নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিসমিল্লাহির রহমানির রহীশ

মো: অাজগর আলী

মো: অাজগর আলী › বিস্তারিত পোস্টঃ

নোংরা মানসিকতা তো তখন তৈরি হয়

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬


আমেরিকান স্টাইলে চলাফেরা করে
ধর্ষিত হও,আর বিচার চাও সৌদি আরবের আইনে???
বড়ই আজব বাংলাদেশ।।।
নোংরা মানসিকতাতো তখন তৈরি
হয়, যখন তাদের ওড়না পুরুষের মত
মাপলারে পরিনত হয় আর উন্নত বক্ষ পাহাড় সাদৃশ প্রদর্শিত হয়,
তখন পশুত্ব জাগ্রত হয়, যখন সুড়োল নিতম্ব নৃত্যের তাল নিয়ে হাটে,
আর পুরুষ দেখলে বার বার ইচ্ছা করবে না? তাহলে পুরুষত্ব বলে কিছু রইল কি?
পাছা বা বুকের উপর কাপড় টানা টানি শুরু করে হীন মানসিকতাতো তখন হয় যখন, ধর্ষণের
বিরুদ্ধে শ্লোগান দিয়ে থার্টি ফাষ্ট
নাইট বা ১৪ই ফেব্রুয়ারীর মত দিবসে
যৌনতায় মেতে উঠে!

হাঁসি পায় তখন যখন দেখি এইডস
প্রতিরোধের বিজ্ঞাপন কনডমের
বিজ্ঞাপনে পরিণত হয়। এটা করলে
এইডস হয় না, সেটা করলে এইডস হয় না,
কনডম ব্যবহার করলে এইডস হয় না.....
ইত্যাদি ইত্যাদি। আরে বাবা কি
করলে এইডস হয় সরাসরি সেটা নিষেধ
করে বিজ্ঞাপর তৈরী করলে
তোমাদের ব্যবসা লাটে উঠবে নাকি?
এ ছবিতে একই ধরনের কান্ড, হিজাবী
নারীটিই পোষাকের প্রসঙ্গ আনা
প্লেকার্ডটি বহন করছে। নারীর
শ্লীলতা হানিতে পোষাক এর
ভূমিকা একেবারেই নাই???????? পুরুষের
নোংরা মানসিকতাকে প্রধানত
দায়ী করা ঠিক আছে। কিন্তু ইদানিং
এক শ্রেণীর সুবিদাবাদী মহল
পোষাকের বিষয়টি বারবার
প্রচারণায় এভাবেই আনছেন,
পোষাকের কোন ভূমিকাই নাই।
পুরুষের নোংরা মানসিকতা,
মেয়েদের উগ্র পোষাক, মেয়েদের
উশৃংখল চলাফেরা, পত্র পত্রিকা
সিনেমা নাটক গানের উৎসাহ,
ইন্টারনেটের অশ্লীল কনটেন্ট, বিকৃত
আকাশ সাংস্কৃতি, পারিবারিক
নিয়ন্ত্রণহীনতা এবং ধর্ম ও নৈতিক
শিক্ষা বিমুখীতা.....
এ সবই ধর্ষণের কারণ।
https://www.facebook.com/100839010415066/photos/gm.1445385542221487/250360305462935/?type=3&theater অনলাইন কলেকটেড.

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: সহমত

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মো: অাজগর আলী বলেছেন: ধন্যবাধ ভাই

২| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

প্রোলার্ড বলেছেন: আমেরিকান স্টাইলে চলাফেরা করে
ধর্ষিত হও,আর বিচার চাও সৌদি আরবের আইনে???


২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

মো: অাজগর আলী বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

কানিজ রিনা বলেছেন: সৌদী আরবের নিয়মে বিচার চেয়ে লাভ
কি আমাদের দেশের মেয়েরা কাজ করতে
গিয়ে সে দেশ থেকে ধর্ষিত হয়ে আসছে।
তবে আমাদের দেশের খারাপ মেয়েরা
মনে হয় ধর্ষিত হয়না ভাল মেয়ে হয়।
দেশে এমন ভাবে ধর্ষন মহামারী শুরু
হয়েছে প্রতিবাদের ঝড় না তুললে বিচার
গুলও এগিয়ে আসবে না।
পোষাকের দোহায় দিয়ে পার পাওয়া
এখন শুধুই বোকামী। মাদ্রাসার শিক্ষক
শিশু ধর্ষন থেকে শুরু করে বাইরের
শিশুরাও ধর্ষিত হচ্ছে রাক্ষস চরিত্রের
পুরুষ দ্বারা। বেশীর ভাগ ধর্ষক নেশায়
আকৃষ্ট। আমার মনে হয় পুরুষরাই বেশী
এগিয়ে আশা দরকার।
কারন যারা ধর্ষিত হচ্ছে আপনার আমার
কন্যা বোন এমনকি মধ্য বয়সী নারীরাও।
উগ্র পোষাক পড়া চালাক নারী ধর্ষিত
হচ্ছেনা হচ্ছে সরল সোজা মেয়েরা।

২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মো: অাজগর আলী বলেছেন: ঠিক বলছেন কিন্তু আপনার অপরিচিত লোকের কাছে কেও ধর্ষিত হয় না
কোন না কোন কারণ থাকে (বয় ফ্রেন্ডস/গার্লস ফ্রেন্ডস)
হইতো গার্লস ফ্রেন্ডস এর অন্য কথাও বিয়ে ঠিক হয়েছে
এখন বয় ফ্রেন্ডস এর মাথা গরম
সে হয় তো বা মুখে এসিড মারে, নতুবা ধর্ষন করে এভাবেই তার রাগ মেটাই

আপনি আপনার সন্তানের জন্য মেয়ে খুজতে গেলে আপনি কেমন মেয়ে পছন্দ করবেন?
আপনার ভায়ের জন্য মেয়ে খুজতে গেলে আপনি কেমন মেয়ে পছন্দ করবেন?

আপনি নিশ্চয় উগ্র মেয়ে খুজবেন না, যে পোষাক দেখে আর দশ জন ছেলের মাথা নষ্ট হয় তেমন মেয়ে দেখে আপনার পছন্দ হবে বলে আমার মনে হয় না।
ঠিক তেমনি করে আমাদের মেয়েদের তৈরী করতে পারি তবে আমাদের সকল সমস্যা কমতে পারে

৪| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ইউজারনেম / ইমেইল বলেছেন: আললাহ দিসে এক জাতি যার বেশি ভাগ ই মনে হ্য় মানসিক রোগি, ভাব দেখলে মনে হয় ফোলোর ফাটায়ে ফেলবে, এদিক এ হারবাল এর দোকান এ লাইন এ দাড়ানো লাগে আবার,

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

মো: অাজগর আলী বলেছেন: এই সব লোক গুলা বেশী ভাগই নেশাগ্রস্থের মধ্যে থাকে

৫| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

হাফিজ হুসাইন বলেছেন: আমার ব্যক্তিগত মত হল ধর্ষণের জন্য উগ্র পোষাক অনেক বেশী দায়ী। বিশ্বাস না হলে বলব মানুষ তাহলে কেন নিজের ভাইয়ের জন্য বউ খুজতে গেলে কিংবা নিজের ছেলের বউ খুজতে গেলে শালীন পোশাকের মেয়েই খুজে। কেন তখন অভিভাবক গন উগ্র পোশাকের মেয়ে পছন্দ করেন না। অভিভাবকরা কিন্তু উগ্র পোশাকের মেয়ের উপর মোটেই আস্থা রাখতে পারেন না।
পরিশেষে বলব শালীন পোশাক নারীর মর্যাদাই বৃদ্ধি করে। আর উগ্র পোশাক নারীকে উগ্র পুরুষের টার্গেটে পরিণত করে

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

মো: অাজগর আলী বলেছেন: উগ্র পোশাক নারীকে উগ্র পুরুষের টার্গেটে পরিণত করে ঠিক বলেছেন ভাই

ধন্যবাদ ভাই

৬| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দায়ী অনেক কিছুই, নারীবাদীরা পাব্লিসিটি করার জন্য শুধু পোষাকটাই টেনে আনে।

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৫

মো: অাজগর আলী বলেছেন: তেঁতুল দেখলে আমাদের যেমন জিব্বাই জলা আসে
ঐ তেঁতুল যদি আপনি সুন্দর করে একটি ভালো কাগজ দিয়ে ঠেকে নেন
তা হলে আর কারো জিব্বাই জল আসার সম্ভব থাকেনা?

কোন নারী যদি শালিন পোষাক ব্যবহার করে তাহলে উগ্র পুরুষের মানসিকতা উগ্র হওয়ার সম্ভব কম থাকে

ধন্যবাদ ভাই

৭| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২

টারজান০০০০৭ বলেছেন: দায়ী পাশ্চাত্যের , ভারতের নোংরা সংস্কৃতির অনুসরণ , দায়ী লিটনের ফ্ল্যাটে যাওয়ার সংস্কৃতি , দায়ী কাছে আসার গল্প , দায়ী সহশিক্ষা !

এবিষয়ে আমার একখান পোস্ট আছে দেখিয়া লইতে পারেন ।
http://www.somewhereinblog.net/blog/Tarzan00007/30195524

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.