নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

জানি দেখা হবে

০২ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৮

যদি কখনো বলি দেখা হবে না আর এই খেলাঘরে
তুমি ভেঙে পরবে?
বলবে কি বুকে ভারী ভারী অনুভব করছো?

আর কখনো দেখা হবে না প্রিয়,
আসি আসি বলে আর বুকের সাথে বুক মিলবে না,
আর তাকানো হবে না আমার বুকে লেপ্টে থাকা তোমার ডাগর চোখের পানে,
যে চোখের নদীতে আকাশ দেখা যায়,
আমি দিব্যি দেখি,
আকাশ।
তোমার অগোচরে বলছি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: মানুষ আশা নিয়ে বাঁচে.....


আবার দেখা হবে .......

০২ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

মায়াস্পর্শ বলেছেন: আপু যে অনেকদিন পরে মন্তব্য করলেন।
কেমন আছেন?
অনেক অনেক ধন্যবাদ,
আবার দেখা হয়ে যাক,,,,,,

২| ০২ রা আগস্ট, ২০২৫ রাত ৮:১৮

শায়মা বলেছেন: ভালো আছি।

অনেকদিন যাবৎ ব্যস্ত আছি তাই মন্তব্য বা লেখা হয়নি।

০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৩

মায়াস্পর্শ বলেছেন: আচ্ছা, কেটে যাক সব ব্যস্ততা।

৩| ০২ রা আগস্ট, ২০২৫ রাত ৮:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: বেঁচে থাকলে দেখা হবে, কথাও হবে।

০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৪

মায়াস্পর্শ বলেছেন: ইনশা আল্লাহ।

৪| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৫

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

মিরোরডডল বলেছেন:




তারারাও নাকি অভিমানী হয়, দেখা না পেলে
জানি দেখা হবে, ঠোঁটের ভেতরে, ঘুমের আদরে


ভালো থাকবে মার্শ।

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৬

মায়াস্পর্শ বলেছেন: জেগে জেগে ঘুমিয়ে থাকি ,
যদি দাও শুভঙ্করের ফাঁকি, শেষ বেলায় বাঁচবো কি নিয়ে ?


মার্শ ভালো আছে, আপনার কি খবর ?
নিয়মিত আর আসেন না যে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.