নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
জীবন শেষ হবার আগে
ভালোবাসা ফুরাবার আগে
মনে এই বাসনা জাগে-
চামেলী বাগে ধব-ধবে পূর্ণিমা রাতে
তোমার হাতটি ধরে জলঝিরির পাশে
চাঁদের নীচে সবুজ ঘাসে
গল্পে গল্পে কাটিয়ে দেই সারাটি জনম
আর হবে বেসামাল প্রেমের মধু আলাপন।
কখনো জীবন কবিতার মত মোহমায়ায় ঝিলমিল
আবার কখনো বা কুহুকের টানাপোড়েন
আর তোমাকে তখন মনে হয়;
কোন এক বনলতা সেন।
এ নদীর শান্ত তট
লিখে রেখেছে কত প্রেমের চিত্রপট
একদিন সেই পথ ধরে বিলীন হবো
যেমন করে শেষ হয় জীবনের লেনদেন
যেমন করে অমর হয় জীবনানন্দ ও বনলতা সেন।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ, শুভ্র বিকেল।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।