক না বলা কথা
স্বইচ্ছায় নীরবতাকে আলাদা করে ফেললো,
নীরবতা মাথা নুইয়ে নিশ্চুপ,
পরম আলিঙ্গনে গভীর হয়ে গেলো
প্রতীক্ষিত প্রেম শয্যায়।
তোমায় দেখা,তোমায় ছোয়া,
বুকের সাথে বুক মেলানো আলিঙ্গন,
প্রতিটি ধাপেই যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে জানান দেয়,
ভালোবাসা কত সুন্দর,
ভালোবাসা কত সুন্দর বিরহে,অভিমানে,
পাওয়া না পাওয়ার সমাহারে,
শুকনো ঠোঁটের উষ্মতায় ভিজিয়ে দেওয়া ভালোবাসা কত সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৫
মায়াস্পর্শ বলেছেন: যেতে এখনো অর্ধবছর দেরি আছে।
মিস করি সবসময়। মার্শকে মিস করছে কিনা তা তো জানতে পারিনা।
মাঝে মাঝে বুঝে নেই।
ধন্যবাদ।
২| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৯
মিরোরডডল বলেছেন:
এতো সুন্দর কবিতা পড়লে একটা সুন্দর গান তো দিতে হয়।
[ytlMj2y8zZp2s]
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১১
মিরোরডডল বলেছেন:
কি হলো এটা? যায়নি কেনো
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৩
মায়াস্পর্শ বলেছেন: ''শপথ নিলাম, তোকেই রানী করবো নিশ্চয় এই রাজত্বের ''
লাইনটা খুব জোরে জোরে চিৎকার করে গাচ্ছিলাম স্কুলের বারান্দায়, শেষ বছর ছিল স্কুলে। পেছন থেকে একজন ম্যাডাম এসে বলছিলেন, তুই কোন রাজ্যের রাজা হইছিস যে রানীর জন্য চিৎকার করতেছিস এখানে ???
ক্লাসের কয়েকটা মেয়ে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলো তখন।
ধন্যবাদ গানটা দেওয়ার জন্য।
৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৬
এসো চিন্তা করি বলেছেন: বাহ সুন্দর লেখনী
আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ভাই ❤️
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৫
মায়াস্পর্শ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আপনি সব পোস্টেই আপনার লেখা পড়ার আমন্ত্রণ করছেন সবাইকে।
অন্যরকম মন্তব্যও করুন। তবেই তো সবাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের প্রেক্ষিতে আপনার ব্লগে আপনার লেখা পড়তে যাবে।
৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭
মিরোরডডল বলেছেন:
একজন ম্যাডাম এসে বলছিলেন, তুই কোন রাজ্যের রাজা হইছিস যে রানীর জন্য চিৎকার করতেছিস এখানে ???
আমিও হাসলাম
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫
মায়াস্পর্শ বলেছেন: আমিও হাসলাম
আপনি হাসছেন, আর আমি এখনো লজ্জা পাই।
৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ লিখেছেন। ভালো লাগলো কবিতা
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপু।
৭| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা। মিরোর দেওয়া গানটিও সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
ভালো থাকবেন সবসময়। ভালোবাসায় বন্য না হলে সে ভালোবাসা পানসে লাগে।
৮| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা ভালো লাগলো
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাইফ ভাই।
অতিশীঘ্রই আপনার বিয়ের দাওয়াত পেতে যাচ্ছে আমরা।
৯| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার রোমান্টিক কবি
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৬
মিরোরডডল বলেছেন:
ভালোবাসা কত সুন্দর,
ভালোবাসা কত সুন্দর বিরহে,অভিমানে,
পাওয়া না পাওয়ার সমাহারে,
শুকনো ঠোঁটের উষ্মতায় ভিজিয়ে দেওয়া ভালোবাসা কত সুন্দর।
দারুণ!!!!
কি মার্শ? প্রেয়সী মিস করেছে অনেক।
বিডি যাচ্ছে নাকি?