নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

চন্দন বনের কথা

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০









যে প্রেমিক পুরুষ -
ডেকে নিয়েছিল, চন্দনের বনে;
শীতের কোন এক পড়ন্ত বিকেলে
কুয়াশা যখন;
জড়িয়ে যাচ্ছিল মাকড়সার জালে
মধুকর যখন:
উড়ে যাচ্ছিল জারুলের ফুলে।
বলেছিল সে-ম্লান হেসে;
"ভালোবাসার জন্ম ভালোবাসা থেকে"।
চমকে উঠে চেয়েছিলাম
মনে হয় আজ কতকালঃ-
শুভ্র মেঘপুঞ্জে বিদায় পথে
দূর কোন দ্বীপ হতে
ভেসে এলো-
চন্দনকাঠের চিতার আগুন ঘ্রাণ।
কত দিন চলে যায় বর্ষা-বসন্তে
এখন নির্জন চন্দনের বন
কেবল পাখিরা নীড়ে ফিরে।
সূর্যের আলো নিভে গেলে
প্রতিদিন আমার নিঃশ্বাস
বাতাসে মিশিয়ে দেয় অগ্নি বার্তাঃ
"ভালোবাসা নাও, হারিয়ে যেওনা
মনে রেখ চন্দন বনের কথা"।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

নীল দেয়াল বলেছেন: ভালো লাগিলো

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালো থাকিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.