নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

উদয়ন্ত

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৫৪


(তোমার জ্বালানো আলোয়,আমি শুধু আধারই রেখে এসেছি)

শাস্তি,
সে দেওয়ার মতো ক্ষমতা বা ইচ্ছে আমার কখনোই ছিল না,
এখনো নেই।
তোমার মেরুদন্ড সম্পর্কে আমার ধারণা কখনোই ভুল ছিল না।
ভ্রান্ত ধারণায় থেকে যে সকল উপমায় তোমাকে আবরিত করেছিলাম,
শুধু সে গুনগুলোকে নীরবে নষ্ট করে চলছি বৈকি।
কখনো নিজের গলার সুর চুরি করে নিক্ষেপ করছি আস্তাকুড়ে,
কখনো বাম পাশের বিরহী আবেগগুলো ডায়রীকে পাশ কাটিয়ে সোজা গিয়ে পড়ছে তাদের চির চেনা সমাধিতে।
আমি হাসছি, মৃদু হাসি।
হন্তারক হতে আমি বেশ পারদর্শী,
আমার সত্ত্বার খুনিকে তোমাকে চিনিয়ে দিতে আমি মরিয়া হয়ে উঠবো,
তুমি শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিও।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ভালো।

২০ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১১ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৯

খায়রুল আহসান বলেছেন: "হন্তারক হতে আমি বেশ পারদর্শী" সাংঘাতিক ব্যাপার!
তবে কবিতা ভালো হয়েছে।

২০ শে আগস্ট, ২০২৫ রাত ১:৩২

মায়াস্পর্শ বলেছেন: আস সালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং ভালো থাকবেন।
'হন্তারক' কখনই ভালো কিছু দেয় না। তবে কারো হন্তারক হয়ে উঠার গল্পগুলো বেশ চাঞ্চল্যকর।
মন্তব্য করেছেন অনেক খুশি হয়েছি। অনেক ধন্যবাদ।

৩| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: ভালো লেগেছে।

২০ শে আগস্ট, ২০২৫ রাত ১:৩৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা। আবার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.