![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাইমলাইনে ঘুরতে গিয়ে হিজাব পরোয়া এই মেয়েটির ছবি পেলাম।
গসত্যই কি এটা হিজাব?
নাকি ডিজিটাল ফ্যাশনের ভিন্ন এক রূপ।
বলতে পরেন,
"আমি ফ্যাশন করব তাতে আপনার কি?"
হুম আমার কিছুই না।
তবে হিজাবের নামে কেন?
অন্য একটা নাম বানিয়ে নিন।
এটাতো আর ইসলামি হিজাব হলো না!
তাহলে ইসলামকে ব্যবহার না করাই ভালো।
(একান্তই ব্যক্তিগত অভিমত)
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৪
মো: অাজগর আলী বলেছেন: ভাই আছে!
সে গুলো করবো
(ভাই আর ভুল হলে বলবেন ঠিক হয়ে যাব)
২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১১
রুপালী কাবিন বলেছেন: সেক্সি হিজাবী
৩| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪
গেম চেঞ্জার বলেছেন: [sb]প্রথমত উনার পারমিশন ছাড়া এই ছবি দেয়াটা সাইবার অপরাধ!!
দ্বিতীয়ত উনি যে কাপড় পরেছেন সেটাতে অশ্লিলতার কিছু পাচ্ছি না।
তৃতীয়ত আপনার যদি এর পরেও উল্টাপাল্টা সুরসুরি জাগে তাইলে আপনার চিকিৎসার প্রয়োজন আছে। ডাক্তার দেখান!!
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৬
মো: অাজগর আলী বলেছেন: অবশ্যই ভাই দেখাবো
৪| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
নাসির উদ্দিন বলেছেন: when the danger is gone, God is forgotten.....
৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৬
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ''গেম চেঞ্জার'' ভাই এর সাথে একমত। এখানে খারাপের কিছু দেখছিনা। যে কাপড় - ই পড়া হোক না কেন , হোক তা হিজাব অথবা অন্য কিছু যদি হিজাবের শর্ত পূরণ করে তবে তাতে খারাপের কিছু দেখি না। ''হিজাব পা থেকে মাথা পর্যন্ত ঢিলেঢালা এক টুকরো কালো কাপড়কেই বোঝায়'' , এ ধরণের মানসিকতা থেকে বেরিয়ে আশা উচিত।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৭
মো: অাজগর আলী বলেছেন: সরি ভাই
৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৫
রেজা এম বলেছেন: আপু কে আপুর জায়গায় রাখেন ভাই
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৮
মো: অাজগর আলী বলেছেন: আচ্ছা ভাই রাখলাম
৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৮
নতুন বলেছেন: আপনার কাছে উপরের পোষাকটি অস্বালীন লাগছে???
নিচের মতন হয় নাই?
ধমে শ্বালীন পোষাক পরতে বলা হয়েছে... উপরের পোষাকটি কি কোন ভাবে অশ্বালীন হয়েছে??
আপনি এসেছেন আরেক জনকে তার পোষাক সম্পকে জ্ঞান দিতে... আপনার ছবিতে কিন্তু সুন্নাতী দাড়ীও দেখছিনা।
৮| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২১
মো: অাজগর আলী বলেছেন: তাই বলে কি ঠিক হবো না?
নিশ্চয় হবো
ভাই দোয়া করেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪
অর্ক বলেছেন: ভাই একটা কথা না বলে পারছি ন, ওনাকে নিয়ে মাথা ঘামানো ছাড়াও আমার আপনার পৃথিবীতে করার মতো হাজারটা কাজ আছে।