নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আকাঙ্খা

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩


নারকেলের চিরলপাতা গলে, জ্যোস্না চুইয়ে পড়ে
ইলিশ মাছের ঝোলের মতো, আমাদের পৃথিবীতে;
আরো ঢ়েড় আগে, মানুষী এক ভালোবেসে
হাত ধরেছিল প্রেমিকের এমনই অপার্থিব রাতে
তবুও বেচে থাকার আকাঙ্খা থেকে গিয়েছিল
মরন খেলায় নিঃষ্পলক চোখে,
তখন পৃথিবী ভরে কেবল হলুদ সর্ষে ফুল
আর মধুকরের গুঞ্জন।
নীল ঢেউ নীড়ে, দক্ষিনা বাতায়ন খুলে ফাহিমা প্রধান
শীড়িষের ছায়ায় বসে নক্ষত্রের মত হৃদয় নিয়ে
দেখছিল প্রেম আর প্রেমাংশুর ছলনাময় বিশ্বসংসার।
নিয়মের অধীনে মানুষেরা হারাবে মৃত্যুর গহ্বরে
অতীত ঝলসে উঠে হৃদয়ে-আকাঙ্খা রক্তাক্ষরে
নারী না হয়ে যদি হতাম বহতা নদী
জনপদে বয়ে যেতাম মনের কথা কইতাম নিরবধি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

জাহিদ অনিক বলেছেন:


চমৎকার কবিতা মাইদুল ভাই।

ফাহিমা প্রধানের আকাঙ্খা বেশ সুন্দর- যদি নারী না হয়ে নদী হতাম মিশে যেতাম জনপদে

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে বাস্তবের ফাহিমা প্রধানের উপলব্ধিই কবিতায় তুলে ধরেছি।

সুন্দর মতামত দিয়েছেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.