| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াস্পর্শ
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
নাস্তিকের অবিশ্বাস এবং ইসলাম বিদ্বেষীদের কটূক্তিকে সমানভাবে দেখা ব্যক্তিরা ধর্ম এবং সমাজ দুটোর জন্যই ক্ষতিকর। ঘুরিয়ে পেঁচিয়ে এই দুই মেরুর দুটো বিষয়কে মার্জ করে জেনারালাইজড করা একধরণের অপরাধ। এরা খুব সুক্ষভাবে ভালো ভালো শব্দ চয়ন করে, গুরুগম্ভীর ভাব ধরে উচ্চশিক্ষিত মার্কা কথা বলে এই কাজটা করে থাকে।
নাস্তিক যখন কটূক্তিকারী হয়ে যায় তাকে ধর্মের শত্রু বলা শতভাগ ঠিক। ইসলাম ধর্ম শুধু দয়ামায়া দিয়ে গঠিত নয় আবার উগ্রবাদিতাকেও সাপোর্ট করে না। ন্যায্যতার ভিত্তিতে যার যার দেনা পাওনা মিটিয়ে দেওয়ার বিধান মেনে চলে।
বাংলাদেশে নাস্তিকতার চেয়ে ইসলাম বিদ্বেষের চর্চা বেশি।তেমনি সাধারণ মুসলমানদের ধর্মীয় শিক্ষার চেয়ে ধর্মীয় আবেগ বেশি।তাই প্রতিনিয়ত সংঘাত হয়, হতেই থাকবে।
গত ফ্যাসিস্ট রেজিমে যেভাবে একটি ইসলামিক নামধারী দলকে কোনঠাসা করতে সাধারণ ধার্মিক মুসলমানদের ওপরও উঠতে বসতে রোলার কোস্টার চালানো হয়েছিল তার বহিঃপ্রকাশ যে খুব ভালোভাবে হবে না তা অনেকেই বুঝতে পারছে না। যেহেতু ধর্মীয় শিক্ষা বা জ্ঞানের চেয়ে আবেগ বেশি এবং প্রতিশোধ মানুষের একটি সাধারণ প্রবৃত্তি তাই ধর্ম অধর্ম সব মিলিয়ে বিস্ফোরণ হওয়াটাকে কোনো দলের বা ধর্মের ছায়াতলে নিয়ে এসে উগ্রবাদিতার আখ্যা দেওয়া পুরোনো খামে নতুন ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ধর্ম যেমন জীবন বিধান তেমনি ইদানিং ধর্মকে সকল উগ্রবাদিতার আশ্রয়স্থল বানানোর কাজ করে চলছে সবাই, কেউ গোপনে কেউ আড়ালে, কেউ অযথা হিংসা করে।
©somewhere in net ltd.