![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
গত বছর লিখেছিলাম।
জনতার বিজয় হয়েছে।
লাত্থি মেরে ভেঙে ফেলবো
তোর মসনদ স্বৈরাচারী,
রক্তের প্রবাহ আজ গরম টগবগে,
তুই নিকৃষ্ট অত্যাচারী।
আজ জেগেছে তরুণ সমাজ
এসেছে তারুণ্যের হুংকার,
মৃত্যু নিশান নিয়ে শপথ করছি
তোর নাপাক মাথা কাটার।
আমরা নবীন তরুণ,
আমাদের প্রবাহ পারলে ঠেকা
বুলেট বোমা বুকের মধ্যে,
আমরা নইতো আজ একা।
থকথকে রক্তের পুডিংয়ে রঞ্জিত করেছিস,
তোর স্বৈরাচারী মুখ,
আর কত খাবি রক্ত, হে রক্ত পিপাসী
পেতে দিয়েছি বুক।
আর ফিরবে না ঘরে এই জনতা
যাদের সারা গা রক্তময়,
রক্তের নদী সাঁতরিয়ে আনবে
জনতার বিজয়।
আগের পোস্ট এবং মন্তব্য দেখতে পারেন এখানে।
০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৬
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা।
২| ০৩ রা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০২
সৈয়দ কুতুব বলেছেন: ভালো লাগলো পড়ে ।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:২১
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: আসলে ভিতরে ভিতরে সব মানুষ স্বৈরাচার।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:২১
মায়াস্পর্শ বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারী হওয়া ভালো।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১:২২
কিরকুট বলেছেন: আচ্ছা
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:২১
মায়াস্পর্শ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট জানাই