নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

অনুরাগের সমাপ্তি হোক

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৯



তোমাকে দেখিনা অনেক দিন,
বুকে পাথর চাপা দেওয়ার তুলনা নেহাতই সামান্য হবে,
না দেখার যন্ত্রনার ওপর যদি কোনো প্রকান্ড পাথর উঠিয়ে দেই,
মুহূর্তেই তা চুরমার হয়ে গুঁড়ো বালির সাথে মিশে যাবে,
মনে হবে তারা একই সত্ত্বা।
ভালোবাসার প্রসঙ্গে পরেও আসা যাবে বা আসা হবে কিনা জানিনা,
তবে মনের ওপর এই দীর্ঘ বিচ্ছেদের আভরণগুলো যেভাবে চকচক করছে,
সে অনুপাতে আমরা ব্যাস্তানুপাতিক।
গতানুগতিক জীবনকে হার মানিয়ে তোমার খুব কাছে থেকেও দুটি ঠোঁটের স্পর্শ হয়নি,
সেখানে মায়া ছিলোনা বলে।
যদি দুজনে নদীর দুই পারে দাঁড়াই,
দেখি,একপাশে স্বচ্ছ ভালোবাসার এক মানবী,
আর একপাশে ভ্রান্ত ধারণায় নিমজ্জিত অর্থব মস্তিষ্কের হাজারো লালসায় ডোবা এক পুরুষ।
যদি এই ঘূর্ণায়মান পৃথিবীতে কখনো আবার দেখা হয়ে যায়,
সব কিছু ভুলে একবার লেপ্টে যেও আমার বুকে,
দেখবে কতটা শক্ত করে ধরে রেখেছি তোমাকে।
যদি দেখা না হয়,তবে আমার ভ্রান্ত ধারণার অবসান কেউ ঘটায়নি বলে জেনে নিও।
''ভালোবাসার প্রসঙ্গে পরেও আসা যাবে বা আসা হবে কিনা জানিনা,''
এই কথা বলেছি বলে ভেবোনা পৃথিবী থেকে অনুরাগ শব্দটা বিলুপ্ত হয়ে গেছে ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এ অবস্থ‍ায় কল্পনায় দেখা ছাড়া গতি নেই।

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৬

মায়াস্পর্শ বলেছেন: তাই করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে অনেক।

২| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর কবিতা

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১২

মিরোরডডল বলেছেন:

অনুরাগের সমাপ্তি হলে এতো প্রেমময় একটা লেখা কি করে হবে!




৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৮

মায়াস্পর্শ বলেছেন: আপনি মন্তব্য করেছেন অনেক খুশি হয়েছি আমি। কোথায় ছিলেন গায়েব হয়ে?
অনুরাগের সমাপ্তি চাইলেও ঘটে না। B-)

৪| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৭

মিরোরডডল বলেছেন:






৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪০

মায়াস্পর্শ বলেছেন: পছন্দের মানুষের গান দিয়েছেন। অনেক ধন্যবাদ।
আপনি আর মুভি দেন না। এটা ঠিক নয়।

৫| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৯

মিরোরডডল বলেছেন:




লিংকটা যায়নি, তাই এভাবে দিলাম।

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪১

মায়াস্পর্শ বলেছেন: এসেছে তো :P

৬| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৭

মিরোরডডল বলেছেন:




সামু কেমন যেন আর আগের মতো প্রানবন্ত না।
এর মাঝে ছুটিতে সিডনির বাইরে ছিলাম।
আবার কার এক্সিডেন্ট করেছি।
সবকিছু মিলিয়ে এদিকটায় আসা হয়নি।


৩০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৫

মায়াস্পর্শ বলেছেন: এখন কেমন আছেন? খুব বড় কোন ইঞ্জুরি হয়নি তো?
সামু প্রানবন্ত নয় এটা ঠিক। কে কাকে কিভাবে কি বলছে তার কোন ঠিক নেই। আমারও আর এসবের মাঝে লেখা পোস্ট করতে ভালো লাগে না। আজ আপনাকে এখানে দেখে ভালো লাগলো।

৭| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৫৮

মিরোরডডল বলেছেন:




আমারতো কিছু হয়নি।
অন্য গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়িতে হিট করে।
গাড়ি ভেঙ্গেছে, কিন্তু আমি ঠিক আছি।
থ্যাংকস গড!

এই মুভিটা দেখতে পারে। ওল্ড মুভি বাট আই লাইক ইট।





৩০ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪২

মায়াস্পর্শ বলেছেন: থ্যাংকস গড যে আপনার কিছুই হয়নি। তারপরও সাবধানে থাকবেন।
দেখবো মুভিটা। ধন্যবাদ এটা দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.