নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো আজিজুর রহমান

মো আজিজুর রহমান › বিস্তারিত পোস্টঃ

@পরীক্ষা@

১১ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪১

বালিশে মুখ গুজে বা আকাশের
কালোর দিকে তাকিয়ে, চোখে
বহমান অশ্রু,মনে বর্তমান কষ্টের সাথে যুদ্ধ করতে করতে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীকে নিজের চেয়েও সুখী মনে করা,
নিজেকে দুনিয়ার সবচেয়ে
দুঃখী মানুষ ভাবা, অন্য সবাইকে সূখীর কাতারে ফেলে নিজের কষ্ট আরো দ্বিগুন মনে করার কোন কারণ হয়?
"
"
হয়ত আপনার সেই প্রতিবেশী আপনার মতন বালিশে মুখ লুকিয়ে কাদছে। অথচ আপনার সামনে আবার অভিনয় করছে ভাল থাকার, সেটাও আপনারই মতন।
কেউই কারও একান্ত কষ্টগুলো প্রকাশ করতে রাজি নয়।
"
হাজারটা কষ্ট নিয়ে আশেপাশের
আমাদের সকল মানুষের বসবাস, কেউ প্রকাশ করে বা করে না।
কিন্তু জীবনের কোন না কোন পর্যায়ে বিপদ আপদ, দুঃখের সম্মুখীন হতে হয়।
এটা জীবনেরই অংশ।
"
"
কোরআনের ঐ সুন্দর আয়াতটা হুবহুব মনে পড়ছেনা যেখানে মহান আল্লাহ বলেই দিয়েছেন যে তিনি আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আর এর মাধ্যমে যাচাই করবেন কে প্রকৃতই ঈমানদার।
দুঃখ,কষ্ট,অসুখ বিসুখ থাকবে। আল্লাহর উপর ভরসা রেখে এ কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে দৃঢ় থাকা যায়।
"
"
কোরআন এক্ষেত্রে এক অবিশ্বাস্য
ভূমিকা পালন করে। জাস্ট ওযু করে
কোরআন খুলে তিলাওয়াত, এরপর অর্থটা পড়লেই দারুন কিছু পরিবর্তন মনের গহীনে টের পাওয়া যায়। আর মনের সাথে শরীরের যেহেতু সম্পর্ক আছে তাই শরীরের ক্ষেত্রেও উপকার দিবে।
"
"
দুনিয়া পরীক্ষাক্ষেত্র।এ বাস্তবতা যত
তাড়াতাড়ি মেনে নিতে পারব তত
তাড়াতাড়ি এসব ক্ষণস্থায়ী কষ্টের
জাল থেকে নিজেদের মুক্ত করতে
পারব।
আরেকটু যোগ করি,খুব বেশি
শারিরীক, মানসিক, আর্থিক তিনটা
সমস্যা থাকলে ঐ মানুষগুলোর কথা একটু চিন্তা করি যাদের অবস্থা আমাদের তুলনায় আরো শতগুন বেশি খারাপ-----------
"
"
**আফগানিস্তান,ইরাক, ফিলিস্তিন, সিরিয়া,মায়ানমার,চীন ও
ভারতের কিছু অংশের মুসলমানদের
দুর্দশা।অন্য ধর্মাবলম্বীদের রোষানলে
দিনের পর দিন এ তিনভাবেই
মানবতারর জীবনযাপন করে ওরা।ঈমান রক্ষার জন্য,জাস্ট ঈমান রক্ষা।
"
"
**
"নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি
রয়েছে,নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি
রয়েছে"-সুরা:- "ইনশিরাহ"
______Azizur Rahman

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩

কানিজ রিনা বলেছেন: দুর্বল প্রকৃতির মানুষ গুলই ভাবে আমিই
বেশী দুঃখি। নিশ্চয় এটা শিক্ষনীয় একটা
পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.