নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

হিমময় অনুভূতি

০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫

ছবি: ইন্টারনেট


মায়া,
শীত এসে গেলো,
কুয়াশার চাদর, ঠান্ডা বাতাস,
আর আমাদের জুড়িসুড়ি হয়ে বসে থাকার ক্ষণগুলো কি আবার ফিরবে,
কৃষ্ণচূড়া গাছের নিচে ?
প্রচন্ড শীতে যখন তোমার ঠোঁটদুটো কাঁপতো
তোমার চোখ আমার চোখে পড়তো না লজ্জায়,
তুমি জানতে সেখানে আমি উষ্ণতা ছড়াবো।
কুয়াশা ভেদ করে সেই সাদা শাল জড়িয়ে, এবার কি আসবেনা ?
যখন জড়িয়ে ধরে ঠান্ডা হাতের স্পর্শে ছুঁয়ে দিতে আমার কপোল,
মনে হতো এমন শীত শেষ না হোক,
কাঁপতে কাঁপতে তোমার ললাটে একটা চুম্বন যেন আমাকে স্বর্গীয় সুখে পূর্ণ করতো।
ধোঁয়া ওঠা ভাপা খেতে যেয়ে যখন তোমার আঁচ লাগতো,
আমি হাসতাম, আর চোখ ভরে তোমায় দেখতাম,
কতটা মায়াবী, কতটা মধুর তুমি।
রাতের প্রথম বেলাতেই যখন শহর ফাঁকা হয়ে যেত,
কেউ হাটতোনা শুকনো পাতার চাদর মোড়ানো পথে,
সেখানে তুমি আমি কাটিয়েছিলাম কত মুহূর্ত,
যেন সদ্য জন্ম নেওয়া রঙিন ফড়িঙের মতো।
ফিরবে কি এবার ? শীত আর আমার কাছে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.