| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াস্পর্শ
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ভালোবাসার সৌন্দর্য দূরত্বে,
সত্যি কি তাই?
তবে বুকের সাথে বুক মিলিয়ে আলিঙ্গন,
ঠোঁটে ঠোঁট রেখে তোমার চোখের পাপড়িতে স্বপ্ন দেখার কি হবে?
শুধুই সান্তনা নেবার জন্য এমন বলি আমরা?
ভালোবাসা মহৎ,উদার,পূর্ণতা পায় ত্যাগে,
কিন্তু আমিতো জ্বলে পুড়ে মরি সেখানেই।
খোলসের ভেতর জীবন চলে জীবনের মত,
অসুস্থ্য মনের সারাবার পাথেয় নিয়ে,
তুমি যোজন যোজন দূরে আমাকে শুনতে পাও,
আর আমি অপেক্ষায় থাকি তোমাকে ছুঁয়ে দেখতে
আমার অবারিত আকাঙ্খা আর ত্যাগের আহব উচাটনে।
০৩ রা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৩
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
২|
০২ রা জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক সুন্দর কবিতা
০৩ রা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৩
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৩|
০২ রা জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৭
আরোগ্য বলেছেন: ভালোবাসার বহিঃপ্রকাশ সম্মান প্রদর্শনে, দৈনন্দিন সংসার জীবনে, শারীরিক কার্যকলাপের ঊর্ধ্বে মানসিক প্রশান্তিতে।
০৩ রা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৮
মায়াস্পর্শ বলেছেন: ভালোবাসার মানুষকে একবার জড়িয়ে ধরা, চোখে চোখ রেখে কথা বলা, তার চুলের গন্ধ , এগুলো যেন ভালোবাসাকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলে। শারীরিক কার্যকলাপ আলাদা বিষয় যেটা প্রেম থেকে আসে।
অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
৪|
০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
০৩ রা জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৮
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৮
সাজিদ উল হক আবির বলেছেন: যে ভালোবাসা কোন গন্তব্যে পৌঁছায় না, সে ভালোবাসাই বেঁচে যায়।
শুভকামনা। আরও অনেক কবিতা পড়বেন, আরও অনেক কবিতা লিখবেন, এই কামনা রইলো।