![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Birthday !!
কারো কারো জীবনে প্রতি বছর birthday
আসে, আবার কারো জীবনে birthday
বলে কোন day নেই।
পৃথিবী তে অভাগা মানুষের মধ্যে কালু
তেমনি একজন। জন্মের সময় সে কাল ছিল
বলে তাকে সবাই কালু বলে ডাকত। কালু
ধিরে ধিরে বড় হল ।সে এখন এখন
পড়াশুনার শেষ স্তরে অবস্থান করছে।
সে যতই বড় হয় birthday কথাটা ততই
তাকে ভাবিয়ে তুলে।কারন তার real
birthday এই ত্রিভুবনে কেউ জানে না।
কেন কেন কেন???কালুর মনে এই একটাই
প্রশ্ন ।যেখানে ভালোবাসতে গেলেই
রমনীরা প্রিয় রং এর পর জানতে চাই
জানু তোমার birthday কবে? ফেবু তে গেলে birth
day, সেখানে real birthday না থাকাটা বেশ হতাশা জনক।
৫ম সন্তান তাই হয়তো কালুর জন্মদিন কেউ
মনে রাখেনি।
পিতা মাতারা যদি কালু শ্রেণিরর
মানুষের জন্ম তারিখ মনে রাখত তবে হয়ত
কালুর জন্ম হত না। কারণ প্রতি বছর ৫
টি সন্তানের birthday celebrate করাতো আর
মুখের কথা না।
তাই বলা যায় birthday পালনই
জনসংখ্যা নিয়ন্ত্রণের মোক্ষম
হাতিয়ার।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
বদিউজ্জামা০০৭ বলেছেন: পোস্টটা কি কেউ দেখতে পাচ্ছেন না শুধু আমিই দেখছি।
আর একটা কথা আমি অন্যর পোস্টে কেন কমেন্ট করতে পারছি না। দয়া করে কেউ বলবেন।