নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

\'\'খটকা\'\'

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৩

দেশপ্রেম এবং রাজনীতি কি একই সূত্রে গাঁথা ? যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি তবে দুটো বিপরীতমুখী। বাংলদেশের রাজনীতির সাথে যেসকল মানুষ জড়িত তাদেরকে আমি রাজনীতিবিদ বলতেও ভালোবোধ করিনা। কেন জানি মনে হয় আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই একটা নোংরা খেলাঘর। ছেলে বুড়ো সবাই যেন একেকটা অমানুষ। চোখের সামনে অনেককেই দেখলাম পরিবর্তনের আশায় রাজনীতি নামক নোংরা খেলায় এসে নিজেরাই সেখান থেকে হারিয়ে গেলো, কেউবা আবার নিজেকে নোংরা হিসেবে পরিচিত করলো সিস্টেমের কাছে হার মেনে। যারা এখনো পরিবর্তনের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তারাও কয়েকদিন পরে ব্যর্থ হয়ে সরে যাবে নিশ্চিত।
কথিত রাজনীতিবিদ, বিভিন্ন স্তরের এসব নেতার অবস্থা এতটাই বাজে যে এদের ব্যাকগ্রাউন্ড চেক করলে বমি আসে, কিন্তু তাদের কাছে বারবার আমাদের জিম্মি হতে হয়। শুধু তাদের কথা বললেই ভুল হবে। সমাজে একশ্রেণীর ''শিক্ষিত ''নামক পশুরা বসবাস করে যাদের কাজ এই রাজনীতিবিদ বা নেতাদের ম্যান্ডেট দিয়ে সমাজের সকল ধরণের অপকর্ম থেকে সুবিধা ভোগ করতে থাকে।
কলুষিত মিডিয়া, সাংবাদিক এদের পেছনে দৌড়ায় সারাদিন, ঘাম ঝরায় ।সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই সকল সাংবাদিকরা তাদের গোপন অপকর্ম প্রকাশ করে তাদের পুরো দলের ক্ষমতার পালাবদলের পর। এরপর তারা মেডেল পায়, সাহসী মেডেল। এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব নেই যাকে দেখে ইন্সপায়ার্ড হওয়া যায়। তারা বিশাল বড় মাঠে বক্তৃতা দেয় যেখানে আসা ১০০ ভাগ মানুষই টাকায় ভাড়া করে নিয়ে আসা হয়।
দেশপ্রেমিকরা প্রয়োজনে রাস্তায় নেমে আসেন, জীবন দিয়ে কবরে বা বেঁচে ফিরে ঘরে যান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সবাই সুবিধাবাদী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.