![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
-চলো
-কোথায়, কেন?
-যদি বলি মাঝরাত আহ্বান করছে চাঁদের আলো দেখতে,
-মন্দ হয়না, কিন্তু তুমি তো আগ্রাসী।
-তাতে কি,বুনো হওয়ার দোল আমার বুকে। দুটি ঠোঁটের চুম্বনে নাহয় চাঁদের আলো ভিজে যাবে কিছুক্ষন, বলবে আমি স্বার্থক হয়েছি ভরা জোছনা ছড়িয়ে।
-আমায় ভালোবাসো?
-খুব বেশি।এই ধরো যতটা আঁধার তোমার চুলে নেমে থাকে সারাক্ষন, তার চেয়েও ঢের বেশি,
-ভালোবাসি।
-চলো
-কোথায়, কেন?
-যদি বলি নক্ষত্ররাজি অধীর অপেক্ষায় আছে আমাদের আলিঙ্গনের সাক্ষী হতে,
-ভোর হতে কতটা দেরি?
-আমার থেকে তোমার চোখের একটা পলক পর্যন্ত,
-মন্দ হয় না, কিন্তু তুমি তো বিবাগী।
-তাতে কি, যদি হঠাৎ মাঝ আকাশে মেঘ জমে, তবে কলহ হবে মেঘের সাথে।
-আমায় ভালোবাসো?
-খুব বেশি।এই ধরো যতটা তোমার বুকের নরমে ডুবে থাকে আমার মুখ, তার চেয়েও ঢের বেশি,
-ভালোবাসি।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
মায়াস্পর্শ বলেছেন: যা মন চায় বলুন।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
বিজন রয় বলেছেন: মন যা চায় তা বলতে চাই, কিন্ত লেখক কি বলতে চেয়েছে সেটা জানতে পারলে আমার কাজটি সহজ হয়।
তাই জানতে চেয়েছি। এবার বলুন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
মায়াস্পর্শ বলেছেন: যদি আমি বলি, তবে এটা কি হয়েছে তা বলতে পারবো না ,
আবেগ থেকে মনে যা এসেছি লিখেছি।
কথোপকথনও অনেক সময় কবিতা বা কাব্য হয়ে ওঠে। কি হয়ে উঠেছে তা আপনার থেকে জানতে চাচ্ছি। আমার কাছে কোনো স্পেসিফিক কিছু নেই।
ধন্যবাদ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৭
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
মিরোরডডল বলেছেন:
কথোপকথনে লেখা কবিতা পড়তে ভালো লেগেছে।
বাংলাদেশ ট্রিপ নিয়ে কিছু লেখেনি এখনও!
এবার ঢাকায় গিয়ে গান করেনি? ব্যান্ডকে সময় দেয়নি?
মার্শ কি ড্রাম গিটার এগুলো মিস করে নাহ?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৮
মায়াস্পর্শ বলেছেন: কথোপকথনে লেখা কবিতা পড়তে ভালো লেগেছে।
অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন ?
বাংলাদেশ ট্রিপ নিয়ে কিছু লেখেনি এখনও!
এবারে বাংলদেশ ট্রিপে দুই রকম অভিজ্ঞতা ছিল। অনেকদিন পরে প্রিয়জনদের সাথে দেখা হওয়া , ভালো সময় কাটানো বেশ দারুন ছিল। অন্যদিকে নিজের সার্জারি। বাম কানে সার্জারি করিয়েছিলাম এবার। কানের পেছনে কেটে ভেতর থেকে ইনফেক্টেড হাড্ডি আর কানের পর্দা দুইটাই রিপেয়ার করেছে। এখনো পুরোপুরি সেরে উঠিনি। সময় লাগবে। আগামী বছর আবার ডান কানে সার্জারি করতে হবে।
এবার ঢাকায় গিয়ে গান করেনি? ব্যান্ডকে সময় দেয়নি?
একটু ও সময় হয়নি। এখানেই গিটার একটা অর্ডার করেছি। দিয়ে যাবে কয়েকদিনের মধ্যে।
মার্শ কি ড্রাম গিটার এগুলো মিস করে নাহ ?
ভীষণ মিস করি। মিস করি নিজের সুর আর নতুন সৃষ্টিকে।
৫| ০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
মিরোরডডল বলেছেন:
Thanks for update.
ইনফেক্টেড হয়েছে কিভাবে?
আই উইশ সার্জারির পর মার্শ এখন ভালো আছে।
গিটার চলে আসলে গান শোনাবে।
০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
মায়াস্পর্শ বলেছেন: আপনি কেমন আছেন?
ইনফেক্টেড হয়েছে কিভাবে?
বাই বর্ন ইনফেক্টেড।
আই উইশ সার্জারির পর মার্শ এখন ভালো আছে।
বিরক্ত লাগে একপাশে, আগের মতো ফ্লেক্সিবল নয়। হিয়ারিং এবিলিটি বেড়েছে কিছুটা।
গিটার চলে আসলে গান শোনাবে।
গিটার গতকাল হাতে পেয়েছি।
গান শোনাবো।
৬| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬
বিজন রয় বলেছেন: মায়াস্পর্শ?
নতুন পোস্ট?
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৯
মায়াস্পর্শ বলেছেন: দাদা, কেমন আছেন?
আমার পোস্টে এসে আবার মন্তব্য করেছেন এতে আমি ভিষণ খুশি।
কয়েকদিন যাবত অনেক কিছু লিখেও আবার সব ব্যাকস্পেস দিয়ে মুছে দিচ্ছি। নিজের লেখার ওপর নিজেই বিরক্তবোধ করছি খুব।
চেষ্টা করছি লেখার।
অনেক অনেক ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
বিজন রয় বলেছেন: এটাকে কি বলবো?
কথোপকথন না অন্য কিছু?