| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আমি ছুরি হব
তব বুকে বিধে রব
বেহুলা হব
লখিন্দর তোমাকে পাব।
কাল কেউটের লক্ষ ফনা
নীল রক্তকনা
বিনোদিনী নই বিদ্রোহিনী
এখন অগ্নি কন্যা;
এখন প্রিয় কেবল
মৃত্যু রক্ত বন্যা
বিষ মাখা তীর হব
তব বুকে বিধে রব।
মমতাজ মর্মের মহল
শাহজাহান যমুনার কোলাহল
জোছনা কিংবা আধার রাত
হবে নির্জনে মোলাকাত।
আমি শিরি হব
ফরহাদ তোমাকে পাব
বেহুলা হব
ভেলা ভাসাব
লখিন্দর তোমাকে পাব।
ছুরি হব
তব বুকে বিধে রব
১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ধ্রুবক আলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন