![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
এই ধরো,
তুমি আমার শক্তি এবং অভিশাপ দুটোই।
একপাক্ষিক জোরালো ভালোবাসায় এর চেয়ে উত্তমই বা আর কি।
আমি যেগুলোকে অধিকার বলে বলে আবার সাদা মনে দাফন করে ফেলছি,
সেখানে কেনই বা মাঝে মাঝে পানি দাও?
কনস্ট্যান্ট সংজ্ঞার ভালোবাসা কোথাও নেই,
মাঝে মাঝে আমার হাত ধরে কি প্রমাণ করতে চাও?
বাম পক্ষ সমান ডান পক্ষ?
আমি কি ধরে নেওয়া 'ক' ?
যাকে ''সাপেক্ষ'' বজায় রেখে ইচ্ছে হলে আপার ভ্যালু বা লোয়ার ভ্যালুতে পরিবর্তন করছো?
দিন শেষে উভয় পক্ষ মিলছে না, প্রয়োজনীয় বেসিক সূত্রের অভাবে,
আর এই না মেলা জীবনাংক কে আর্কাইভে রেখে দিয়ে
তুমি মহান কিছু সৃষ্টির যে অপেক্ষায় আছো,
তা আমাকে অভিশপ্ত রাত আর দিন উপহার দিয়ে চলছে অবিরত।
তন্দ্রা শেষে আবার সেই পুরোনো তোমাকে নিয়ে ছুটছি,
একপাক্ষিক ভালোবাসার সরল বৃত্তে।
০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।
এই লেখায় এত্তোগুলো প্লাস কেমন জানি লাগছে
২| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২০
বিজন রয় বলেছেন: তুমি আমার শক্তি এবং অভিশাপ দুটোই।
এভাবে যে একসাথে ভাবতে পারে সে তো অনেক বড় মাপের।
কবিতার প্রথম চার লাইন অনেক ভালো হয়েছে।
তারপর অংক, বিজ্ঞান দিয়ে জীবনের কথা বলেছেন, খারাপ হয়নি।
আমি ধরে নিতে পারি 'ক'।
সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: কবিতা, ছবি এবং শিরোণাম সবই সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছে।
+++++