![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়াতুল কুরসী হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াতটি। এটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামিক বিশ্বের এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয়।
এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করে।
নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেহ পাঁচ ওযাক্ত নামাজের পর সঙ্গে সঙ্গে আয়তুল কুরসি পাঠ করবেন তার আর জান্নাতের মাঝে ব্যবধান থাকল মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই তিনি জান্নাতে যাবেন।
আয়াতুল কুরসীর বাংলা উচ্চারনঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম লাহু মা ফিসসামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস সামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।
অনুবাদঃ আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। (২:২৫৫)
______ আজিজুর রহমান
২| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৯
ডঃ এম এ আলী বলেছেন: বিছমিল্লাহ হির রাহমানির রাহিম ,
খুবই মুল্যবান বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন । এই আয়তের ফজিলতের কোন সীমা পরিসীমা নেই ।নীচে আপনার বর্ণিত ফজিলতের সাথে আরো দুএকটি ফজিলত উল্লেখ করা হল ।
শুভেচ্ছা রইল ।
৩| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না,
এটি হবে আয়ত্ব............টাইপো মিসটেক।সংশোধন করে নেবেন প্লিজ।
পোষ্টের জন্য ধন্যবাদ।
বিশেষ ধন্যবাদ ডঃ এম এ আলীরও প্রাপ্য।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৭
ডঃ এম এ আলী বলেছেন: বিছমিল্লাহ হির রাহমানির রাহিম ,
খুবই মুল্যবান বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন । এই আয়তের ফজিলতের কোন সীমা পরিসীমা নেই ।নীচে অআপনার বর্ণিত ফজিলতের সাথে অআরো দুএকটি ফজিলত উল্লেখ করা হল ।