নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
হায় কারবারা! হায় হোসেন! শাহাদাতের অমিও বেলা
তোমার জীবনের বিনিময়ে রচিত হলো- 'ইতিহাস রক্তাক্ত কারবালা'।
ফোরাতের তীরে অবরোধ, পানির তরে পরিজন শিবীরে হাহাকার
কভু যায় না খন্ডন, ভাগ্যের লিখন মহান বিধাতার।
আকাশের ফেরেশতারা দেখছিল নবী বংশ নিধণের খেলা
তোমার অন্তিম সময়ের কথা স্মরন এলে বুকে ধরে জ্বালা
কান্নার মাতম উঠেছিল দ্যুলোকে -ভূলোকে, তবু নিষ্ঠুর
এজিদের পাষান হৃদয় করেনিকো এতটুকু সবুর,
হায় কারবারা! হায় বেদনার ইতহিাস ! ভুলেনা মুসলিম
মানুষের ঘৃনা আর অভিশাপে টিকে থাকে না জালিম।
২| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় কারবারা! হায় হোসেন!
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৭
মোঃ সোহেল আনোয়ার বলেছেন: কারবালার কাহিনির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।