নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মো: আতিকুর রহমান

মো:আতিকুররহমান

মো:আতিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

"ফরিদা তুই আমার গান আর গাইস নে"

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

শাহ আব্দুল করিম । বাউল সম্রাট । কাউকে যখন কোনো উপাধি দেয়া হয়, তার কাজের মূল্যায়ন করেই দেয়া হয় । তিনি তার সৃষ্টি দিয়েই থাকবেন বাঙালির হৃদয়ে । তাই কোথাকার কোন ফরিদা পারবিন তাকে নিয়ে কি বলল তাতে আমাদের কিছুই যায় আসেনা! এরকম দু'চারটা ফরিদা পারবিন আব্দুল করিমের গান গাওয়ার জন্য মুখিয়ে থাকে, গাইতে পারলে নিজেকে ধন্য মনে করে । লালন, করিমের গান গেয়েই আজ তারা স্টার । লালন, করিম ছিলেন বলেই আজ ফরিদার মতো মহিলাদের লোকে চিনে । তা না হলে রাস্তার কোন ধারে পরে থাকত কেউ জানতই না ।

আজ বাউল সম্রাটের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই । স্নরণ করি তার আধ্যাত্নিক গানগুলোকে । বুঝার চেষ্টা করি তার ফিলোসফি ।

পরিশেষে কবি, গীতিকার, অভিনেতা মারজুক রাসেলের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আজ যদি লালন বেচে থাকতেন তাইলে বলতেন, ফরিদা তুই আমার গান আর গাইস নে!!!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

খেয়া ঘাট বলেছেন: বাউল সম্রাট আব্দুল করিমের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
ফরিদা পারভিনও এক গুনী শিল্পী। লালনের গানকে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন।

কিন্তু মারজুক টা কে?
রফিক আযাদ মনে হয়ে বলেছিলেন- সব শালারাই কবি হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

মো:আতিকুররহমান বলেছেন: ফরিদা পারভিন গুণি শিল্পী দ্বীমত নেই। কিন্তু বাউলের সংঙ্গাটা তার আবার নতুন করে জানতে হবে।
মারজুক রাসেল একজন অভিনেতা এবং কবি। ধন্যবাদ আপনাকে

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: লালন, নজরুল, রবি যেমন গানের একটা ধারার স্রষ্টা। তেমনি আব্দুল করিম স্বয়ং নিজেই এরকম গানের একটা ধারা'র স্রস্টা।

আব্দুল করিম একজন লিজেন্ডের নাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

মো:আতিকুররহমান বলেছেন: আব্দুল করিম একজন লিজেন্ডের না।
সহমত

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

মাসুদ রশিদ বলেছেন: খেয়া ঘাট.... সহমত

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

মো:আতিকুররহমান বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: ফরিদা পারভীনের মত গুনী শিল্পি কেন এ ধরনের কথা বললেন, জানি না ।

তবে বাউল বিষয়ক যে সব দীক্ষার অভাব তিনি শাহ আব্দুল করিমের ক্ষেত্রে দেখিয়েছেন, তা কেবল মাত্র লালন অনুসারী বাউলদের ক্ষেত্রেই খাটে । লালন অনুসারী বাউলেরা সুনির্দিষ্ট দীক্ষা পার হয়ে তবেই বাউল খ্যাতি পান ।

শাহ আব্দুল করিম লালন অনুসারি বাউল নন । তিনি নিজেই বাউল সঙ্গীতে একটি নতুন ধারার জন্ম দিয়ে গেছেন । আর এজন্যই তিনি জীবিত অবস্থায়ই 'বাউল সম্রাট' খ্যাতি পয়েছিলেন ।

আর যে সব দীক্ষা প্রাপ্ত হয়ে লালন অনুসারীরা বাউল হয়, ফরিদা পারভীনকে সে সব দীক্ষার মধ্য দিয়ে যেতে হয় নি । লালন গুরুরা লালনের গান বিশ্বব্যাপি জনপ্রিয় করার পেছনে ফরিদা পারভীনের অবদান স্বীকার করেন । কিন্তু তারা ফরিদা পারভীনকে মুল ধারার লালন অনুসারী হিসাবে এখনো মেনে নেন নি । একনিষ্ট লালন বাউল এবং লালন গবেষক ফকির নাহিদ হাসান ব্যাপারটা আমাকে নিশ্চিত করেছেন ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

মো:আতিকুররহমান বলেছেন: আর যে সব দীক্ষা প্রাপ্ত হয়ে লালন অনুসারীরা বাউল হয়, ফরিদা পারভীনকে সে সব দীক্ষার মধ্য দিয়ে যেতে হয় নি । লালন গুরুরা লালনের গান বিশ্বব্যাপি জনপ্রিয় করার পেছনে ফরিদা পারভীনের অবদান স্বীকার করেন । কিন্তু তারা ফরিদা পারভীনকে মুল ধারার লালন অনুসারী হিসাবে এখনো মেনে নেন নি । একনিষ্ট লালন বাউল এবং লালন গবেষক ফকির নাহিদ হাসান ব্যাপারটা আমাকে নিশ্চিত করেছেন ।

নতুন তথ্য দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

সরদার হারুন বলেছেন: জনাব করিম একজন তারকা ফরিদা পারবিনও একজন স্বনাম ধন্য গায়িকা। কাজেই কাউকে ছোট বড় করা ঠিক নহে।
তবে করিম সাহেব একাধারে কবি,সুরকার,গায়ক,গীতিকার এবং যুগ স্রষ্টা। তাই তার কদর অধিক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

মো:আতিকুররহমান বলেছেন: জনাব ছোট বড় করার ব্যাপার ইহা নহে। আমরা যাদের কাছ থেকে গানের নতুন ধারা পাই, তাদেরকে ব্যবহার করে স্টার হই আর তাদেরই অসম্মান করি। এটা তো যৌক্তিক হতে পারেনা।
গুণিজনদের সম্মান না করলে নিজেও সম্মানিত হওয়া যায় না।

করিম সাহেব একাধারে কবি,সুরকার,গায়ক,গীতিকার এবং যুগ স্রষ্টা। তাই তার কদর অধিক।
সহমত আপনার এই কথার সাথে

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

তোমোদাচি বলেছেন: ফরিদা পারভীন কে ছোট করলেন কেন বুঝলাম না, উনি লালনের গান যেভাবে মানুষের কানে পৌছে দিয়েছেন তাঁর জন্য লালন বেচে থাকলেও আমার ধারনা কৃতজ্ঞতা প্রকাশ করতেন।

আচ্ছা, আপনার ঐ অভিনেতা মারজুক রাসেল টা আবার কে??

অনেকে আছে বিখ্যাত মানুষদের সমালোচনা করে জাতে উঠতে চান, উনি কি সেই দলের নাকি??
আপনি ও দেখি তাঁর সুরে সুর মিলালেন!!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

মো:আতিকুররহমান বলেছেন: ফরিদা পারভীনকে ছোট করা হয়নি। উনি যেভাবে শাহ আব্দুল করিমের সমালোচনা করেছেন তা কোন বিবেকবান মানুষই মেনে নিতে পারেনা।
আপনাকে ধন্যবাদ

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

আঁধার রাত বলেছেন: ফরিদা পারভীন প্রতিনিয়ত দেশে বিদেশে লালন সংঙ্গীতকে বলৎকার করেন। লালনের গান সবার জন্য না। ছেউড়িয়ার আখড়া বাড়িতে ফরিদা পারভীনের কোন স্থান নেই। লালন তত্ব একটা আলাদা ধর্ম । কঠোর সাধনার ভেতর দিয়েই একজন বাউল হওয়া যায়। লালন বেঁচে খাওয়া ফরিদাদের সেখানে কোন স্থান নেই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

মো:আতিকুররহমান বলেছেন: 'ছেউড়িয়ার আখড়া বাড়িতে ফরিদা পারভীনের কোন স্থান নেই। লালন তত্ব একটা আলাদা ধর্ম । কঠোর সাধনার ভেতর দিয়েই একজন বাউল হওয়া যায়। লালন বেঁচে খাওয়া ফরিদাদের সেখানে কোন স্থান নেই।'-
ভালো বলেছেন। ভালো থাকবেন নিরন্তর

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

প্লাটো বলেছেন: ১। ফরিদা পারভীন কি বলেছেন?

একটু অন্য প্রসংগ-

২। লালন কি বাউল ছিলেন ?উনি তো ফকির লালন বলেই জানি।
-------------------------------------------

সময়ের অভাবে তাড়তাড়ি লিখলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.